নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মুক্তাগাছা উপজেলায় অবস্থিত একটি প্রাচীন জমিদার বাড়ী

০৫ ই মে, ২০১৭ রাত ২:০৯


এটা বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত একটি প্রাচীন জমিদার বাড়ী। ময়মনসিংহ থেকে প্রায় ১৬ কিলোমিটার পশ্চিমে ময়মনসিংহ টাঙ্গাইল এবং ময়মনসিংহ জামালপুর মহাসড়কের সংযোগ স্থল থেকে প্রায় ১ কিলোমিটার উত্তর ও পূর্বদিকে মুক্তাগাছার রাজবাড়ির অবস্থান। মুক্তাগাছার তদানীন্তন জমিদার বৃটিশ রাজন্য কর্তৃক প্রথমে রাজা এবং পরে মহারাজা উপাধি পেয়েছিলেন বিধায় জমিদারের বাসভবন রাজবাড়ী হিসেবে আখ্যায়িত হতো।
এটা শশী লজের চিত্র।
জমিদার আচার্য চৌধুরী বংশ মুক্তাগাছা শহরের গোড়াপত্তন করেন । আচার্য চৌধুরী বংশ শহরের গোড়াপত্তন করে এখানেই বসতি স্থাপন করেন। আচার্য চৌধুরী বংশের প্রথম পুরুষ শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী ছিলেন বগুড়ার বাসিন্দা। তিনি মুর্শিদাবাদের দরবারে রাজস্ব বিভাগে কর্মরত ছিলেন। তিনি ছিলেন নবাবের খুবই আস্থাভাজন। নবাবের দরবারে রাজস্ব বিভাগে কর্মরত থাকা অবস্থায় ১১৩২ সালে তিনি সেই সময়ের আলাপসিং পরগণার বন্দোবস্ত নিয়েছিলেন। উল্লেখ করা যেতে পারে যে বর্তমানে মুক্তাগাছা শহরসহ মুক্তাগাছা উপজেলার বেশিরভাগই ছিল সেসময়ের আলাপসিং পরগণার অন্তর্ভুক্ত।

শশীকান্ত প্রাসাদের কক্ষের ছাদ
১৭৫৭ সনে পলাশীর যুদ্ধ শেষ হওয়ার পর নানা কারণে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর চার ছেলে বগুড়া থেকে আলাপসিং এ এসে বসবাসের জন্য সিদ্ধান্ত নেন। শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর সেই চার ছেলে হচ্ছে রামরাম, হররাম, বিষ্ণুরাম এবং শিবরাম।
এটা হল রান্নাঘর শৌচাগার, স্নানাগার ও ভাড়ার ঘরের চিত্র ।
এটা হলো শশীকান্ত প্রাসাদ ভিতরে, মুক্তাগাছা, ময়মনসিংহ ।
বসতি স্থাপনের আগে তারা এই পরগণার বিভিন্ন স্থান ঘুরে ফিরে দেখেন এবং বর্তমান মুক্তাগাছা এলাকায় বসতি স্থাপনের জন্য মনস্থির করেন। সেই সময় আলাপসিং পরগণায় খুব একটা জনবসতি ছিলনা। চারদিকে ছিলো অরণ্য আর জলাভূমি। শ্রীকৃষ্ণ আচার্য্যের চার ছেলে ব্রহ্মপূত্র নদের শাখা নদী আয়মানের তীরবর্তী স্থানে নৌকা ভিড়িয়ে ছিলেন।
শশীকান্ত প্রাসাদ
মুক্তাগাছার জমিদারির মোট অংশ ১৬টি। ১৬ জন জমিদার এখানে শাসন করতেন। মুক্তাগাছা রাজবাড়িটির প্রবেশমুখে রয়েছে বিশাল ফটক। প্রায় ১০০ একর জায়গার ওপর নির্মিত এই রাজবাড়িটি প্রাচীন স্থাপনাশৈলীর অনন্য নিদর্শন।

তথ্যসূত্র ইন্টারনেট।

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৭ রাত ২:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমরা এখনও নিজেকে জানতেই পারিনি।

০৫ ই মে, ২০১৭ রাত ২:১৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মোহাম্মাদ আব্দুলহাক ভাই। এখনও আমাদের দেশের অনেক জায়গা ঘুরে দেখার বাকী আছে।

২| ০৫ ই মে, ২০১৭ রাত ২:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি একবার এক মাথা মোটাকে বলেছিলাম, আমরা যখন সভ্য ছিলাম তখন আংড়েজরা নেংটা ছিল।

আমিও দেশকে দেখিনি। এবার আসলে হয়তো আপনাদের সাথি হব।

০৫ ই মে, ২০১৭ রাত ২:২৬

মামুন ইসলাম বলেছেন: রিটান আসার জন্য আবারও অনেক ধন্যবাদ । ভালই হবে ।

৩| ০৫ ই মে, ২০১৭ রাত ২:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়া কাম্য। সবার মঙ্গল হোক।

০৫ ই মে, ২০১৭ রাত ২:৩০

মামুন ইসলাম বলেছেন: আমীন ।

৪| ০৫ ই মে, ২০১৭ রাত ২:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: আমাদের দেশ ও ঐতিহ্য।। খুব ভাল লাগলো।।

০৫ ই মে, ২০১৭ রাত ২:৫৮

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কথাটির জন্য অনেক ধন্যবাদ প্রিয় সচেতনহ্যাপী ভাই।

৫| ০৫ ই মে, ২০১৭ রাত ৩:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল মুক্তাগাছার রাজবাড়ীর ইতিহাস ।
শুভেচ্ছা রইল

০৬ ই মে, ২০১৭ রাত ২:৫১

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই।

৬| ০৫ ই মে, ২০১৭ সকাল ১১:০১

শাহিন-৯৯ বলেছেন: ভাই কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করি- আপনি এসব জায়গা ভ্রমণ করেন নাকি নেট থেকে তথ্য নিয়ে করা।

০৬ ই মে, ২০১৭ রাত ২:৫৪

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ শাহিন ভাই। আসলে আমি নেট থেকে এইসব তথ্য সংগ্রহ করি তবে কেন করি
তা নিয়ে একটা পোস্ট করব চিন্তা করছি।

৭| ০৫ ই মে, ২০১৭ সকাল ১১:৫৭

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল জেনে মুক্তা্গাছা রাজবাড়ির কথা জেনে।

০৬ ই মে, ২০১৭ রাত ২:৫৫

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ ব্লগ সার্চম্যান ভাই।

৮| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:২৬

নাইম রাজ বলেছেন: সুন্দর তথ্যযুক্ত পোস্ট।

০৬ ই মে, ২০১৭ রাত ২:৫৬

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ নাইম ভাই।

৯| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১০

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৬ ই মে, ২০১৭ রাত ২:৫৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ সুমন কর দাদা।

১০| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২১

সালমান মাহফুজ বলেছেন: ছবি দেইখা মুগ্ধ ।
যাওয়ার ইচ্ছেটা পুষে রেখেছি অনেকদিন যাবৎ । আপনার পোস্ট পড়ে আগ্রহটা আরো দৃঢ় হল ।

০৬ ই মে, ২০১৭ রাত ২:৫০

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ সালমান মাহফুজ ভাই।

১১| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৫১

লেখা পাগলা বলেছেন: খুব ভালো শেয়ার করছেন,ধন্যবাদ।

০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:১৬

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ

১২| ০৭ ই মে, ২০১৭ রাত ২:১৩

ব্লগ মাস্টার বলেছেন: দারুন লাগল মুক্তাগাছা রাজবাড়ির ইতিহাস ।

২৮ শে জুন, ২০১৭ রাত ১২:৫৫

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.