নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন কিছু ভাবতে পছন্দ করি। নিজকে আরো জানতে চাই। শিখতে চাই মানুষের মন।

রাসেল রুশো

রাসেল রুশো › বিস্তারিত পোস্টঃ

চিঠি : ফণিমনসার প্রতি

২৪ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৯

প্রিয়তমা ফণিমনসা,
সেই কবে তোমার প্রেমে পড়েছি! আজ আমাদের প্রেম পুরোনো হয়ে গেছে, অভিজ্ঞতায় ঠাসা। তুমি যে বলো, চলো আবার নতুন করে শুরু করি। প্রতি বারই আমি তোমার প্রেমে প্রথমবার পড়ি। একটা গোলাপও কখনো হাতে দিতে পারিনি সত্য, কিন্তু অনুভূতিগুলোতো ছড়িয়ে দিতে পেরেছি তোমার মাঝে! আজকাল নতুনের প্রতি আর মন টানে না, পুরাতনকেই আকড়ে থাকতে ইচ্ছে হয়। তোমার প্রতি অনুভূতিগুলো যেমন সতেজ হয়, অন্য কারো প্রতি তা হয় না। তোমার কথাটার বাস্তবতা যাচাই করার জন্য কিছু বন্ধুত্ব নষ্ট করে ফেলেছি। আচ্ছা তোমার বন্ধুদের সেদিন কী বলে আমার কাছে পাঠিয়েছিলে? তুমি জানতে সেদিন আমি নিজেকে নিয়ে চিন্তিত ছিলাম। ওদের সাথে মন খোলে কথা বলতে পারিনি। আমাকে ব্যাপারটা আগে জানালেও পারতে। ওরা ভেবে নিয়েছে, আমাদের সম্পর্ক আর এগোবে না। কতদিন তোমার চুলগুলোর গন্ধ পাই না! এ আমার ব্যস্ততার ফল। কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি তোমাকে যথেষ্ট সময় দেই নি। আচ্ছা আমাকে কি তুমি কখনো ভুলে যেতে পারবে না? কতবার ভেবেছি, তোমার কথাটা যাচাই করবো, তুমি বলেছিলে, দিন যত যাবে পুরোনোর প্রতি আকর্ষণ তত কমবে, কিন্তু আমি তা প্রমাণ করতে পারি না। তাহলে বার বার কেন তোমার চিঠির জবাব দিতে হয়? যখন মুখবইয়ে(ফেসবুক, Facebook) কোন স্ট্যাটাস দিই, তোমার নাম খুঁজে না পেলে বন্ধুরা জানতে চায়, ছ্যাকা-ট্যাকা খেয়েছি কি না! তুমিই বলো, এখন কি ছ্যাকা খাওয়ার আর বয়স আছে? যখন ক্ষুধা ছিলো তখন তো এরকম বলতো না। আমি আজও তোমার পর হতে পারলাম না। গত চিঠির কিছু শব্দ স্পষ্ট বুঝতে পারিনি। আর তুমি কেমন আছো, জানা হয়নি।

ইতি
তোমার প্রার্থী

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১১

ঔপন্যাসিক জিল্লুর রহমান বলেছেন: প্রেম কখনও পুরানা হয় না। পড়লাম ভাল লেগেছে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.