নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শত শত ভাই বোনের রক্ত এবং বহু মায়ের কোল খালি হওয়ার বিনিময়ে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র চাপের মুখে 2024 সালের বিপ্লবী জয় তথা গঠিত গন অভ্যুত্থান হয় । কেউ লাশ হয়েও দেহের অব শেষ অংশ নিয়ে কবরে যেতে পারেননি। পুলিশের প্রিজন ভ্যানে পুরে সাঁই হয়েছেন । এবং অনেকেই বেওয়ারিশ লাশ হয়ে মাটি চাপা হয়ে গেছে আবার কারো কারো লাশের সন্ধান ও মিলেনি হয়তোবা কোনদিনই আর তাদের সন্ধান মিলবেও না।
আর আন্দোলনরত অনেকেই বেঁচে আছেন যাঁদের কারো হাত নয়তো কারো পা আবার কারো কারো চোখ নষ্ট বা কেউ কেউ চিরতরে হাত পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন কেউবা চিরতরে অন্ধত্ব বরন করেছেন।
কথা হলো এরা কোথায় গিয়ে কার কাছে যেয়ে দাঁড়াবে ? কে এদের সাহায্য করবে বা সাহায্যের হাত বাড়িয়ে দিবে ? প্রথম প্রথম যার যার সাধ্য মত তাদের নিজেদের খরচেই নিজেদের চিকিৎসা করিয়েছেন। কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং দীর্ঘদিন ব্যয়বহুল খরচ চালাতে গিয়ে
এখন কেউ কেউ ঠিকমত চিকিৎসাও পর্যন্ত নিতে পারছেন না ।
আপনারাতো নরম গদিতে বেশ আরাম আয়েশে আছেন,অথচ যাদের ত্যাগের বিনিময়ে পাঁচ আগস্টের বিপ্লবের এই জয় তাঁদের পাশে কেউ দাঁড়াচ্ছেন না এমন কি মনে হচ্ছে দাঁড়ানোর প্রয়োজন মনেই করেছেন না। আমরা সাধারণ মানুষ হিসেবে জানতে চাই বিপ্লবের প্রায় দের মাস অতিবাহিত হওয়ার পরেও এখন যাদের রক্তের বিনিময়ে চোখের বিনিময়ে হাত পায়ের বিনিময়ে আপনারা নরম ওই চেয়ারে বসে আছেন তাদের কেন চিকিৎসা হচ্ছে না ?
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০২
মামুন ইসলাম বলেছেন: ভাই আপনার কাছে সঠিক কোন তথ্য আছে ?
২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৩
আরইউ বলেছেন:
যেসব জামাত-শিবির আর হিজু আহত হইসে তাদের দায়িত্ব দল নিবে।
বিম্পির "যোদ্ধাদের" দায় দায়িত্ব তারেক চোরা নিবে কীনা সন্দেহ আছে। হেফাজতের পুলাপাইন মরলো না বাঁচলো সেইটা নিয়া ধর্ষক মামুনুলের মাথা ব্যাথা আছে বইলা মনে হয়না।
রইলো বাকী কোমলমতী মেধাবী সমন্বয়কদের ডাকে সাধারণ ছাত্র-জনতা যারা আন্দোলনে শামিল হইছিলো। এরা হাসিনার আমলে োগা মারা খাইসে, এখনও োগা মারা খাওয়ার উপ্রেই থাকবে।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৫
মামুন ইসলাম বলেছেন: ভাষার জবাব হয় না।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৬
অধীতি বলেছেন: সোনাগাজী কি টাকার বিনিময়ে মুক্তিযুদ্ধ করেছিল? তার এই মন্তব্য আমার কাছে অত্যন্ত জঘন্য মনে হচ্ছে। উনি মুক্তিযুদ্ধ করেছে কিনা সেটা আমার কাছে সন্দেহ জনক মনে হচ্ছে।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৫
মামুন ইসলাম বলেছেন: সেটা আমি সঠিক জানিনা।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০৯
আদিত্য ০১ বলেছেন: কেনো আন্দোলনের নেতারা দেশের কোনায় মিটিং মিছিল করছে, ত্রানের টাকা নিজের ব্যাং একাউন্টে রেখেছে, কত কোটি জানি বাজেট করেছে চিকিৎসা দিবে, তাদের হাতে এখন দেশে, বাইরে থেকে টাকা আসছে
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৮
মামুন ইসলাম বলেছেন: শুনলাম তাদের কাছে যে টাকা ছিল সেই টাকা ব্যাংকে জমা রেখেছে ।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:১৩
আদিত্য ০১ বলেছেন: অধীতি বলেছেন: সোনাগাজী কি টাকার বিনিময়ে মুক্তিযুদ্ধ করেছিল?
হু সত্যি বললো আপনাদের মাথায় আগুন ধরে যায়, কমেন্টে পারলে তেড়ে মারতে আসবেন আপনারা। মানুস যখন সত্যির বিপরীত মিথ্যা দাড় করাতে পারে না তখন রাগে নিজের ওপর নিয়ত্রন হারিয়ে ফেলে, আপনাদের অবস্থা এখন ঠিক এমনই, আপনার এখন ভাত খাওয়ায়ে পিটিয়ে গণহত্যা করছেন, মব ভায়োলেন্সে করে মানুস হত্যা করা আপনাদের এক পৈশাচিক আনন্দ
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১০
মামুন ইসলাম বলেছেন: আচ্ছা কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা ব্লগার যারা আছেন তারা বিচার করুক।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: এদের ত্যাগের ফল অন্যরা ভোগ করবে। এরা কিছুই পাবে না। অন্তর্বর্তী সরকারের উচিত ছিল সবার আগে এদের চিকিৎসার ব্যবস্থা করা।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১২
মামুন ইসলাম বলেছেন: আপনার মন্তব্যের সাথে সহমত।
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৭
প্রহররাজা বলেছেন: কেউ জোর করে এদেরকে আন্দোলনে পাঠায় নাই, তাই নিজেদের দায়িত্ব নিজেদের নিতে হবে। হাত পা ভাঙ্গা পঙ্গু, অন্ধদের এখন ভাবতে হবে স্বাধীন বাংলাদেশ ভালো, নাকি আগের বাংলাদেশ ভালো ছিল!!
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৪
মামুন ইসলাম বলেছেন: ৭১ এর যুদ্ধে কি কেউ কাউকে জোর করে যুদ্ধে পাঠিয়ে ছিল।
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩৩
রাসেল ০০৭ বলেছেন: সোনাগাজী বলেছেনঃ
যেসব কোমলমতিরা আনন্দোলন করেছে, টাকার থলি তো এখনো তাদের হাতে!
সোনাদা! মুক্তিযুদ্ধ শেষ হইবার পরে আপনার হাতেও এরকম টাকার থলি ছিলো বুঝি ?
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৬
মামুন ইসলাম বলেছেন: সেটা একালে আমরা যারা আছি আমাদের জানার কথা না ভাই ।এক মাত্র সত্যিকারের মুক্তি যোদ্ধারাই বলতে পারবেন।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আহা দেশটা আজ কোথায় যেয়ে দাঁড়াচ্ছে।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৭
মামুন ইসলাম বলেছেন: হুম।
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫৬
রাসেল পাটোয়ারী বলেছেন: আসলে এদের পাশে আল্লাহু ছাড়া আর কেউ দাঁড়ানোর মত নেই।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৭
মামুন ইসলাম বলেছেন: ঠিক বলেছেন ভাই।
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩১
রাজীব নুর বলেছেন: আহতদের জন্য একটা ফান্ড করা হয়েছে। আশা করি তারা টাকা পাবে, উন্নত চিকিৎসা করাতে পারবে।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৮
মামুন ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ। হলে ভালই হয় ।
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৮
কলমনাই বলেছেন: @ অধীতি অধীতি
বাছা, মগজ ঃকির ভিতর থাকলে যা হয়
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৮
অস্বাধীন মানুষ বলেছেন: এরা মারলেই কি বাঁচলেই বা কি ডঃ মুহাম্মদ ইউনূস সাহেবেরা বেঁচে থাকলেই চলবে ।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৯
মামুন ইসলাম বলেছেন: তাই বুঝি?
১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৩
কিরকুট বলেছেন: ব্যাংকে রাখা পব্লিকের ঘাম ঝড়ানো টাকা গুলা এদের চিকিতসায় ব্যবহার করতে বলুন৷
কিন্তু এরা তা করবে না। নানান তালবাহানা করে দ্যাত দেখানো একটা উত্তর দেবে। ভাব খানা এমন পাব্লিক তাদের দাত দেখানোর জন্য টাকা গুলা দান করছে৷
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২০
মামুন ইসলাম বলেছেন: ঠিক বলেছেন ভাই। সহমত।
১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৪
আদিত্য ০১ বলেছেন: সারজিস নাহিদেরা ত্রানের জন্য ৫ কোটি টাকা নিজেদের ব্যাংক একাউন্টে রেখেছে, টাকার ভাণ্ডার এখন তাদের হাতে, কেন সারজিস নাহিদের ডেরায় কি এখন সারা রাত উলা লা লা চলে। এই অসহায় ছেলেগুলোকে তারা না চিনে দরজার কপাট দিয়ে, শিলা কি জাউয়ানি গানে ড্যান্স দিচ্ছে, দেখে্ন সারজিস নাহিদের ডেরায় লাল পানির মহা ধুম
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২১
মামুন ইসলাম বলেছেন: শুনেছি কিন্তু বিস্তারিত সত্য মিথ্যা জানিনা ভাই।
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৯
সোনাগাজী বলেছেন:
যেসব কোমলমতিরা আনন্দোলন করেছে, টাকার থলি তো এখনো তাদের হাতে!