নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু অদ্ভুত আবেগ মনকে ঘিরে ধরেছে। গত সন্ধ্যার বৃষ্টিভেজা মাঠের ঘাসগুলোতে সজীবতার ছোঁয়া লেগেছে বোধ হয়। অানিকার মনটা কেমন বিগড়ে আছে যেন। কেমন নিস্পন্দ চাহনি তার। বৈশাখী ঝড় - ধূলি উড়ায়, ফসল নষ্ট করে প্রশান্তি দেয়।
অনিকার মনে আজ ঝড় উঠেছে। সে ঝড়ে আগুন ঝরে। প্রমাগ্নি। প্রবলভাবে কাউকে কাছে পেতে চায়।
গত বৈশাখে যে ছেলেটা পুড়েছিল তার নাম ছিল মতিন। আজ সব ভুলে গেছে লোকে। আনিকাই বা কেন প্রমাগ্নি আবার ঝরাবে না! বৈশাখ এলেই যে কালবৈশাখী আসবে এটাইতো নিয়ম।
২| ০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
জুলিফকার আলী বলেছেন: অনেক সুন্দর। ধন্যবাদ।
৩| ০৩ রা মে, ২০১৬ রাত ১১:৩৩
রাসেল রুশো বলেছেন: ধন্যবাদ
৪| ১০ ই মে, ২০১৬ সকাল ৮:৩০
সুমন কর বলেছেন: শুভেচ্ছা....
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:৫২
জনৈক অচম ভুত বলেছেন: ঠিকই তো। আনিকাই বা কেন প্রেমাগ্নি আবার ঝরাবে না?