নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠাণ্ডা হাওয়ার রৌদ্রের দুপুরে
ধানের ক্ষেত, কচুরাপানা ডোবা,
কিংবা মজিদ মিয়ার মাছের ফিশারি;
দারুণ দুরন্ত তুমি।
পৌষ মাস, শীত শীত ভাব;
তোমার উষ্ণবীর্য খোলসে জমা,
সঙ্গিহীন তুমি সারা দিনভর;
তুমি নিশ্চয় আজ একা।
তোমার মায়ার ছুটে এসেছে
হাওয়া ভরা বেলুন,
কিংবা সূর্যের তপ্ত রোদ;
তুমি নিমগ্ন ভাবালুতায়।
মাঘের সকাল,প্রার্থনাকালে
শীতলীকৃত কলের পানি
কিংবা পুকুরের বরফ ঠাণ্ডাভাব;
তুমি উষ্ণতা দিতে পারতে।
শীতের রাতের কম্বল বালিশ
ভাঙ্গা জানালার ফাঁক গলে
আসা কুয়াশায় জমে বরফশীতল;
তুমি সঙ্গী হলে বেশ হতো।
পৌষ আর মাঘ জীবনে আসে,
দুঃসময় আর সুসময়ের তফাত করে।
আবহ যেমন নীরব নিথর
তেমন তোমায় চেয়েছে যে মন।
২| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩
রাজীব নুর বলেছেন: কবিতা পবিত্র জিনিস। এখানে সব দায়ের অবসান। এখানে পরম শান্তি। সেই কবিতাকে ভালোবাসো। ... সব সময় মনে রেখ - লোকটা যখন কবিতা লিখছে - নিজেকে পুড়িয়ে লিখছে।' - রাম বসু
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৬
সাদা মনের মানুষ বলেছেন:
শুভ সকাল