নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৩৬০ আউলিয়ার দেশ সিলেটের মৌলভি বাজারের মনু নদীর তীরবর্তী সুমারাই আরাইহাল গ্রামে চলছে বিজয় মেলা.আসলে বিজয় মেলার নাম করে সেখানে চলছে অসামাজিক কার্যকলাপ.সন্ধ্যা নামলে সেখানে শুরু হয় হিন্দি item গানের তালে তালে অশ্লীল নৃত্য .সারা রাত ব্যাপি চলা এই গানের আওয়াজে এলাকার লোকেদের ঘুম হারাম.কারো প্রতিবাদ করার সাহস নেই . আর থাকবেইবা কিভাবে স্বয়ং সমাজকল্যাণ মন্ত্রী (শুনা কথা) যার পৃষ্ঠপোষকতা করছেন.আর জুয়ার কথা নাহয় নাই বললাম.আর জুয়ার কথা নাহয় নাই বললাম.গড়ে প্রতিদিন যেখানে ৪০-৫০ লক্ষ টাকার জুয়া খেলা হয় . যার সিংহভাগ যায় মেলা কমিটির পকেটে.দেশের বিভিন্ন স্থান থেকে ১৬টি মেয়ে আনা হয়েছে . যারা শরীর দেকাতে প্রস্তুত ৫০০ টাকার বিনিময়ে.এলাকার ছেলে বুড়ু সবাই হুমড়ি খেয়ে পরছে.খেঁটে খাওয়া মানুষেরা সারা দিনের ইনকাম দিয়ে বৌ গিন্নির জন্য চাল ডাল না কিনে কিনছে নগ্ন নৃত্য দেখার টিকেট .মেলা(???) আরম্ভ হওয়ার পর থেকে এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে.অজানা কুনু এক কারণে প্রশাসন এবং স্থানীয় মিডিয়া নিরব ভুমিকা পালন করছে.এটাই একমাত্র নয় . মৌলভীবাজার উপজেলায় এরকম আরো ১০ টার মত "মেলা" রয়েছে . যার দেখাশুনার দাইত্ত নাকি মন্ত্রি তার ভাই লিয়াকতকে দিয়েছেন.(শুনা কথা)
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২২
আহলান বলেছেন: হুমম ... দেশ এগিয়ে যাচ্ছে ...
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৩
প্রফেসর সাহেব বলেছেন: একমত
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৭
বাড্ডা ঢাকা বলেছেন: ডিজিট্যাল বাংলাদেশ হয়েছে
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৩
নিলু বলেছেন: বাউল গান , পালা গান সহ নানা গানের আসর গ্রাম বাংলার ঐতিহ্য কিন্তু জুয়ার আসর আর অশ্লীল নিত্য পরিবেষ নষ্ট হচ্ছে ।