নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে লিখতে লজ্জা পাই,কারন নিজেকে নিয়ে বিশেষভাবে যে কি লিখবো তাই খুঁজে পাই ন।তবে হ্যাঁ আমি একজন মানুষ, রোবট নই এটুকু বলতে পারি।
আমি চলে যাবার পর এই শহরটা কেমন বদলে গেছে
এখন আর ল্যাম্পপোস্টের হলুদ বাতিগুলো জ্বলে না
তার বদলে জায়গা করে নিয়েছে ধবধবে সাদা আলো
অথচ হলুদ বাতিগুলো শহরময় প্রেম ছড়িয়ে বেড়াতো
এখন আমার চোখ পুড়ে যায় এই উজ্জ্বল আলোয়।
জানো,আমি চলে যাবার পর অনেক কিছুই বদলে গেছে
বাসের কন্টাক্টারের আওয়াজ,ফুচকার দোকানের ছেলেটা
সবাই কেমন যেন বদলে গেছে
আচ্ছা টিএসসির এক টাকার চা এর কথা মনে আছে তোমার ?
সেখানে কি এখনো চা এর কাপে প্রেম জমে উঠে ?
আমি চলে যাবার পর তুমিও কেমন বদলে গেলে
শুনেছি সেই চঞ্চল মেয়েটি এখন বেশ শান্ত হয়েছে
প্রেমিকা থেকে সে হয়ে উঠেছে নারী
সে কি এখনো বছরের প্রথম বৃষ্টির অপেক্ষা করে ?
নাকি একরাশ বিরক্তি নিয়ে বলে "ধুর ছাই,আবার বৃষ্টি!"
আমি চলে যাবার পর সবকিছুই বদলে গেছে
তুমি,আমি,হলুদ আলো,বাসের কন্টাক্টার,চায়ের কাপ
বৃষ্টির অপেক্ষাকে গ্রাস করেছে বিরক্তি,কিন্তু
কিন্তু বদলায়নি শুধু আমাদের স্মৃতিগুলো
সেগুলো এখনো দগদগে ঘা হয়ে বেঁচে আছে আমাদের অন্তরে।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০১
রাজীব নুর বলেছেন: কবিতাটি পাঠ করে ভালো লাগলো।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৮
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সবই বদলায়
মানুষ শহর
সব কিছু
খুব সুন্দর লেখা