নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বড় হতে হতে বুড়ো হয়ে গেলাম

এতটুকু বুঝি জীবনের কাছে আবেগ নস্যি।

আবদুর রহমান (রোমাস)

এতটুকু বুঝি জীবনের কাছে আবেগ নস্যি।

আবদুর রহমান (রোমাস) › বিস্তারিত পোস্টঃ

‍‍""বাবার"" সাথে রাগ করে, আমি এখন সিগারেট ও লাইটার সংঙ্গে রাখি, মাঝে মাঝে সিগারেট ধরাইও""" বলা চলে..সিগারেট ছাড়ানোর এ্যান্টি-বায়োটিক. ইচ্ছে হলে পড়তে পারেন মন্তব্য না করলেও চলবে..তবে. করলে খুশ থাকুম:D

১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:১১





আমার বাবা প্রচন্ড ধুমপায়ী...... ছোট বেলায় বাবা বাড়ীতে গেলে মোড়ের দোকান থেকে সিগারেট আনার কর্মটুকু আমি সাদরে পালন করাতাম, কারন সিগারেট আনার বিনিময়ে ভালই উপরি পেতাম যা দিয়ে বন্ধুদের সাথে B-)দাপটের সাথেই চলতে পারতাম।



তো আমি যখন ৬ষ্ঠ শ্রেনীতে পড়ি তখন সবে-বরাতের রাতে এলাকার বন্ধুদের সাথে মসজিদে গেলাম...পরে মসজিদ থেকে বের হয়ে চাঁদের আলোয় ব্ন্ধুদের সাথে হাঁটতে থাকলাম। এমন সময় এক পুংটা বন্ধু বলল চল আজ সবাই সিগারেট খাই..... এরই মধ্যে দেখা গেলো সবাই সায় দিলো, আমিও সায় দিলাম।



কিন্তু সিগারেট সরবরাহের দায়িত্ব পড়লো আমার ও ঐ পুংটা বন্ধুর উপর কারন দুজনের বাবাই ধুমপায়ী,,,,, কি আর করা? দায়িত্ব পালনে সচেষ্ট হয়ে বাবার সিগারেটের প্যাকেট চুরি করে নিয়ে আসলাম। সবাই মিলে এক অন্যরকম উত্তেজনায় সিগারেট ধরাতে লাগলাম! সিগারেট ধরিয়ে যেই না টান দিলাম, সাথে সাথেই আমার কাঁশি পেল! এটা যেন তেন কাশিঁ নয় মনে হচ্ছে মৃত্যু পথযাত্রী কোন যক্ষা রোগীর কাঁশি। আমি লক্ষ্য করলাম আমার মতো সবাই প্রায় কাঁশতেছে... সেদিন সিগারেট ছুড়ে পেলে দিলাম।X(X(



এর পর থেকে বাবার সিগারেট আনার কর্ম পালনে আমি সম্মতি দিলাম না।X(X( বরং সিগারেট ত্যাগ করার জন্য বাবাকে চাপ দিলাম....কিনস্তু বাবা সিগারেট ভালা পায় তাই সিগারেট ছাড়তে পারে নাই। আমিও কিছু বলি না, বাবার ভালো লাগলে খাক আমার কি?



কিন্তু কিছু দিন আগে বাবাকে ডাক্তার দেখালাম, ডাক্তার রিপোর্ট দেখে আমাকে একলা ডেকে বললেন..তুমি কি সিগারেট....??????? আমি বললাম না স্যার আমি সিগারেট প্রছন্দ করি না। ডাক্তার আমাকে বললেন যে ভাবেই পারো তোমার বাবার সিগারেট প্রান করা বন্ধ করো।



এর পর আমি বাবাকে আল্টিমেটাম দিলাম বাবা তোমাকে সিগারেট ছাড়তেই হবে। তোমার জন্য সিগারেট হারাম...কিন্তুু কে শুনে কার কথা? বাবাতো নাছোড় বান্দা, বাবা লুকিয়ে সিগারেট খাওয়া শুরু করে আমিও বাবাকে পাহারা দেওয়া শুরু করি। এবং বাবা আমার হাতে ধরা খায়.. আমি এবার বাবাকে বলি তুমি যদি আবার সিগারেট খাও তাহলে আমিও তোমার সাথে সিগারেট খাবো। বাবা কিছুই বলে নাই...। আমিও কথা মতো এক প্যাকেট '''বেনসন ও একটা লাইটার কিনে সাথে রাখি। এরই মধ্যে বাবা আমার সামনে হাতে সিগারেট অবস্থায় ধরা খায়। আমিও বাবাকে বলি ‍''' বেয়াদপী মাপ করো বাবা.. তুমি আমাকে শেষ পর্যন্ত এই সিগারেট খাওয়াতে বাদ্য করলা.....আমি অত্যন্ত ঘৃনার সহিত তোমার সামনে সিগারেট ধরাচ্ছি। বলেই প্যাকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে পেললাম এবং টান দেওয়ার পরই শুরু হলো যক্ষা রোগীর মরন কাঁশী!‍! বাবা তো আমার কান্ড দেখে ঠাডা(বীজলী) পড়া ব্যক্তির মতো জড় পধার্থ হয়ে গেলো। আমি যখন আবারও সিগারেট টান দিবো তখনই বাবা বলে উঠলো যাও আজ থেকে আমি আর সিগারেট খাবো না। আমিও বলালাম বাবা তোমাকে আমি পর্যবেক্ষনে রাখলাম......ততদিন পর্যন্ত আমার সাথে সিগারেট ও লাইটার থাকবে।.......আমিও বাবার পেছনে স্পাই লাগিয়ে রেখেছি.......খবর পাওয়া মাত্র বাবার সামনে গিয়ে সিগারেট টানতে হবে।



/:)/:)আমি বাবার সাথে বেয়াদপীর জন্য সত্যিই লজ্ঝিত......আসলে এছাড়া আমার আর কিছুই করার ছিলোনা.....এটাই ছিলো আমার....সর্বশেষ এন্টিবায়োটিক।

মন্তব্য ২৭ টি রেটিং +১৬/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:১৫

সময়ের সাথে সবসময় বলেছেন: এ্যান্টি-বায়োটিক ভালো হইছে।

১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:২৩

আবদুর রহমান (রোমাস) বলেছেন: সিগারেট প্রছন্দ করি না তাও রাখতে হচ্ছে........। আপনি কি ধুমপান ভালা পান?

২| ১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:১৮

রোহান বলেছেন: ভালো ডোজ হইছে ;)

১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:২৫

আবদুর রহমান (রোমাস) বলেছেন: মনে হইতেছে এই ডোজ কাজে দিছে.....স্পাইরা সেরকমই বলছে..

৩| ১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:২১

জীবিত বলেছেন: কাজ হয়েছে?

১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:২৭

আবদুর রহমান (রোমাস) বলেছেন: এই এ্যান্টি-বায়োটিক দেওয়ার পর.....এখোনো ধরতে পারি নাই!! এখোনো.. করে কি না? তবে পর্যবেক্ষনে রাখছি।

৪| ১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:২১

বড় বিলাই বলেছেন: আপনাকে এত্তগুলা প্লাস। আমিও এই পদ্ধতি কাজে লাগাতে চাই।

১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৩৪

আবদুর রহমান (রোমাস) বলেছেন: ধন্যবাদ পিলাচের জন্য..


পদ্ধতি কাজে লাগাইতে চান,,,,,,অসুবিধা নাই..

পদ্ধতি ব্যবহারের স্বত্ব আপনাকে প্রদান করা হইলো...!

৫| ১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:২৩

অনন্ত দিগন্ত বলেছেন: খেক খেক খেক ... প্রথম দিন আমারো সেইম কেস হয়েছিল , তবে আপনার মতো অতটা না .... আর শুরুটা অনেকটা আপনার মতই, বন্ধুদের পাল্লায় পড়ে শখের বশে শুরু করেছিলাম ... তবে ৬ - ৭ বছর একটানা খাওয়ার পরে যেদিন থেকে ঠিক করেছি যে খাবনা এর পরে থেকে আজ পর্যন্ত সেটা মেনে চলছি ... অথচ এই আমার জন্য দিনে ৩ প্যাক পর্যন্ত শেষ করা কোন ঘটনা ছিল না ...

আপনার আব্বার সু-স্বাস্হ্যময় দীর্ঘায়ু কামনা করছি ...

১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৪০

আবদুর রহমান (রোমাস) বলেছেন:
ওরে বাপরে......আপনি সাত বছর একটানা খাওয়র পর অত্তো সহজে নিশ্চই ছাড়েন নাই.....!! কিভাবে ছাড়ার চিন্তা করেছেন? অথবা এর মধ্যে কারো প্রতক্ষ্য বা পরোক্ষ্ ভুমিকা আছে কি?

৬| ১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:২৪

সময়ের সাথে সবসময় বলেছেন: ভালা পাইনা, তবে মাঝে মাঝে ধুমপান করি

১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৪১

আবদুর রহমান (রোমাস) বলেছেন: ধুমপান ভালা না.....পারলে চাইড়া দেন।

৭| ১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:২৭

নাজনীন খলিল বলেছেন:
বাহ্‌! চমৎকার পদ্ধতির চিকিৎসা!এটা অবশ্যই বেয়াদবী না--এটা বাবাও ভালই বুঝবেন।পোস্টে প্লাস।

১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৪৩

আবদুর রহমান (রোমাস) বলেছেন:
যাক আপু আপনার মন্তব্য দেখে ভালো লাগলো......আসলে এছাড়া আমার আর কিছুই করার ছিলো না।

৮| ১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৩৮

ঋষি জইন বলেছেন: অসাধারণ লাগলো....... বাপকা বেটা না হবে বেটাকা বাপ

১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৪৫

আবদুর রহমান (রোমাস) বলেছেন: ধন্যবাদ.....জইন ভাই...!

৯| ১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৪০

আজুরা রাহমান বলেছেন: বুদ্ধিটা বেশ কাজের মনে হচ্ছে।

১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৫১

আবদুর রহমান (রোমাস) বলেছেন:
ধন্যবাদ আপনাকে......।
এ ব্যপারে স্পাইদের কাছ থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক তাই মনে হচ্ছে।

১০| ১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৪৫

অনন্ত দিগন্ত বলেছেন: ক্যামনে ছাড়লাম, সেইটা নিয়ে একটা লেখা দিবো ভাবছি ... ঐখানে বিস্তারিত লিখে দিবো নে ... আর আলাদাভাবে লিখতে মন না চাইলে এইখানে সংক্ষিপ্তভাবে লিখে দিবো :)

১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৫৬

আবদুর রহমান (রোমাস) বলেছেন:
একটা পোষ্ট....দেওয়াই মনে হয় ভালো হবে.....এতে করে যারা সিগারেট ছাড়তে চায়........তারা আপনার সিগারেট ত্যাগের কাহিনীতে অনুপ্রানীত হয়ে দ্রুত সিগারেট ত্যাগ করে এর মরন ছোবল থেকে রক্ষা পাবে।

১১| ১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৫১

মউ বলেছেন: ডোজটা বেশি হয়ে গেল না তো? ;)

১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৫৯

আবদুর রহমান (রোমাস) বলেছেন:
কি করব বলেন?? সাধারন ডোজ দিলাম দেখি কাজ হয় না... তাই বাধ্য হয়েই অনইচ্ছাকৃত এই এ্যান্টি-বায়োটিকটা দিতে হলো।।

আচ্ছা আপনি যদি আমার যায়গায় থাকতেন,, ডাক্তার যদি আপনাকে ডেকে নিয়ে কথাগুলো বলতো, তো আপনি কি করতেন?

১২| ১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৫৩

মাঈনুদ্দীন বলেছেন: কিন্তু আমি আমার আব্বাজানরে এখনও এই পথ থেকে ফিরায়ে আনতে পারি নাই।

১৯ শে মে, ২০০৯ বিকাল ৫:০২

আবদুর রহমান (রোমাস) বলেছেন:
আপনার বাবা ধুমপান থেকে.....বিরত থাকুক.এই কামনা..করি ।
তবে যদি আপনি ধুমপান না করে থাকেন...তাহলে এরকম ইমোশোনাল হিট করতে পারেন কাজ হওয়ার সম্ভাবনা বেশি.....।ি

১৩| ১৯ শে মে, ২০০৯ বিকাল ৫:৪১

এস রহমান বলেছেন: প্লাস+প্লাস+প্লাস+প্লাস+প্লাস

১৯ শে মে, ২০০৯ বিকাল ৫:৫৮

আবদুর রহমান (রোমাস) বলেছেন: ভাই জান ধন্যবাদ...আপনাকে...!

১৪| ১৯ শে মে, ২০০৯ বিকাল ৫:৪২

এস রহমান বলেছেন: +++++++++++++++
++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.