নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ক্ষুদ্র ব্লগার একজন আগাগোড়া স্বাধীনচেতা বাংলাদেশী। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোনপ্রকার আপোষ করে না। ধন্যবাদ

নাহিদ ২০১৯

নিজের সম্পর্কে লিখতে লজ্জা পাই,কারন নিজেকে নিয়ে বিশেষভাবে যে কি লিখবো তাই খুঁজে পাই ন।তবে হ্যাঁ আমি একজন মানুষ, রোবট নই এটুকু বলতে পারি।

নাহিদ ২০১৯ › বিস্তারিত পোস্টঃ

ব্যারিকেড

২৬ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

পথ ছেড়ে দাঁড়া শুয়োর,পথ আগলে থাকিস না
নবীনের ঘুম ভেঙেছে এবার
আর আটকে রাখতে পারবি না।
ঐ দেখ দলছুটের দল হয়েছে সরব,এরা নির্ভীক
এরা দুর্জয়, এরা তোদের মৃত্যু,এরাই হবে অমর।

পথ ছেড়ে দাঁড়া শুয়োর,পথ আগলে থাকিস না
থুতু খাবি লাখে লাখে,পালাবার পথ পাবি না।
তোর ক্ষমতা ছুটে গেছে,যৌবনের পালে হাওয়া লেগেছে
এবার তুই বিপন্ন হবি,দলছুটের ক্রোধে মরণাপন্ন হবি
মৃত আত্মার অভিশাপে তুই ছিন্নভিন্ন লাশ হবি।

পথ ছেড়ে দাঁড়া শুয়োর,পথ আগলে থাকিস না
ব্যারিকেড এবার ভাংবো তোর,আর ঠেকাতে পারবি না।
লাঠি-বোমা নিয়ে আয়,এই আমি করলাম পণ
লক্ষ যুবক নেমেছে রাস্তায়
জুলুমের দিন শেষ এবার,পারলে নে আমার জীবন।

পথ ছেড়ে দাঁড়া শুয়োর,পথ আগলে থাকিস না
চামচিকা তোর আছে যত কেউ পাড় পাবেনা।
তেলবাজি-জুতাবাজি করে নে এই ক'দিন
অর্থকড়ি,যশ-খ্যাতি ডুবে যাবে এবার অথৈজলে
তোর মরণ লিখা আছে তোরই দেয়া গরম তেলে।

পথ ছেড়ে দাঁড়া শুয়োর,পথ আগলে থাকিস না
নবীন তোরা এগিয়ে যা,পরাজয় তোদের মানায় না
ঐ দেখ,শোষিতের চোখে জ্বলছে আগুন
তোদের হাতেই নতুন ফাগুন।তোরাই ওদের মরণ লকেট
ভেঙে দে আছে যত ব্যারিকেড।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: রাস্তায় শোষিতদের দেখছি না,রাস্তায় দেখছি মৌলবাদীদের,সেতো আরেক দানব।

২| ২৬ শে নভেম্বর, ২০২০ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: বাহ!!
খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.