নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একান্ত ব্যক্তিগত কিংবা গোপন বিষয় বলে কিছু কথা অনিবার্য কারণ দেখিয়ে বলা হয় না। আমি নিজেও এটা করি। আজ এমন এক দ্বিধায় পড়েছি। এটা ব্যক্তিগত নয়, এটা একান্ত নিজের মনোগত সমস্যা। (?)। বেশ কিছু মতামত পাওয়ার ক্ষেত্রে আমি স্বার্থপর। যেমন - আমি একজনকে হয়তো ভালোবাসলাম কিন্তু তাকে বলতে গেলে প্রেস্টিজ থাকবে না কিংবা সে প্রত্যাখান করবে (আমার এরকম কেউ নাই, বুঝানোর খাতিরে লিখছি), তাই আমি চুপ করে তাকে অনুসরণ করি, সুযোগ খুজিঁ। কিন্তু আমাকে সে আগে বললেও আমি তাকে পাত্তা দিই না, কারণ আমি তাকে চাই না (আসলে চাই)। মূলত মন-দ্বন্দ্ব, আর স্বীয় খ্যাতির মর্যাদা বাচাঁতে গেলে প্রবলেম খোঁজা লাগে।
(এক মহতী মানুষের বাণী)।
২| ১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৭
মার্কো পোলো বলেছেন:
পাছে যদি প্রেস্টিজ যায়! এ ভয় অনেকেরই কাজ করে।
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১:১৫
মোটা ফ্রেমের চশমা বলেছেন: I feel you brother.