নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে নিয়ে এডিট করা)
৪৭, ৫২, ৬৯, ৭১ বা ২৪
আমি ছিলাম, আছি, থাকবো
সত্যের সাথে মিথ্যা মিশিয়ে
প্রলাপ আমি বকবো।
চাটুকারিতা যে রক্তে মেশা,
ভন্ডামি করা আমার নেশা।
আমি দালালি করেছি
কোনো পাপতো করিনি!
আজও আমাবস্যা পূর্ণিমাতে,
ব্যাথা জেগে উঠে দিনে আর রাতে।
মিলিটারি বুটের সেই তীব্র আঘাত,
আজও ভুলতে পারিনি!
আমি দালালি করেছি
কোনো পাপতো করিনি!
মিলিটারি শুনলে এখনও বুক কাঁপে
এই শব্দ আজও কেনো ডিক্সেনরিতে?
এই আধুনিক যুগে প্রশ্নফাঁসেরা
এই শব্দ বিলুপ্ত করতে পারেনি!
আমি দালালি করেছি
কোনো পাপতো করিনি!
ভুলতে পারিনি সেই উঠতি যুবতী,
তাইতো প্যারা দেয় কোমলমতি!
হয়তো নিজের হিংস্রতাকে সেদিন
দাবিয়ে রাখতে পারিনি!
আমি দালালি করেছি
কোনো পাপতো করিনি!
হামাস কেন রকেট মারে?
এই চিন্তা জ্বালিয়ে মারে।
আজ হিজবুল্লা আর হামাসের ভীড়ে
পাইয়াছি ছাত্রলীগ বাহিণী,
আমি দালালি করেছি
কোনো পাপতো করিনি!
আয়নাঘরের বিভৎসতা শুনে,
হাসি প্রকাশ্যে আর গোপনে।
মিলিটারি বুটের আঘাতের কাছে
এসব কল্প কাহিণী,
আমি দালালি করেছি
কোনো পাপতো করিনি!
মিলিটারিদের রুখতে হবে,
নয়তো নিয়মে চলতে হবে।
কখনো নিয়মের বেড়াজালের
তোয়াক্কা আমি করিনি!
আমি দালালি করেছি
কোনো পাপতো করিনি!
পিয়ারা পাকিস্তানের
চাঁদ-তারা আঁকা টুপিখানি,
মস্তকে ধারণ করিবার কথা
আজও ভুলে যাইনি!
তাইতো নামেতে “চাঁদ” জুড়িয়াছি,
আওয়ামীদের পেছনে বুলেট মেরেছি
দিয়া “জয় বাংলা” ধ্বনি!
আমি দালালি করেছি
কোনো পাপতো করিনি!
২৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪২
জটিল ভাই বলেছেন:
বিষয়টির প্রতি কর্তুপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।
জটিলবাদ প্রিয় ভাই।
২| ২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: সহমত ভাই!
২৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪২
জটিল ভাই বলেছেন:
জটিলবাদ।
৩| ২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: সোনাগাজী কিভাবে চিত্রায়িত হবে?
২৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪২
জটিল ভাই বলেছেন:
আপনি যেভাবে চাইবেন।
৪| ২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৯
আজব লিংকন বলেছেন: কবিতাটির শানে নুযূল কি ভাইসাব?
২৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৩
জটিল ভাই বলেছেন:
শানে নুযূল হচ্ছে, আমি ছাড়া সবমূর্খ আর পিগমি
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২২
জুল ভার্ন বলেছেন: মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে জঘন্য রূপ হচ্ছে কাউকে জোরপূর্বক গুম। আন্তর্জাতিক আইনে গুম কঠোরভাবে নিষিদ্ধ। রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে নিখোঁজ হওয়াকে জাতিসংঘ এনফোর্সড ডিসপিয়ারেন্স কনভনেশনে আন্তর্জাতিক আইনে এসব গুমের সাথে জড়িতদের কঠোর শাস্তির কথা বলেছে। আমি সেই গুমের শিকার হয়ে অমানবিক নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন ভোগ করে মৃত্যুর মুখোমুখি হয়ে ফিরে এসেছি। এখনো সেই শারীরিক নির্যাতন নিপীড়নের যন্ত্রণা বয়ে ট্রমাটিক জীবন যাপন করছি। তা নিয়ে এক ব্লগার এভাবেই অনেকবার উপহাস করেছে, তার সর্বশেষ উদাহরণ আজকের পোস্টেও আছে।