নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে লিখতে লজ্জা পাই,কারন নিজেকে নিয়ে বিশেষভাবে যে কি লিখবো তাই খুঁজে পাই ন।তবে হ্যাঁ আমি একজন মানুষ, রোবট নই এটুকু বলতে পারি।
আমি তোমায় ঘৃণা করি
আমি তোমায় ঘৃণা করি
তোমার স্মৃতি ক্রোধের আগুনে পুড়িয়ে
আমার অন্তর তুষ্ট করি
আমি তোমায় ঘৃণা করি।
আমি তোমায় ঘৃণা করি
তোমার জেদি চোখের চাহনি
আমি নির্লিপ্তভাবে উপেক্ষা করি
তোমার ছলছল চোখের পানিকে
আমি আমার হাসির খোরাক করি
আমি তোমায় ঘৃণা করি।
আমি তোমায় ঘৃণা করি
তোমার ভুলের মাশুল গুনে
আমি হিসেবের খাতায় বার বার ভুল করি
আমার প্রতিটি নিষ্ফল আত্মত্যাগ
তোমার তর্কের তোড়ে পরাজিত আজ
আমি তোমায় ঘৃণা করি।
আমি তোমায় ঘৃণা করি
তোমাকে দেয়া প্রতিটি লাল গোলাপ
রাত-দিন তোমায় অভিশাপ দিক
সেই কামনা করি।
সাদা আঁচল পুড়ে ছারখার হোক
আমি তোমায় ঘৃণা করি।
আমি তোমায় ঘৃণা করি
তোমার সাথে চলা প্রতিটি কদমের
নিস্ফলতার জন্যে নিজের কাছেই নিজেকে দোষী করি।
এই অভিশপ্ত আকাশ বিদীর্ণ হয়ে যাক
চূর্ণবিচূর্ণ হয়ে ধসে পড়ুক তোমার উপর
তারপরও আমি তোমাকে ঘৃণা করি।
আমি তোমাকে ঘৃণা করি
ভালবেসে তোমার মুখে তুলে দেয়া প্রতিটি লোকমা
বিষ হয়ে ছড়িয়ে পড়ুক তোমার ভেতর।
অন্তর জ্বলে যাক,নিশ্বাস বন্ধ হয়ে যাক।
ইনহেলারের অভাবে কষ্টে ছটফট কর তুমি
তারপরও আমি তোমায় ঘৃণা করি।
আমি তোমাকে ঘৃণা করি
এ জন্মে নয় শুধু,প্রতিটি জন্মে
আমি তোমায় ঘৃণা করি।
আমার দেয়া প্রতিটি রঙিন চুড়ির কসম
তুমি শান্তি পাবে না কভু
তুমি শান্তি পেতে পারো না।
২| ২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:০৯
রানার ব্লগ বলেছেন: ও রে বাবা !!!
৩| ২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৭
কবিতা পড়ার প্রহর বলেছেন: এত ঘৃনা নিয়ে বাঁচা কঠিন......
তবে সময় সবই ভুলিয়ে দেবে .....নিশ্চয়ই....
৪| ২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৬
আমি সাজিদ বলেছেন: ঘৃণা করতে হলে ভেবে ঘৃণা করতে হয়। এত ভাবার সময় কি আছে?
৫| ২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: মনে হচ্ছে ঘৃণা করা সহজ। ভালোবাসা কঠিন।
৬| ২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১০:০৯
নাহিদ ২০১৯ বলেছেন: "সাখাওয়াত হোসেন" কোথায় যেন শুনেছিলাম অন্যকে অভিশাপ দিলে তা নিজের উপরই পড়ে।আপনার কথাটি মাথায় থাকবে।ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৭| ২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১০
নাহিদ ২০১৯ বলেছেন: "রানার ব্লগ" ও রে মা...
৮| ২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১১
নেওয়াজ আলি বলেছেন: নিপুণ লেখনশৈলী ,শুভ কামনা সর্বক্ষণ।
৯| ২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১১
নাহিদ ২০১৯ বলেছেন: "কবিতা পড়ার প্রহর" আপনার সাথে আমি ১১০% একমত
১০| ২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১৪
নাহিদ ২০১৯ বলেছেন: "আমি সাজিদ" সাজিদ নামটি দেখে মনে পড়ে গেল,স্কুলে থাকাকালীন একটা গল্প লিখতে বসেছিলাম।সেই গল্পে প্রধান চরিত্রর নাম ছিল সাজিদ।পরে আগ্রহহারিয়ে ফেলি।গল্পটি আর শেষ করা হয়নি।আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
১১| ২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১৫
নাহিদ ২০১৯ বলেছেন: "রাজীব নূর" আমারও তাই মনে হয়।মন্তব্যের জন্য ধন্যবাদ।
১২| ২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১৭
নাহিদ ২০১৯ বলেছেন: "নেওয়াজ আলী" অসংখ্য ধন্যবাদ। শুভকামনা
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৩৯
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: ঘৃণা করেন অসুবিধা নেই, তবে অভিশাপ দিবেননা। চমৎকার লিখেছেন ভাইয়া। ভালো থাকবেন।