নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

পানি অপচয় রোধ করতে সকলকে এগিয়ে আসতে হবে !!!!!

০১ লা এপ্রিল, ২০১৭ ভোর ৫:০৭


পানি-ই মরণ পানি-ই জীবন,
পানি-ই বাঁচন, আবার এই পানি-ই যে,
মরণের বহু কারন,
পানির আছে কর্ম
নাই তার কোন ধর্ম,
তাই গরমের এই রাতে লেখিতে বসিলাম,
পানি এই রম্য।
পানিকেই রাখিতে হবে,
সকলের সারাজীবন স্বরণ,
তাই পানি অপচয় রোধ হোক,
হোক বন্ধ অপচয় পানি অকারন,
নেয়া হোক পানিকে,
জীবন মরণের সঙ্গি করে বরণ।
নাই শীত,নাই গরম,
পানি পিঁছে,পানিই আগে,
সর্ব সময় যে, পানিই কাজে লাগে ।
বলতে লাগে লজ্জা
হায়রে লাগে সরম
নদী মাতৃক দেশ হওয়া স্বর্তেও
পাইনা পানি এলে ভাই গরম ।


পানি প্রতিটি জীবের বেঁচের থাকার প্রধান উৎস । একজন দুজন নয়
লক্ষ লক্ষ কোটি কোটি প্রণীর জীবন মরণে সঙ্গি পানি ।
পানির আরেক নাম জীবন৷ অথচ এই পানি বিশেষ করে বিশুদ্ধ পানি আমাদের মাঝে থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে ৷ যা আমাদের সকলের জীবনের জন্য এক হুমকি হয়ে দাঁড়াচ্ছে ৷ আর তাই আমাদের সকলকেই এই হুমকি মোকাবিলায় সচেতন হতে হবে, আমাকে আপনাকে এবং সকলকে ৷ চলুন জেনে নেয়া যাক পানির অপচয় রোধের কিছু উপায়ঃ
পানির ট্যাপের দিকের নজর রাখুন মুখ ধোয়া বা দাঁত ব্রাশ করার সময় পানির ট্যাপ বন্ধ রাখুন৷ একান্ত যদি গরম পানি পেতে ট্যাপ একটু খুলে রাখতে চান, তাহলে সেই পানি ব্যবহার করতে পারেন ব্রাশ ধোয়ার কাজে৷
কাপড় বা থালাবাসন পরিষ্কারে সতর্ক হন

কাপড় ধোয়া বা থালাবাসন পরিষ্কারের মেশিন এখন ক্রমশ জনপ্রিয় হচ্ছে৷ পুরোপুরি ভর্তি না হওয়া অবধি এ সব মেশিন ব্যবহার থেকে বিরত থাকুন৷অপ্রয়োজনে ফ্লাশ নয়,অনেকেই যখন তখন টয়লেট ফ্লাশ করে থাকেন৷ এতে প্রচুর পানি অপচয় হয়৷ তাই একান্ত প্রয়োজন না হলে ফ্লাশ করা থেকে বিরত থাকুন৷বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মানুষ সুযোগ পেলেই পুকুর বা খালে ময়লা ফেলেন৷ অথচ কারো লক্ষ নেই এতে করে যে পানি দূষিত হচ্ছে ৷ আর সেই দূষিত পানি পুনরায় পান উপযোগী করে তুলতে খরচ হয় প্রচুর অর্থ এবং অপচয় হচ্ছে প্রচুর বিদ্যুৎ ৷ তাই পুকুরে বা খালে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে বা মাটিতে গর্ত করে আমাদের ময়লা ফেলা উচিৎ ৷
অনেক সময় পানির পাইপে থাকা বিভিন্ন জোড়া হালকা হয়ে প্রচুর পরিমান পানি বাইরে পরে যায়৷ আমরা যদি একটু সতর্ক হই তাহলে এভাবে পানির অপচয় রোধ করা যায় ৷ তাছাড়াও ছাদের ট্যাংকি ভর্তি হয়ে অনেক সময় প্রচুর পানি অকারনে বাহিরে পরে,সেদিকেও খেয়াল বা লক্ষ রাখতে হবে,যাতে করে পানি বাইরে না পরে ৷ সময়মতো পানির পাম্প বন্ধ করতে হবে।বাথরুমে থাকা গতানুগতিক বা পুরনো পানির ঝরনাগুলো সরিয়ে সময় মত নতুন ঝরনা লাগাতে হবে৷ বর্তমানে বাজারে পানি সাশ্রয়কারী বহু ঝরনা পাওয়া যায়৷ সেগুলো ব্যবহারের মাধ্যমে প্রায় ২০ থেকে ৬০ শতাংশ পানির অপচয় রোধ করাও সম্ভব৷ আরেক বিষয় লক্ষনীয় গোসলের সময় প্রস্রাব ও মল ত্যাগ করার অভ্যেস তৈরির মাধ্যমেও দিনে অন্তত একবার ফ্লাশ করার পানি বাঁচানো সম্ভব৷

পানি পান করার পর যদি গ্লাসের তলায় খানিকটা পানি থেকে যায় তাহলে তা ফেলে দেয়া যাবে না বা ফেলে দেবার কোন প্রয়োজন নেই ৷ সেইটুকু পানি আপনি আপনার গাছের গোড়ায় ঢালতে পারেন বা চায়ের কেটলিতে জমাতে পারেন৷বৃষ্টির পানি জমা করে সেই পানি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি এমনকি চাইলে পান করতেও পারি ৷ বর্তমানে বৃষ্টির পানি সংগ্রহের বহু সরঞ্জামও বাজারে পাওয়া যায় ৷ সকলের মনে রাখা উচিৎ আমাদের সামান্য উদ্যোগ পানির অপচয় রোধে বড় ভূমিকা রাখতে পারে৷ তাই চলুন একটু কষ্ট হলেও চেষ্টা করে দেখি বাঁচার জন্য অন্তত কিছুটা পানি অপচয় রোধ করে হয়ত কিছুটা পানি জমা রাখতে তো পারি ।

মন্তব্য ১৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


বুড়িগংগা শেষ, তুরাগ শেষ, ভু-অভ্যন্তরে পানির স্তর ভয়ংকর নীচে চলে গেছে; বন্যার দেশের মানুষ বিশুদ্ধ পানির অভাবে মরবে।

০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪২

মামুন ইসলাম বলেছেন: এভাবে চলতে থাকলে একদিন দেখবেন পুরো পৃথিবীর পানিই শেষ। :-B

২| ০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৩

ব্লগ সার্চম্যান বলেছেন: সকাল সকাল সুন্দর একটি পোস্ট পড়লাম ।সকলকে সচেতন হতে হবে ।লেখককে ধন্যবাদ।

০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৩

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

৩| ০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৪

ধ্রুবক আলো বলেছেন: হ্যা অবশ্যই সবাইকে এগিয়ে আসতে হবে।

০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৪

মামুন ইসলাম বলেছেন: আসতে হবেই।

৪| ০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সকলের মনে রাখা উচিৎ আমাদের সামান্য উদ্যোগ পানির অপচয় রোধে বড় ভূমিকা রাখতে পারে৷ তাই চলুন একটু কষ্ট হলেও চেষ্টা করে দেখি বাঁচার জন্য অন্তত কিছুটা পানি অপচয় রোধ করে হয়ত কিছুটা পানি জমা রাখতে তো পারি ।

++++++++++++

৫| ০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৫

newgem বলেছেন: সচেতনমূলক পোস্ট ।

৬| ০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৬

শাহজালাল হাওলাদার বলেছেন: ধানসিঁড়ি করতোয়া বড় বড় নদী
পৌঁছেছে হাঁটু জলে তার তরে কাঁদি
কমে গেছে ভু পৃষ্ঠস্থ পানির উৎস, নেমে গেছে ভু গরভস্থ পানির স্তর। সুতরাং আমাদের সচেতন হতেই হবে।
ধন্যবাদ লেখককে।

৭| ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই বলেছেন সকলের মনে রাখা উচিৎ আমাদের সামান্য উদ্যোগ পানির অপচয় রোধে বড় ভূমিকা রাখতে পারে৷ তাই চলুন একটু কষ্ট হলেও চেষ্টা করে দেখি বাঁচার জন্য অন্তত কিছুটা পানি অপচয় রোধ করে হয়ত কিছুটা পানি জমা রাখতে তো পারি ।ঠিক কথাই বলেছেন আমাদের মিষ্টি কমল পানির অপব্যবহার বা অপচয় বন্ধ করতে হবে।

++++++++++++

৮| ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত

৯| ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৬

বিলুনী বলেছেন: ধন্যবাদ সুন্দর করে লিখেছেন ।
পানির ব্যবহারে সাস্রয়ী হলে সেটা সবদিক দিয়ে ভাল ।
পানি যে ভাবেই ব্যাবহার করা হোক না কেন তা ড্রেনেজ হয়ে তার কিছুটা যায় ভুগর্ভে আর কিছুটা যায় বিভিন্ন জলাশয়ে , আর কিছুটা জলীয় বাস্প হয়ে প্রকৃতিতে যায় মিশে । জলাসয়ে মিশে গিয়ে তা আবার পানির উৎসকেই সমৃদ্ধ করে । তাই পানিকে যে ভাবেই প্রয়োগ বা অপপ্রয়োগ করুক না কেন সেটা পানির জন্য তেমন কোন ক্ষতি নয় , কারন তা যেভাবেই হোক তা আবার পানির উৎস স্থলেই মিশে যায় । সেটা আবার আমাদের ব্যবহারের জন্য ফিরে আসে বার বার !!!
তবে মারাত্বক ক্ষতি একটা হয় , আর সেটা হলো পানির দুশন ও পানিকে আবার আমাদের কাছে ব্যবহার উপযোগী বিশুদ্ধ করে তোলার জন্য সময় , বিদ্যুত ও নানাবিধ সম্পদের অপচয় । তাই আপনার এই মুল্যবান কথাটিকে জানাই শত লক্ষ লাইক
দূষিত পানি পুনরায় পান উপযোগী করে তুলতে খরচ হয় প্রচুর অর্থ এবং অপচয় হচ্ছে প্রচুর বিদ্যুৎ ৷

তাই এই পানি দুষনটা বন্ধ করতে হবে আগে । যে যে কারণে পানি দুষন হয় তা তুলে ধরতে হবে ও তা বন্ধের উপায় বের করতে হবে । মিষ্টি কথায় কোন কাজ হবে বলে মনে হয়না । এর জন্য প্রয়োজন কঠোর নজরদারী ও শাস্তিমুলক আইন এবং তার দৃষ্টান্তমুলক প্রয়োগ । মিস্টি কথায় যে বিশেষ কোন কাজ হয়না তাতো চোখের সামনে দেখাই যাচ্ছে ।

তাই এই মহর্তে উচিত হবে যারা সরকার কতৃক সরবাহকৃত বিশুদ্ধ পানি ব্যবহারে সচেতন নয় তাদের কাছ হতেই পানি বিশুদ্ধ করনের জন্য খরচটা আদায় করা । তাই পানির দামটা যাকে বলে 'ওয়াটার রেইট' একটুখানি বাড়িয়ে দেয়া যেতে পারে । তারা করুন না কেন ইচ্চামত ব্যবহার , পয়সা পেলে সরকার বাড়াবে বিশুদ্ধ পানি সরবরাহ !!! পানির দাম কিছুটা বৃদ্ধি তেমন আর কি বিষয় , মোবাইল ফোন এখন প্রায় প্রত্যেকের কাছেই আছে ; হাই , হ্যলো ফেচর ফাচর প্রভৃতি বেহুদা আলাপ করতেও অনেকের অনেক টাকাইতো দৈনিক খরচ হয়ে যাচ্ছে । তাই পানির জন্য কিছু দাম বাড়ালে ক্ষতি কি তাতে !! এতে উপকার দুদিকেই , বেশী পানি ব্যাবহার করলে অতিরিক্ত হারে দাম দিতে হবে , বাড়বে সরকারের আয় যা দিয়ে আরো বেশী বিশুদ্ধ পানি উৎপাদন করতে পারবে !!! আর যদি কেও বেশি দাম দিতে না চায় তাহলে পানি কম ব্যবহার করবে !!! তাই লাভ দুদিকেই। পানির অপচয়কারী ও বিশুদ্ধ পানি উৎপাদনকারী সকলেই হবে খুশী !!! পানির কি তাতে, সেতো কেবলি আসে আর যায়, এটাই তার কাজ , তবে লক্ষ রাখতে হবে পানি যেন দুষিত না হয় , এর কোন মাফ নাই , পানি দুষনকারীকে কষে চাবুক লাগাতে হবে বিবিধ উপায়ে । যাহোক আমার মন্তব্যের কথা গুলিকেও দয়া করে নিবেন রম্য আকারে ।

আবারো ধন্যবাদ সুন্দর মুল্যবান এই পোষ্টটির জন্য ।

১০| ০১ লা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর লিখেছেন। আমরা এগিয়ে আসবোই।

১১| ০২ রা এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৭

তোমার জন্য মিনতি বলেছেন: সুন্দর আলোচনা

১২| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৪

নাইম রাজ বলেছেন: ধন্যবাদ পোস্টটার জন্য,ভালো আলোচনা তুলে ধরেছেন ।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৫

লেখা পাগলা বলেছেন: সময় উপযোগি ঠিক কাজ করেছেন।সহমত ।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৫

blogermassud বলেছেন: সুন্দর সচেতনমূলক পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.