নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ক্ষুদ্র ব্লগার একজন আগাগোড়া স্বাধীনচেতা বাংলাদেশী। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোনপ্রকার আপোষ করে না। ধন্যবাদ

নাহিদ ২০১৯

নিজের সম্পর্কে লিখতে লজ্জা পাই,কারন নিজেকে নিয়ে বিশেষভাবে যে কি লিখবো তাই খুঁজে পাই ন।তবে হ্যাঁ আমি একজন মানুষ, রোবট নই এটুকু বলতে পারি।

নাহিদ ২০১৯ › বিস্তারিত পোস্টঃ

এই শহর প্রাণ ফিরে পাক

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০২

এই শহরের রাস্তাগুলি নিষ্প্রাণ,ঠায় দাঁড়িয়ে রয়
নেই মানুষের কোলাহল,শিশুর ক্রিকেট খেলা
চায়ের আড্ডাকে গ্রাস করেছে ভূতুড়ে নিরবতা
ল্যাম্পপোস্টের হলুদ আলো অবাক বিস্ময়ে তাকিয়ে রয়
কোথাও কেউ বেঁচে নেই,কেউ ভালো নেই।

এই শহর আমার বড্ড অচেনা
এই শহরের যানযট আমার কতই না অপ্রিয়
অথচ এখন আমি প্রতিদিন সেই দৃশ্য মনে করে দীর্ঘশ্বাস ফেলি।
এখানে এখন আপন কেউ নেই আমার
সবাই এড়িয়ে চলার প্রতিযোগিতায় মত্ত।

এই শহরে প্রেমিকার চুড়ির আওয়াজ থেমে গেছে
হ্যাংগারে টানানো প্রেমিকের পাঞ্জাবীতে ধুল পড়েছে।
গোলাপের স্তুপ পঁচে পড়ে আছে রাস্তায়
এই চাঁদের আলো এখন মুগ্ধতা ছড়ায় না
অথচ এই শহর একদিন আমাকে প্রেম শিখিয়েছিল।

এই শহর ভুলে গেছে বন্ধুত্ব,গলায় গলায় ভাব
ক্লাসরুমের হৈচৈ,রাতভর টুয়েন্টি-নাইন
কিংবা জন্মদিনে বন্ধুর মুখে লেপ্টে দেয়া কেক
এখন আমি বড্ড সচেতন,বড্ড খেয়ালি
তিন বেলা সাবান দিয়ে হাত ধুতে পারলেই বাঁচি।

এই শহর আবার জীবন ফিরে পাক
মাস্ক নামক বস্তুটি ছুড়ে ফেলে মুক্ত বাতাস নিক
চায়ের কাপে ফিরে আসুক প্রাণচঞ্চল আড্ডা
ভূতের গলিতে আবার বাড়ুক মানুষের পদচারণা
প্রেমিকার চুড়ির শব্দে আবার ছড়িয়ে পড়ুক প্রেম।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫১

সাইন বোর্ড বলেছেন: দুঃসময়ের আক্ষেপ, ভাল লাগল কবিতা ।

২| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: চমতকার কবিতা।

৩| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৫

নেওয়াজ আলি বলেছেন: অনন্যসুলভ 

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.