নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ক্ষুদ্র ব্লগার একজন আগাগোড়া স্বাধীনচেতা বাংলাদেশী। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোনপ্রকার আপোষ করে না। ধন্যবাদ

নাহিদ ২০১৯

নিজের সম্পর্কে লিখতে লজ্জা পাই,কারন নিজেকে নিয়ে বিশেষভাবে যে কি লিখবো তাই খুঁজে পাই ন।তবে হ্যাঁ আমি একজন মানুষ, রোবট নই এটুকু বলতে পারি।

নাহিদ ২০১৯ › বিস্তারিত পোস্টঃ

অধম

২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৫

আসুন তবে সকল পাচাটা কুকুরের দল
ঘন হয়ে আসুন এবার,গোল হয়ে আসুন আবার।
আসিয়াছে নতুন প্রভু,চাটিতে হইবে পা তাহার।
যত চাটিবেন তত পাইবেন অমৃত সুধা।
আহা মূর্খ, আহা সবুজ-সরল জীব
আহা সত্য-সাধুর প্রেতাত্মা, আহা বোকার দল
এই নয় রে অসত্য টেবিলের নীচ
এ আমার প্রিয় গনিমত, আমার ভবিষ্যতের বীজ।

আমার নাই রে ভাই কিছু,আমি পথের ফকির
এই ক’টা টাকায় কি আর হয় রে দিন গুজরান
“শুনলাম ছেলে নাকি অক্সফোর্ডে পড়ে”
চুপ রও নিন্দুক।আমি অন্ধ,আমি বধির।
জীবনে কি পাইয়াছো ? আহা চামচিকার দল
মাস শেষে হাত পেতে বস সে জানিনে বুঝি?
আহা নিষ্ঠা,এবার নীচু মাথায় বাড়ি ফিরে চল।

আমি ক্ষমতা,আমি অর্থ, আমিই একমাত্র মত
আমার হাতেই উঠবে সকল যশ-খ্যাতি
কারণ আমিই তোমাদের একমাত্র মুক্তির পথ।
“খোদার ভয় নাই মিয়া ?” চুপ ব্যাটা,ভীরু-বদমাশ।
ধর্মের দালাল,রাজাকার সব।দিব একদম জেলে পুরে
আমি সত্য-ধার্মিক,বাকি সব গুজব।

থু-থু-থু গায়ে পড়ে মরতে এলি হারামজাদা
ফকিরের বাচ্চা।”আব্বাজি কয়ডা ট্যাহা দেন”
“চাকুরী চাই,অর্থ চাই,সমাজে আমি জায়গা চাই”
নাই,নাই,কিচ্ছু নাই,সমাজের কলংক।যা ভাগ
তোদের হাড্ডি-মাংস-কলিজা চায় আমার স্বদেশ
এবার দূরে সরে মর।এই এলাকায় ভিক্ষাবৃত্তি নিষেধ।

কি মা,কি লাগবে তোমার?
ও আচ্ছা সামান্য একটা পদ
হা হা হা এ আর এমন কি বল,চলে এসো রাতে
কিছু কথা আছে।বয়স হয়েছে তাতে কি?
ক্ষমতার থাবা দিয়েই তোমার উন্মুক্ত স্তন খাবলে খাবো
“স্যার কালকে বিশাল প্রোগ্রাম,নারী মুক্তির আন্দোলন”
ব্যাটা মূর্খ-বেকুব এতক্ষণে ? বলে দাও তারে
আমিই প্রধান অতিথি,দাওয়াত যেন না দেয় যারে তারে।

আহা কি সুন্দর এই বিদেশ,কি নির্মল তুমি
কি তোমার দৃশ্য।পরানে চায় থেকে যাই এইবার।
ও খোদা,সব দোষ তোমার।এইখানেই পাঠাইতে
কোথায় জন্ম দিলে বাংলাদেশ নামক বধ্যভূমিতে।
খোদা হাসিয়া কয় “আহাম্মক,জোচ্চর,
মরে আয় একবার,পরেরটা পরে দে দেখিতে”

ছাড়ুন তো,আসুন তবে সকল পাচাটা কুকুরের দল
ঘন হয়ে আসুন এবার,গোল হয়ে আসুন আবার।
আসিয়াছে নতুন প্রভু,চাটিতে হইবে পা তাহার।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন ভাইসাহেব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.