নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে লিখতে লজ্জা পাই,কারন নিজেকে নিয়ে বিশেষভাবে যে কি লিখবো তাই খুঁজে পাই ন।তবে হ্যাঁ আমি একজন মানুষ, রোবট নই এটুকু বলতে পারি।
আজ যখন চায়ের কাপে শেষ চুমুক পড়লো,
খুব নিরাশ লাগলো,নিজেকে খুব অচেনা মনে হলো।
যেন এইতো কিছুদিন আগেকার কথা
হাত বাড়ালেই ধরা যায় সময়গুলো
সুন্দর সময়,খুনসুটি ভরা সময়,নদীর পাড়ে কাটানো সময়
এই সময়গুলো আমার,আমার স্মৃতির ঝুড়ি
আমার প্রেমে পড়ার সময় এগুলো
আমার প্রেম শেখার সময় এগুলো
আমার তোমাকে দেখার সময় এগুলো
তোমার কত বায়না পুরন করার সময় এগুলো।
আচ্ছা তুমি কি খুব বেশি বায়না করতে?
কি জানি,হয়তো করতে,হয়তো না
এখন আমার স্মৃতি হারাবার সময়
তাই ভুলে যাচ্ছি অনেক কিছু,তবু
তবু মাঝে মাঝে চোখ বুজে স্মৃতি হাতড়ে বেড়াই
মনে করার চেষ্টা করি,কিছু ভুলে যাওয়া স্মৃতি
কিছু মুহুর্ত, কিছু একান্ত নিঃশ্বাস,একটা চেনা গন্ধ
আমি আমার অতীত হাতড়ে বেড়াই
হায় আমার অতীত,গলা ধরে আসে
চোখ ভিজে আসে,একটা চাপা হাহাকার
চিৎকার করে বলে ওঠে, বলে ওঠে
ক্ষমা করে দিও,ক্ষমা করো আমায়
নয়তো নিজ হাতে খুন করে যাও
মুক্তি দাও এ জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে,মুক্তি দাও।
সময় আমাকে দোষী ভেবেছে,আমি দোষী
আমি পাথর ভাঙার কথা বলতাম
কিন্তু মোম গলাতে পারি নি
আমি আকাশের চাঁদ এনে দেবার কথা বলতাম
কিন্তু পৃথিবীটাকেই আপন করে নিতে পারিনি
আমি নেশায় বুদ হয়ে ছিলাম বড় কোন প্রাপ্তির আশায়
অথচ এখন আমি প্রতিদিন বুঝি
আমার সবচেয়ে বড় প্রাপ্তিই ছিলে তুমি
এখন সময় অনেক গড়ালো
কোথাও কেউ সুখে নেই
কোথাও আজ ভালবাসা নেই
যেটুকু দেখাই সে-তো কেবল মানিয়ে চলা মাত্র
এখানে উন্মাদনা নেই,প্রেম নেই,কালো টিপের অস্তিত্ব নেই
নেই তোমার সেই চেনা গন্ধ
আমি সেই পুরনো গন্ধটা খুঁজে বেড়াই।
কিন্তু না,কিছু হারিয়ে যাওয়া সময় ফিরে আসার নয়
কিছু মুহুর্ত পুনরায় ফিরে আসার নয়
কিছু বৃষ্টির ফোঁটা আমার নয়
কিছু ব্যাথা আমার আজীবনের জন্যে
কিছু আড়াল দীর্ঘশ্বাস একান্ত তোমারি জন্যে
হঠাৎ সন্ধ্যা আজান পড়ে
আমি চোখ মেলে তাকাই
চারিদিকে কোলাহল,সেখানে তুমি নেই
আবার যেন আছো।না থেকেও যেন আছো
তুমি আছো আমার খানিক চোখ বুজে থাকা সময়ে।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২২
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৩
আহমেদ জী এস বলেছেন: Nahid2019,
সময় একটা ক্যালিডোস্কোপিক পর্দা যার ওপরে জীবনের গল্প বায়স্কোপের মতো ছায়া ফেলে যায়।
বেশ ভালো হয়েছে কবিতা।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: একদিন সবারই সময় শেষ হবে। কাজেই সময় থাকতে থাকতে ভালো কাজ করে যেতে হবে।