নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

গুনগুনের জীবন্ত আত্মা এটা মনে হয় আফ্রিকানদের একটা ভণ্ডামী

০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:০৩


সংবাদ মতে পশ্চিম আফ্রিকার বেনিন থেকেই আফ্রিকান কালো জাদুর শুরু। বেনিনে গুনগুন নামের একটি গোপন সোসাইটি আছে তার সদস্যদেরকে জীবন্ত আত্মা বলা হয়। সেখানকার মানুষদের বিশ্বাস করানো হয় যে গুনগুন যদি অন্য কোনো ব্যক্তিকে স্পর্শ করে তাহলে তার ততক্ষণাৎ মৃত্যু হয়ে যাবে এবং সাথে সেই গুনগুনেরও মৃত্যু হবে।

গুনগুন আলখাল্লা ওড়নার সাথে নানা রঙের কাপড় পরে থাকেন। নিজের মুখকে ঢেকে রাখেন যাতে তাকে অন্যকেউ চিনে না ফেলেন। গুনগুনের প্রধান কাজ হলো গ্রামবাসীদের মধ্যে বিরোধের সিদ্ধান্ত নেয়া। গ্রামবাসীরা বিশ্বাস করেন যে তার ওপর পূর্বপুরুষদের আত্মার ভর হয় এবং তার মাধ্যমে সে সিদ্ধান্ত দেয়। সেইজন্য গুনগুনের সিদ্ধান্তকে সেখানকার গ্রামবাসীরা ঈশ্বরের সিদ্ধান্ত বলেই মনে করেন।

কোনো বিতর্কের মীমাংসা করার জন্য কয়েকজন গুনগুন মিলে বৈঠকে বসেন তারা তাদের বক্তব্য রাখেন খুবই স্পষ্ট ভাষায়। তাদের হাতে থাকে লাঠি। বলা হয় যে গুনগুন যদি কাউকে স্পর্শ করে দেন তাহলে তার এবং গুনগুন দুজনের মৃত্যু হবে। সেজন্য গুনগুন এবং সাধারণ মানুষের মধ্যে বিশে দূরত্ব থাকে।গুনগুন যদি কোনো জায়গায় বসে বিশ্রাম করে তাহলেও পাহারাদার সেই গুনগুনদের পাহারা দেন। সে দলের সাথে ঢোল বাজানোর লোকেরাও থাকে। ঢোলেরা তালে গুনগুনেরা নাচও করেন।

উৎস নতুন সময়।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্যাসত্যের খবর জানি না তবে ভেলকিবাজিতে ওরা খুব পটু।

০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:১১

মামুন ইসলাম বলেছেন: আমার আল্লায় জানে । তবে ওই আফ্রিকানরা মনে হচ্ছে ভণ্ড।

২| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভণ্ডের বান্ধব ওরা। তবে ওদেরকে আমি ডরাই।

০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:১৫

মামুন ইসলাম বলেছেন: আপনার সাথে আমার মিল্লা গেছে । আমিও কালো মানিকদের ভয় পাই । যদিও আমি নিজেও কালা।

৩| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাই গো, কালা না কয়লা? :((

০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:২০

মামুন ইসলাম বলেছেন: #:-S

৪| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একটা গল্প বলি, আপনিও আন্দাজ করতে পারবেন আমি তাদেরকে কত ভয় পাই।
১৩ বছর বয়সে আমি গুণ্ডা ছিলাম। :D এমনও হয়েছে দা তেমন কিছু নয়, জোড়নালি বন্দুক হাতে নিয়ে বেরেছিলাম কয়েক বার। মারামারি আমি ডরাই না। লন্ডন আসার পর এদেরে সাইজ সুরত দেখে আমি ভয় পেয়েছিলাম। তাদের ভয়ে আমি ভদ্রলোক হয়েছি। =p~ এক্কেবারে দত্যি, দানো।

০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:২১

মামুন ইসলাম বলেছেন: =p~ এক্কেবারে দত্যি, দানো।

৫| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ডর লাগে গো ভাই। (ভাইগো আমি রেইসিস্ট নয়)

০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যগুলি পেয়ে আমি সত্যিই খুব উৎসাহ পেলাম।

৬| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কিছু কালার সাথে আমি গলাগলি করি, কিছু কালারে দেখলে আমি দৌড় লাগাই। :((

০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৯

মামুন ইসলাম বলেছেন: আর কালার বিপরীত দেখলে কি করেন ? :P

৭| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


সেইজন্যই আদিকাল থেকেই ওদেরকে ক্রীতদাস হিসেবে বিক্রয় করা সম্ভব হয়েছে

০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৫

মামুন ইসলাম বলেছেন: তাই বুঝি সে খবর আগে জানা ছিলনা ।
তা আপনার শরীর সাস্থ ঠিকথাক মানে ভালো আছেনত ?

৮| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওরা তো আরও ভয়ঙ্কর :-*

৯| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:৩৭

ঠ্যঠা মফিজ বলেছেন: নতুন তথ্য দিলেন মনে হচ্ছে।

১০| ০৭ ই মে, ২০১৭ রাত ২:০৯

ব্লগ মাস্টার বলেছেন: হুম এ সব তাদের ভণ্ডাামী :-0

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.