নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা জানি যে প্রতিমা বিসর্জন দেওয়া হয় নদীতে.কিন্তু পৃথিবীর যে দেশে (যেমন সৌদি আরব) অথবা যে স্থানে নদী নাই সেখানে যদি দূর্গা পূজা হয় তাহলে সেখানে কোথায় প্রতীমা বিসর্জন দেওয়া হয়/হবে? এ নিয়ে কি হিন্দু শাস্ত্রে কিছু বলা আছে? জানার জন্য পোস্ট দিয়েছি,কেউ নেগেটিভ চিন্তা করবেননা প্লিজ।এই বিষয়ে আগেও একটা পোস্ট দিয়েছিলাম কয়েক বছর আগে,কিন্তু কোন সুদুত্তর পাইনি তাই আবার দিলাম।
২| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:২৭
মো. আদম শফিউল্লাহ বলেছেন: this is not important to know. we should do our duty properly.
৩| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৬
প্রণব দেবনাথ বলেছেন: ডুবিয়ে দেওয়া একটা প্রথা। যেটা আমাদের নদী মাত্রিক দেশে সম্ভব । প্রথা স্থান কাল পত্র ভেদে বদলে যায় । আর মরুভূমিতে অত বড় মূর্তি বানানোর জল যোগান দেওয়ার ক্ষমতা থাকে তবে মূর্তি ডোবানোর ব্যবস্থা ও থাকবে , তাও যদি না হয় তো জল ছিটিয়ে দিয়ে পরে মূর্তি নষ্ট ভেঙ্গে দেওয়া যেতে পারে বা রেখে দিতে পারে । কারণ মূর্তি দেবী নয় ওটা উপলক্ষ মাত্র।
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩৩
রক্তিম দিগন্ত বলেছেন:
এবারও পাচ্ছেন না। আমারও জানা দরকার। গুগোলে সার্চ করে দেখুন পান কিনা!