নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ক্ষুদ্র ব্লগার একজন আগাগোড়া স্বাধীনচেতা বাংলাদেশী। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোনপ্রকার আপোষ করে না। ধন্যবাদ

নাহিদ ২০১৯

নিজের সম্পর্কে লিখতে লজ্জা পাই,কারন নিজেকে নিয়ে বিশেষভাবে যে কি লিখবো তাই খুঁজে পাই ন।তবে হ্যাঁ আমি একজন মানুষ, রোবট নই এটুকু বলতে পারি।

নাহিদ ২০১৯ › বিস্তারিত পোস্টঃ

মীর তকী মীরের রুবাই অনুবাদ

১২ ই মার্চ, ২০২২ দুপুর ২:৫৭

(১)
❝হে প্রিয়, তুমিতো অনেক অদ্ভুত মনের
যখন এসে পাশে বসলে তখন রাগ দেখালে
ওয়াদা করে একটিও রাখলে না
দিনশেষে তুমি মিথ্যুক বলে গণ্য হলে।❞

(২)
❝আমি এতটাও খারাপ থাকতাম না
কোথাকার কোন দুঃখ-শোকের অনলে পুড়তাম না।
বাস্তবে আমার দেখা স্বপ্নগুলো শূন্যতার চেয়েও মর্মান্তিক হবে কে জানতো !
তার চেয়ে ভালো ঘুমিয়েই থাকতাম,আর উঠতাম না।❞

(৩)
❝হে মীর, হৃদয় কাকে দিলে ?
হৃদয়কে ছিন্ন-ভিন্ন করে বিকৃত করলে
এখন আর এতে কোন প্রেম নেই
তুমি এটা কি করলে ! ❞

(৪)
❝যাদের হৃদয় পরিষ্কার তাদের কাছে স্বপ্ন আসে
সেই স্বপ্নে সুখের সাথে আরাম আসে
আমি আমার দুঃখে ডুবে সারাদিনই কাঁদলাম
আমার কাটানো পুরো জীবনটাই যেন এখন এক স্বপ্ন হয়ে আসে।❞

(৫)
❝আমার গল্প যখন শুরু হবে
শুনতে অনেক বিরক্তিকর হবে
আমার প্রতি বিশ্বাস রাখো
জিজ্ঞাসা করবে না কিছু,কারণ গল্পে অনেক অভিযোগ থাকবে। ❞

(৬)
❝প্রতিদিন নতুন নতুন তামাশা দেখলাম
সবকিছুতেই একশো যুবক কে প্রস্তুত দেখলাম
হৃদয় নামে একটি তাবিজ যা সর্বত্র ছিল
ওই চোখ দিয়ে আমরা কী দেখলাম ?❞

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০২২ বিকাল ৪:২০

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

২| ১২ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৯

নাহিদ ২০১৯ বলেছেন: বাক প্রবাস মন্তব্যের জন্যে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.