নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
রামকিঙ্কর দা,
তুমি যদি জীবিত থাকতে
তবে তোমার কাছে আমি একটা আবদার করতুম-
বলতুম,
"কবিগুরুর মত আমারও একটা আবক্ষ মূর্তি গড়ে দাও।
সেই আকৃতির-
মাথার চুলগুলো থাকবে রুক্ষ রুদ্র আর উসকোখুসকো।
মুখাবয়ব হবে খোলা আকাশের মত এই মেঘ এই রোদ্দুর।
সেই আকাশের বক্ষ জুড়ে থাকবে কর্মক্লান্ত জীবনের ভারে শ্রান্ত কৃষকের প্রতিচ্ছায়া।
আর নাকটা?
সেটি হবে বাজপাখির মতো তীব্র তীক্ষ্ণ।
ভ্রু যুগলের নিচে চোখদুটো কোটরগত কিন্তু দৃষ্টিতে স্থির।
ঠোঁট জোড়া বয়সের ভারে নূয্যমান যা ঈষৎ ফাঁক করা।
সবশেষে
মুখাবয়ব জুড়ে থাকবে কার্তিকের হিমের মত নরম আবরণ মিশ্রিত অমসৃণ সূক্ষ্ম জলছাপ।
দেখো,
আমার এমন আদুল চেহারার লালিত্য
সৌম্য সুন্দর রূপের বিন্দু মাত্র লেশ যেন না থাকে কোথাও।
আমার এ মুখ তো মুখোশই বলা চলে।
এমন মূর্তি গড়তে হলে
আমার অন্তর পড়ার বিদ্যে তোমায় রপ্ত করতে হতো
বুঝেছো হে!
আর এক্ষেত্রে তোমার অন্তর্দৃষ্টি পেতো কাঙ্ক্ষিত সাফল্য
আমি নিশ্চিত।
তখন তোমার সাফল্যের মুকুটে যুক্ত হতো আরেকটি পালক।
দীর্ঘ জীর্ণ জীবনের যাবতীয় দুঃখ ক্লেশে মানব জীবন মূহ্যমান।
ব্যতীক্রম নই আমি।
শ্রমের মুহুর্তে, কর্ম ব্যস্ততার মুহুর্তে,
দুঃখের মুহুর্তে শোকের মাতমে, হাসি আনন্দে
ভিন্ন ভিন্ন আমি।
- আরে এটাই তো আমি!
উপরে উপরে ভীষন রুক্ষ ভীষণ কঠোর আর ভিতরে একান্ত একা।
জানো না হয়তো
আমার ভেতরের মানুষটির মত নিঃসঙ্গ
আর দুটি নেই এই নিখিল বিশ্বে।
তোমার হাতে গড়া
আমার এই আপাত অদ্ভুত মুখাবয়ব দেখে লোকে নিশ্চয় উৎসাহী হতো।
নিশ্চয় হতো।
যেমনটি হয়েছে কবিগুরুর বেলায়।
চরম বৈপরীত্যে,
আমি জানি অনেকে তথ্য অনুসন্ধানে উৎসাহী হয়।
গল্প খোঁজা মানুষের স্বভাবগত অভ্যাস।
আর সেই সূত্রে হয়তো প্রকাশিত হতো আমার অনেক না বলা কথা
পাওয়া না পাওয়ার যন্ত্রণার মর্মধ্বনি।
এ দীর্ঘ জীবনের
ভালোলাগা, মন্দলাগা, অপমান, ভালোবাসা
যা নানা কারণেই প্রকাশিত হয় নি।
আমি চাইছি আমার জীবনের যাবতীয় অংশ যা রহস্যের আবরণে মোড়া
যা আমি বলতে পারিনি নানাকারণেই।
এই আবক্ষ মূর্তির সূত্রধরে
সেই অংশটি উন্মোচিত হোক।
ইচ্ছা ছিল।
হলো না..
তুমি নেই
জানি মানুষের সব সাধ হয় না পূরণ,
তবে স্মরণে আছো
আছো হৃদয়ে।
তুমি থাকলে সুবিধা হতো এই যা।
যাহোক,
ভালো থেকো ওপারে।
ভালো রেখো নিজেকে।
© রফিকুল ইসলাম ইসিয়াক।
২৬ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৫০
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।
শুভকামনা রইলো।
২| ২৬ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:২৯
শেরজা তপন বলেছেন: রামকিঙ্কর বেইজ এ নাম দুর্ভাগ্যক্রমে কখনো শোনা হয়নি।
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪৩
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার