নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো পর্যন্ত আমরা তোফাজ্জলের বিচারের কোনো কুলকিনারা করতে পারলাম না বিচার চাওয়ার সময়তাও পেলাম না এর আগেই আমাদের ব্যাস্ত হয়ে পড়তে হলো পাহাড়ের সমস্যা সমাধানের জন্য। পাহাড় থেকে নামতে পারলাম না তারই মাঝে আবার ভারত ইলিশ রপ্তানি নিয়ে নানান ধরনের যুক্তি তর্ক বিতর্ক। আবার আজ শুনলাম তোফাজ্জল হত্যা জড়িত যাদের আটক করা হয়েছে তাদের সবাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বা ছাত্রলীগের সদস্য। তবে এখন দেশ যে ভাবে চলছে এটাকে আমি দেশ চলা বলতে পারি না।
যেটুকো চলছে বলা চলে চারোদিকে লাশের মিছিল।
সেই জুনের মাঝামাঝি সময় থেকে অঘুমের মধ্যে দিয়ে দিন কাটছে আমার। নানান চিন্তাভাবনা একটি রাত ঠিকমত ঘুমাতে পারছি না।
বিশেষ করে জুলাই এর গণ হত্যার বেশ কয়েকটি দৃশ্য একদম কাছে থেকে দেখছি। বিশেষ করে যে মারা গেছে সে যেন বেঁচে গিয়েছিল
কিন্তু বিপদের মধ্যে রেখে যেত মৃত ব্যক্তির সজনদের।
শাহাজাদপুর আমার পাশের বাসার একটা ছেলে বয়স আনুমানিক ১৭কি ১৮ বছর । ছেলেটি বসুন্ধরা একটা ডেলিভারির কাজ করতো,
১৯শে জুলাই শুক্রবার সকাল সাতটায় তার মালিক ফোন দিয়ে বললো ( ছদ্য নাম ) বাবলু আধা ঘন্টার ভিতরে অফিসে আসো কিছু অর্ডার
আছে ওগুলো ডেলিভারি দিয়ে যাও তারপর কাল থেকে এক সপ্তাহ অফিস বন্ধ থাকবে তখন কয়েক দিন তোমরাও ছুটি কাটাবে ।
বাবলু বললো বস কিভাবে আসবো আমাদের এখানে অনেক সমস্যা হচ্ছে আমরা বাসার বাহিরে বের হতে পারছি না চারদিকের শুধু গুলি
আর গুলি চলছে । আমার পক্ষে এই মুহূর্তে আসা সম্ভব না বস ।
অনেক অনুয় বিনয় করে এক প্রকার জোড় করে নিয়ে যায় বাবলুর বস বাবলুকে ।
ছেলেটা ডেলিভারি দিয়ে শেষ করে সকাল আনুমানিক সারে নয়টা কি দশটায় বাসায়
ফেরার পথে নতুনবাজার থানা পার হয়ে অ্যামেরিকান অ্যাম্বাসির সামনে আসার সাথে সাথে প্রচন্ড গোলাগুলি শুরু হয় একটা গুলি এসে
বাবলুর মাথার একপাশ উড়িয়ে দেয় । বাবলু জায়গায় ডেড হয়ে যায়। বাবলু কে কয়েকজন ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়,
পরে হাসপাতালে বাবলুর লাশ আনতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তার লাশ দিতে চায় না এবং বলে দেয় লাশ নিতে হলে ওসির কাছ থেকে
অনুমতি পত্র আনতে হবে তারপর লাশ দেয়া হবে । পরে প্রায় চার দিন অনেক দৌড়াদৌড়ি করে এবং সাথে অনেক টাকা আনুমানিক ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ করে শেষ পর্যন্ত লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয় ।
সব শেষ বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে একটাই অনুরোধ সব কিছু লাগামহীন হয়ে যাচ্ছে । যা হওয়ার হয়ে গেছে আর বেশি হতে দেয়া যাবে না ।আর যদি চলে তাহলে সব পুরে ছাই হয়ে যাবে। তাই দয়া করে এবার লাগাম টেনে ধরতে হবে। এবং লাগাম টেনে ধরুন।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৯
মামুন ইসলাম বলেছেন: আমার এখনো আপনাদের মত মুক্তিযুদ্ধে যাওয়ার মত বয়স হয় নাই।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো বলেছেন।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৮
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৭
আরইউ বলেছেন:
হেলমেটলীগতো দেখছি জামাত-শিবিরের ছানা-পোনা-হায়েনায় ভরা ছিল। ঠিক যেমন, কোমলমতি ব্লগার ঢাবিয়ান এতদিন সাধারণ ব্লগার হিসেবে লুকিয়ে ছিলেন। সুযোগ বুঝেই উনি ব্লগারদের রগ কাটার লিস্ট করার মত জঘন্য কাজটি করেছেন।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৯
মামুন ইসলাম বলেছেন: কি বলেন। ভয় লাগছে তাহলে কি ব্লগিং বাদ দিয়ে দিবো ?
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪০
এক্সম্যান বলেছেন: পুলিশ সক্রিয় না হওয়া পর্যন্ত খুব খারাপ সময় যাবে। তার উপর একের পর এক সমস্যা। খুব কঠিন একটা সময় যাচ্ছে দেশের। আমরা চাই দ্রুত সব কিছু স্বাভাবিক হয়ে যাক। সবাই মিলে মিশে দেশটাকে সত্যিকারের সোনার বাংলা হিসেবে গড়ে তুলি।
আরইউ সাহেব দেখি ঢাবিয়ান সাহেবের নাম জপ করা শুরু করেছে। পোষ্টের সাথে সংশ্লিষ্ট হোক বা না হোক সমানে ঢাবিয়ান সাহেবের নাম জপেই যাচ্ছে,
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৯
মামুন ইসলাম বলেছেন: কিছু বুঝতেছি কারে ধরমু কারে ছাড়মু
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৬
আরইউ বলেছেন:
এক্সম্যান বলেছেন: ... ...
আরইউ সাহেব দেখি ঢাবিয়ান সাহেবের নাম জপ করা শুরু করেছে। পোষ্টের সাথে সংশ্লিষ্ট হোক বা না হোক সমানে ঢাবিয়ান সাহেবের নাম জপেই যাচ্ছে,
ব্লগ হায়েনাদের চিনায়া দিতে নাম জপতে হয়, ইটা জায়েজ আছে। আপ্নের ুনুতে এত ব্যাথা লাগলো ক্যান বুঝলাম্না, বাহে।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২০
মামুন ইসলাম বলেছেন: পুরোপুরি কাটপিস কমেন্ট
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৬
এক্সম্যান বলেছেন: আরইউ বলেছেন: ব্লগ হায়েনাদের চিনায়া দিতে নাম জপতে হয়, ইটা জায়েজ আছে। আপ্নের ুনুতে এত ব্যাথা লাগলো ক্যান বুঝলাম্না, বাহে।
ম্যাৎতারকারি এবং হায়েনাদের চেনার মত বেসিক নলেজ ব্লগারদের আছে।
আপনার ফুটো ছোট তাই আমার ুনুতে ব্যাথা লাগছে
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২১
মামুন ইসলাম বলেছেন: আপনিও একি কাণ্ড করলেন
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৪
আরইউ বলেছেন:
এক্সম্যান বলেছেন: ... ...
ম্যাৎতারকারি এবং হায়েনাদের চেনার মত বেসিক নলেজ ব্লগারদের আছে।
আপনার ফুটো ছোট তাই আমার ুনুতে ব্যাথা লাগছে
নাহ, বেসিক নলেজ থাকলে ঢাবিয়ান যে আকাম করসে তার জন্য তারে ব্লগাররা কান ধইরা ব্লগ থিকা কয়েকদিনের জন্য বাইর কইরা দিত। মডারেটর হালকা ধমকি দেয়ায় সে পোস্ট মুইছা দিসে যদিও।
ভালো মানের গান্জা খাইয়েন, সম্ভব হইলে একবারে বাদ দিয়েন। বাদ না দিলে আজকের মত আবারও নিজের ঘরের কার কোন ুটায় ঢুকাইয়া দিয়া ব্যথা পাইবেন!
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৪
মামুন ইসলাম বলেছেন: আমি কোনো প্রতি উত্তর করবো না।
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২১
অস্বাধীন মানুষ বলেছেন: লেখার শেষ অংশটুকু ভালো লাগলো।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৫
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৫
প্রহররাজা বলেছেন: আর্মির তত্ত্বাবধানে জনতা পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। পাব্লিক এখন র্যাব পুলিশকে পাত্তা দেয় না। পুলিশ না থাকলে আইনশৃঙ্খলার অবস্থান ভালো হবে না।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৮
মামুন ইসলাম বলেছেন: কি করবে বলেন আম পাবলিক তাদের উপর কোন আস্থা পাচ্ছে না। বিশেষ করে জুলাই এর গেমজামে যা দেখলাম মিডিয়াতে।
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৫৫
বিষন্ন পথিক বলেছেন: নিজেকে স্বঘোষিত "মেধাবী" দাবী করেন?
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৯
মামুন ইসলাম বলেছেন: কাকে বললেন ?
১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ইউনুস সাহেব ভুল ক্রমাগত করছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা না নিয়ে এবং এটাই ওনাকে ডুবাবে ।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১১
মামুন ইসলাম বলেছেন: যে দলের হোক অপরাধ করলেই তাকে আইনের আওতায় এনে বিচার কার্য করা উচিৎ। না হলে দেশের বারোটা বাজবে।
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯
কিরকুট বলেছেন: ছাগল কান্ডের ছাগলের মালিক কি পালিয়ে গেছে ?
হত্যা - এর কোন গোষ্ঠি নাই । লীগ দল শিবির বাম ডান যেই করুক । হত্যার বিচার হতেই হবে ।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১২
মামুন ইসলাম বলেছেন: সহমত ।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৬
সোনাগাজী বলেছেন:
আপনি কি "নতুন মুক্তিযোদ্ধা"?