নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন কিছু ভাবতে পছন্দ করি। নিজকে আরো জানতে চাই। শিখতে চাই মানুষের মন।

রাসেল রুশো

রাসেল রুশো › বিস্তারিত পোস্টঃ

তুমি এখনই চলে যেও না- চিঠি/ অনুরোধ/স্বীকারোক্তি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৫

প্রিয়তমা এরাতো,
তুমি এখনই চলে যেও না। তুমিতো সবই জানো- আমি স্বল্পবাক পুরুষ। রক্তের সম্পর্কের চেয়ে বড় বলে কিছু মানি না, স্নেহের মায়াটাকে আমার মনে হয় একটা মেকি শৃঙ্খলবেড়ি। সে-বার তোমার প্রিয় জিনিসগুলো আমি ফিরিয়ে নিয়েছিলাম -সত্য। তোমাকে ভালোবাসি না স্বীকারোক্তি দিয়েছিলাম-সত্য। কিন্তু তুমি এটা জানতে চাওনি -কেন আমি নাম দস্তখত করেছি। আমি তোমায় ভুলে গিয়েছিলাম -বিশ্বাস হয় তোমার? তুমি বলতে - আমাদের সন্তান কখনো দ্বিধায় ভুগবে না, আমি হাসতাম আর বলতাম তাই যেন হয়, কিন্তু আজ তুমি আমার ঔরসকে অস্বীকার করলে, আমি কোন প্রতিবাদের ভাষা পাইনি। আমার সন্তান কোথায় বলতে চাইনি -কেবল অভিমান নয়, নিজের দায়িত্ববোধহীনতা আমায় লজ্জিত করে রেখেছিল। সত্যিই তুমি আমার যোগ্যা স্ত্রী। নিজে ধুঁকে ধুঁকে অনাহারে কাটিয়েছ, আমার সন্তানকে তুমি বড় ঘরে বিক্রি করলে -দেখে এলাম, সে সুখে আছে, ভালো আছে, নিঃসন্তান পিতা-মাতা তাকে স্নেহবন্ধনে রেখেছে। কিন্তু তুমি তো ফিরতে পারো! আমি আমার পাপপের ভার তোমাকে বইতে দিবো কেন? আমি অবাধ্য সন্তান হয়ে তোমাকে সঙ্গী করেছি ঠিকই, কিন্তু তুমিতো বাধ্যগত ছিলে, বাড়ি ছাড়লে কেন? আমি পাপী।, আমাকে সঙ্গ দিলে কেন? ভালোবাসো না তাই? আমি বিশ্বাস করি না - তুমি আমায় ভুলে গেছো, তাহলে আজজ ফিরে এসেছিলে কেন? কেনই বা চলে যাচ্ছ? আমি কেবল বলবো -তুমি এখনো আমার। এই যুবতী বয়স, তুমি মা হওয়ার গৌরব হতে বঞ্চিত হয়ো না। তুমি না বলতে - তোমার অনুভূতিগুলো পূর্ণতা পায় যখন কেউ তোমার মাঝে বেড়ে ওঠে, তাহলে আজ উদাসীন কেন? কোন জবাব চাই না -একগুঁয়ে স্বভাবের আমি আজও চাই তুমি থেকে যাও -আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে, নয়তো জোর করে রেখে দিবো।
তোমার প্রিয়তম জেন্টলম্যান
"আমি"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.