নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ক্ষুদ্র ব্লগার একজন আগাগোড়া স্বাধীনচেতা বাংলাদেশী। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোনপ্রকার আপোষ করে না। ধন্যবাদ

নাহিদ ২০১৯

নিজের সম্পর্কে লিখতে লজ্জা পাই,কারন নিজেকে নিয়ে বিশেষভাবে যে কি লিখবো তাই খুঁজে পাই ন।তবে হ্যাঁ আমি একজন মানুষ, রোবট নই এটুকু বলতে পারি।

নাহিদ ২০১৯ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের রাজনীতিতে ভারসাম্যহীনতা কি তীব্র হচ্ছে ?

০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৫

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে যে ভেকুয়াম তৈরি হয়েছে তা আপাতদৃষ্টিতে দিনকে দিন তীব্র থেকে তীব্রতার হচ্ছে বলে মনে হচ্ছে। মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের পতন যে শূন্যতা তৈরি করে গেছে তা পূরণ করার চেষ্টা করছে ডানপন্থী দলগুলো।


এখন প্রশ্ন থেকে যাচ্ছে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ডানপন্থী দলগুলোর সাথে বাংলাদেশীরা কি স্বভাবজাত রাজনৈতিক আলোচনা সমালোচনা চলমান রাখতে পারবে ?


এদেশের সুশীল সমাজ এবং ভিন্ন চাপ প্রয়োগকারী গোষ্ঠীগুলো তাদের যুক্তি তর্ক সমালোচনা চালিয়ে যেতে পারবে ? বা বিভিন্ন রকম অনুভূতিতে আঘাত এর নামে তাদের কন্ঠ একটা গণ্ডির ভিতর সীমাবদ্ধ হয়ে যাবে কিনা ?


গত ১৫ বছরে আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো যারা একই প্লাটফর্মে কাজ করে এসেছে তাদের অন্ত কোন্দল ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। পার্লামেন্টের সিট দখলের রাজনীতিতে নির্বাচন পূর্ববর্তী সময়গুলোতে এই দূরত্ব অন্তর অন্তর বেড়েই যাবে।


নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সাহেবের সরকারের রাজনৈতিক দর্শন এবং সংস্কারের কর্মপরিকল্পনা এখন অব্দি স্পষ্ট নয়। যার ফলে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দদের কাছ থেকে বিভিন্ন সময়ে শঙ্কা এবং উদ্বেগের বিষয়টি উঠে আসছে।


বামপন্থী দলগুলো যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আওয়ামী সরকার পতনের আন্দোলনের অংশ হয়েছিল তাদের সেই আশা-আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হবে বা আদৌ পূরণ হবে কিনা ?


নির্বাচনের রাজনীতিতে আওয়ামী লীগ পুনরায় মাঠের রাজনীতিতে ফিরে আসতে পারবে কিনা তা নিয়ে মতবিরোধ থাকতে পারে এবং থাকাটাই স্বাভাবিক। কিন্তু একটি সুষম রাষ্ট্র ব্যবস্থায় ডান-বাম-মধ্যম পন্থী রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা একান্ত আবশ্যক।


প্রশ্ন থেকেই যাচ্ছে, বাংলাদেশ কি পুনরায় একমত-এক আদর্শ-একদলীয় রাজনীতির দিকে ধাবিত হতে যাচ্ছে কিনা!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:০১

নতুন বলেছেন: নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সাহেবের সরকারের রাজনৈতিক দর্শন এবং সংস্কারের কর্মপরিকল্পনা এখন অব্দি স্পষ্ট নয়। যার ফলে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দদের কাছ থেকে বিভিন্ন সময়ে শঙ্কা এবং উদ্বেগের বিষয়টি উঠে আসছে।


ড: ইউনুস যেহেতু ধান্দাবাজী করবেনা তাই রাজনিতিকদের শঙ্কা থাকবেই। রাজনিতিকরাও এমন পরিবর্তন চাইবেনা যাতে তাদের ভবিষ্যতের ধান্দাতে সমস্যা হয়। তারা নিবার্চন চায়, গদিতে বসতে চায়, ক্ষমতা আর টাকা চায়।

আশা করি এই সরকার দূনিতি বন্ধ এবং জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে পারবে।

১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৭

নাহিদ ২০১৯ বলেছেন: এই সরকারের সাফল্য মোটাদাগে সবাই কামনা করছে। কিন্তু সরকার কি আদৌ সেটা উপলব্ধি করতে পারছে !!!

২| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: নতুন সরকারের সাফল্য কামনা করছি।

১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৮

নাহিদ ২০১৯ বলেছেন: এটা মোটামোটি সবাই চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.