নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

অখ্যাত শিল্পীদের বিখ্যাত(!) গান

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

মাঝে মাঝে আমরা কিছু অখ্যাত শিল্পির এমন কিছু গান ুশনি যা নিজের অজান্তেই ভালো লেগে যায়। মনে হয় বাহ! গান টা তো খুব সুন্দর। লিরিক টা দেখি বেশ। অখ্যাত বলতে আমি বুঝাচ্ছি এমন কিছু শিল্পি যারা সাধারণত কোন টিভি সু তে চান্স পায়না বা যাদের নাম পত্রিকার বিনোদন পাতায় জায়গা পায়না।তাদের মিউজিক ভিডিও তে তাকে নিম্ন মানের অভিনয় শিল্পী । আবার অন্য দৃস্টিতে তাদেরকে অখ্যাত বলা জায়না, তাদের একটা নির্দিষ্ট শ্রেণীর স্রুতা আছে। তারা সাধারণত যা করে তা হচ্ছে বিভিন্ন বাংলা অথবা হিন্দি জনপ্রিয় গানের সুরের কপি পেষ্ট।মাঝে মাঝে অবশ্য তাদের গানে নিজস্বতা পাওয়া যায়।কখনো আবার তা অবাক করার মত।(বর্তমানে বাংলা গানের যে হাল তার তুলনায় আমি এইসব গানকে এগিয়ে রাখবো, অন্তত লিরিকের দিক দিয়ে) আজকে আমি তাদের সেই অবাক করা জনপ্রিয় কিছু গান নিয়ে বলবো। আপনাদের ভাল লেগেছিল/লাগবে কি না তা জানিনা,তবে আমি সেই গান গুলোকে খুব এনজয় করি

১: টুনির মা: অনেকেই হয়তো গান টা শুনেছেন। প্রথম গান টি শুনেছিলাম এক বন্ধুর গলায়।গুন গুন করে কি যেন গাচ্ছে।পরে তার কাছ থেকে গান টি মুবাইলে নিয়ে শুনলাম। শিল্পি অমিত কুমার নিজেই লিরিক লিখেন। তখন তো রাস্তাঘাট সব জায়গায় শুধু টুনির মা আর টুনির মা। বাংলাদেশ এবং কলকাতার অনেক মুভিতে অভিনেতাকে গুন গুন করে গাইতে শুনেছি। মাঝে মাঝে নিজেই নিজের অজান্তে গেয়ে উঠি " ও টুনির মা তুমার টুনি কথা শুনেনা................m.youtube.com/watch?v=sRjNbO87g-0

২:আজও প্রতি রাত : "আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। তুমি চলে গেছো তাই বিরহের গান গাই........... " লিরিক অনেকটা এইরকম। গান টা আমার প্রিয় না হলেও খুব সাড়া ফেলেছিল। গান টা গেয়েছিল ইমন। লিরিক টা কার জানিনা। m.youtube.com/watch?v=XWeZr1l7w7I


৩: ও বন্ধু লাল গোলাপী: শরিফ উদ্দিনের গাওয়া আমার একটা প্রিয় গান। গানটার অনেক রিমিক্স ও রেপ ইউটিউবে পাওয়া যায়। অল টাইম দৌরের উপর টেলিছবিতে গানটির ব্যাবহার খুব ভালো লেগেছিল। সুর কিংবা লিরিক দুইটাই অসাধারণ। আর bad boy's crew এর করা সিলেটী রেপ ভার্শনটি অসাধারণ।
m.youtube.com/watch?v=cdp0jyDJtus


৪: বোরকা পরা মেয়ে : শরিফ উদ্দিনের আরেকটি জনপ্রিয় গান। একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে। অনেককেই তখন পাগল করেছিলো। কিন্তু আমার ভাল লাগেনি।
এ ছাড়াও শরিফের আরও বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে যা আমি প্রায়ই শুনি
m.youtube.com/watch?v=77rU1IT_h90

৫: দয়াল বাবা কলা খাবা : মজার একটা গান। খুব গভীর অর্থ বহন করে।শিল্পী বা গিতিকার কারো নাম জানিনা। লিরিকটা অনেকটা এরকম " দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়ে খাও,পরের গাছের পানে কেন মিট মিটায়ে চাও"।

m.youtube.com/watch?v=xxGkQjiX8Tw

৬:তোকে রডে বসিয়ে বেল বাজাবো : শিল্পীর নাম নাড়ুগোপাল চক্রবতি। কয়েকদিন আগে গান টা শুনেছিলাম। সুরটা দারুণ। লিরিক টা ভালো। লিরিক টার মানে বুঝতে বেশি বুদ্ধির দরকার নাই। গান টি যদি না শুনে থাকেন তবে আপনার শুনা উচিৎ।

m.youtube.com/watch?v=qM9XRUTPsuI

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য :) আর একটা মিস করে ফেলেছেন মনে হয় ঐ হল সালমা গাওয়া সম্ভবত "বাসর ঘরের বাত্তি নিভাইয়া"। গানটা ১ম শুনেছিলাম সিডির দোকানে। শুনেই আমি হাসতে হাসতে শেষ B-))

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

প্রফেসর সাহেব বলেছেন: করতে চেয়েছিলাম। কিন্তু সালমা তখন বিখ্যাত ছিল

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

বেসিক আলী বলেছেন: ৫: দয়াল বাবা কলা খাবা : মজার একটা গান। খুব গভীর অর্থ বহন করে।শিল্পী বা গিতিকার কারো নাম জানিনা। লিরিকটা অনেকটা এরকম " দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়ে খাও,পরের গাছের পানে কেন মিট মিটায়ে চাও"।


এটা কৌতুক শিল্পী কাজল র গান । আমি প্রথম এ গানটার ভিডিও দেখি এটিনবাংলায়।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

প্রফেসর সাহেব বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

তারছেড়া লিমন বলেছেন: দয়াল বাবা গানটার কথা+সুর+কন্ঠ কৌতুক শিল্পি কাজলের।।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭

তারছেড়া লিমন বলেছেন: দয়াল বাবা গানটার প্রথম চরন ঝিনাইদহের কৌতুক শিল্পী হোগলবোগল ও মিতুলের পরে কৌতুক শিল্পী কাজল পূর্ণাঙ্গ ভাবে গান হিসাবে ব্যবহার করেন । ওনার বাড়ি ও ঝিনাইদহ।।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

প্রফেসর সাহেব বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.