নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মুগ্ধ হয়ে চেয়ে থাকি ;
চোখগুলো অবিরত বক্তৃতা দিয়ে যায় সম্মোহিত মন্ত্রে;
নম্র কোমল শব্দগুলো আমার চোখে
মন্ত্রবাণ হয়ে একে একে জমা হয়।
অপ্রকৃতস্থ আমি অট্টহাস্যে চিৎকার করে উঠি;
বিস্মিত হয়ে মুহূর্তকাল নীরবতা পালন করে সমগ্র রাজ্য; আমাকে ঘিরে ধরে অসংখ্য বাক্য, অজস্র সৌন্দর্য;
আমার দিকে অবাক দৃষ্টি নিক্ষিপ্ত হয় আশপাশ হতে। থরোথরো কাঁপতে থাকে তোমার চোখের আলো,
অভ্যন্তরিত হয়ে উল্টো পথে ধাবিত হয় তোমারই দিকে।
আমি মুগ্ধ হয়ে চেয়ে থাকি।
আমি অনুপ্রাণিত হই কবি প্রেমিকের মতো,
মেঘমালা দেখি তোমার চোখের কালোয় ;
বোদলেয়ারের মেঘমালার চেয়ে আরো জীবন্ত।
রঙ মাখানো বুরুশ বুলাই তোমার কপোলে,
সূর্যাস্ত রঙে গাঢ়-ভেজা লাল হয়ে উঠে তোমার মুখ; ভ্যানগগের তুলির বিশাল পোচও এতো সুন্দর আঁকেনি। সভ্যতার সমস্ত শিল্পকলার চেয়ে রহস্যময় তুমি।
আমি মন্ত্রমুগ্ধের মতো সুধা নিই।
আমি অপলক চেয়ে থাকি ; প্রেমে পড়ি;
স্বপ্নের শিল্পিত জগত হয়ে উঠে তোমার মুখ।
আমি শব্দ খুঁজি নজরুলে, বুদ্ধদেবে, জীবনানন্দে
আরো শব্দের জন্য হাত বাড়াই মধুসূদন, রবীন্দ্রনাথে; শিল্পজোট গড়ে দিতে সবুজ তরুণ চোখকে ডুবিয়ে দিই চণ্ডীদাস, কালিদাস আর সহজিয়াদের শিল্পিত মানসে।
তোমার চোখের চাহনির এতো উজ্জ্বলতা;
তোমাকে অন্তত একবার না দেখলে আমি অন্ধই থেকে যেতাম।
তোমার চোখের নিঃশব্দ বিচরণ আমার বাগানে বসন্ত আনে ;
আমি অজস্র স্বর্ণ খুঁজে পাই ঐ শব্দের অতল সমুদ্রপারে,
আমার বাগান হয়ে উঠে জোহাননেসবার্গ।
কোনোদিন যদি আবছা মনে পড়ে সে চোখ
আমি দেখি শত শত চিত্রকল্প ভেসে আসছে ;
বিপুল বজ্রে স্মৃতিবিনাশ ঘটলেও আমার চোখের কোণে সংশোধিত তোমার চোখের স্মৃতি অক্ষত থাকবে।
আমি মুগ্ধ হয়ে চেয়ে থাকি।
ঝলমলে তোমার উদ্ধত সুন্দর বাহুর আঙ্গুল উঠানো
আমার চোখে আর মগজে চিত্রকল্পরঞ্জিত হয়ে গেছে;
আকাশে রঙ্ধনু জন্ম নিলে আমি আটটি রঙ দেখি।
নির্বোধ দুঃস্বপ্ন ভেবে আশাবাদী হয়ে উঠি;
তোমার চোখ আর ভ্রু-যুগল রূপান্তরিত হয়
প্রতিদিন স্বপ্নে দেখে রাজিয়ার উজ্জ্বল মুখের মতো।
অথচ তোমার ভ্রু-যুগল তার চেয়েও সুন্দর;
আমি মুগ্ধ হয়ে চেয়ে থাকি।
২| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
৩| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দারুণ!! একটু বড় হলেও সুখপাঠ্য হয়েছে। কবিতায় প্লাস।
৪| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৪
নীল মনি বলেছেন: আচ্ছা একটি প্রশ্ন আট নং রঙয়ের বর্ণ কী? ভালো লিখেছেন।
৫| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ।
৬| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৮
ওমেরা বলেছেন: আচ্ছা কবিতা এত বড় কেন !!! ছোট ছোট করে লিখবেন তাহলে ভাল লাগবে ।
সরি, এটা তো আপনার ইচ্ছা ।
ধন্যবাদ । সবশেষে বলে যাই কবিতা সুন্দর হয়েছে ।
৭| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৫
রাসেল রুশো বলেছেন: প্রথমে অভিবাদন জানবেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
ঝলমলে তোমার উদ্ধত সুন্দর বাহুর আঙ্গুল উঠানো
আমার চোখে আর মগজে চিত্রকল্পরঞ্জিত হয়ে গেছে;
আকাশে রঙ্ধনু জন্ম নিলে আমি আটটি রঙ দেখি।
এখানে উদ্ধত সুন্দর বাহুর আঙ্গুল উঠিয়ে হাত নেড়ে নেড়ে কথা বলার যে ভঙ্গিটি তাকে রঙ হিসেবে ধরে নিয়েছি। রংধনুতেও যেন সে রঙ আলাদা হয়ে অষ্টম রঙ হিসেবে আমার কাছে মনে হয়। এটা অবশ্য ইন্দ্রিয় বিপর্যয় হয়ে গেছে। তবে এ চিত্রকল্পটা আমার বেশ পছন্দের।
আশাকরি বুঝাতে পেরেছি।
ভালো থাকবেন। দোয়া করবেন আমার জন্য, শিল্পের জন্য।
৮| ২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১১
রাসেল রুশো বলেছেন: ধন্যবাদ জানবেন। সুস্থ ও সুখী থাকুন।
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে+++