নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার প্রণয়বৃত্তে থমকে আছে ভবিতব্য সময় ;
অনিকেত মন তোমার ভিতর ঘরের আশ্রয় চায়।
আমার জীবনাধিক মানুষগুলো ভুল জেনেছে;
মিথ্যে বুঝি, হৃদয় নামের অঙ্গখানির নিত্যকার জানাশোনা?
গুচ্ছ গুচ্ছ অনুভূতির নিত্য জমা কথা মালা?
সত্য বলেই মানছি আমি তোমার মুখের পংক্তিমালা।
পারিবারিক রীতিমতো নিত্যকালের চলা,
পথের ধারে থমকে পড়লে কে মানুষ বুঝি একেলা?
সিসিফাসের সুখ বুঝিনি পাথর টানার কাজে,
প্রণয়-পাথর বইতে গিয়ে সুখ বুঝি আজ বাজে।
শাস্তি দিও, দণ্ড দিও। সব নেবো মন পেতে।
নেশা যদি না কাটে আর পাপী করো না।
তোমার জন্যে হাজার জন্মে স্বপ্ন দেখতে রাজি,
তোমার জন্যে ব্যর্থ হলেও ধরবো প্রেমে বাজি।
©somewhere in net ltd.