নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপলক তাকিয়ে থাকা দু'টি কোমল চোখ
আমাকে তাতিয়ে দেয় শ্রদ্ধেয় কোন আবেশে ;
আমি বধির হয়ে যাই; কিছুই শুনি না তখন।
নক্ররাজ যেন আঘাতের পর আঘাত হানে কানে
আমার বধিরতা উচ্চসীমা কাছাকাছি পৌঁছে যায়;
ভেসে আসে একটা মৃদু হাসির অনুচ্চ আওয়াজ;
উন-বধির আবেশ মুক্তি পায় সে হাসির স্নিগ্ধতায়।
আমি বিস্মিত হয়ে খুঁজতে থাকি হাসির উৎস ।
২| ১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৫
Zinat Imam বলেছেন: সুন্দর লিখেছেন।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।