নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সন্ত্রাসী হামলা আইএসের দায় স্বীকার এবং যেভাবে হামলার চেষ্টা হয়েছিল

২৩ শে মার্চ, ২০১৭ রাত ১১:২৯


ব্রিটিশ পার্লামেন্টের বাইরে গতকাল বুধবার সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস। বৃহস্পতিবার আইএসের মুখপাত্র হিসেবে আমাক নিউজ এজেন্সি এই কথা জানিয়েছেন।তার আগে গতকাল বুধবার লন্ডনের স্থানীয় সময় দুপুরে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সেই হামলায় পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। আরো আহত হয়েছেন ২৯ জন।সংবাদে আরও জানানো হয় সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তাসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওই হামলাকারী। ঘটনার সময় পার্লামেন্টের যৌথ অধিবেশন চলছিল।তার আগে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে রক্তক্ষয়ী এ সন্ত্রাসী হামলা উদযাপন করছে আইএস।

লন্ডনে পার্লামেন্ট ভবনে হামলার চেষ্টা যেভাবে হয়েছিল
লন্ডনে এটি ছিল ২০০৫ সালের পর এ এই পর্যন্ত সবথেকে বড় সন্ত্রাসী হামলা।গতকাল বুধবার আনুমানিক বিকেল পৌনে তিনটার আগে একজন হামলকারী একটি গাড়ি ওয়েস্টমিনস্টার ব্রিজে দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তার গাড়ি তুলে দেয় পথচারীদের ওপর। সে সময় দুজন নিহত হন,আর আহত হন আরো বহু মানুষ। তারপর গাড়িটি এসে ধাক্কা দেয় পার্লামেন্ট ভবনের রেলিং এ। ছুরি হাতে গাড়ি থেকে বেরিয়ে তারপর হামলাকারী পার্লামেন্ট ভবনের দিকে দৌড়ে যায়। সেখানে পুলিশ তাকে বাধা দেন। তখন একজন নিরস্ত্র পুলিশ অফিসার কীথ পামারকে ছুরিকাঘাত করেন হামলকারী। কীথ পামার নিহত হন। পরে পুলিশ হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায় । নিহত হয় হামলাকারীও।তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সেখানে ছিল খুবই আতংকজনক এবং বিশৃঙ্খল এক অন্যরকম পরিস্থিতি। রিচার্ড টাইস নামে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে তিনি ওয়েস্টমিনস্টার টিউব স্টেশন থেকে বেরিয়ে আসছিলেন ঠিক পৌনে তিনটার দিকে। আর তখন পুলিশ তাকে ওয়েস্টমিনস্টার ব্রিজের দিকে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখেন ব্রিজের ওপর অনেক লোক আহত অবস্থায় পড়ে রয়েছে। তখন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। রিচার্ড টাইস জানতে পারেন ফুটপাথে লোকজনের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল। ব্রিজের দক্ষিণ দিক থেকে উত্তর প্রান্ত পর্যন্ত এভাবে লোকজনকে চাপা দিতে দিতে গাড়িটি সামনের দিকে অগ্রসর হয়েছে। তিনি আরো বলেন আমি গুনে দেখেছি পুরো ব্রিজে অন্তত আটজন লোক পড়ে ছিল।

এ হামলার পরপরই পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল।

হামলার ঘটনার পরে রাস্তায় পড়ে থাকা আহত মানুষদের দৃর্শ্যপট ।নিহত পুলিশ অফিসার কীথ পামার তার বয়স ৪৮বছর। তিনি ছিলেন পুলিশের পার্লামেন্টারি এবং ডিপ্লোমেটিক প্রটেকশন কমান্ডের সদস্য। তিনি পনেরো বছর ধরে পুলিশের চাকুরিতে নিয়োগ ছিলেন।আর নিহত একজন পথচারীর নাম আয়শা ফ্রেড। তিনি ডিএলডি কলেজ লন্ডনে কাজ করতেন। হামলাকারি ওয়েস্টমিনস্টার ব্রিজ দিয়ে যখন গাড়ি তুলে দিয়েছিল লোকজনের ওপরে, তখন তিনি আহত হন।নিহত আরেকজনের ৫০ বছর বয়সী একজন পুরুষ। সাতজন আহত মানুষের অবস্থা খুবই আশংকাজনক। আর ২৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।আহতদের মধ্যে আছে তিনজন পুলিশ অফিসার। তারা একটি অনুষ্ঠান থেকে পায়ে হেঁটে ফিরছিলেন ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দিয়ে।একদল ফরাসী স্কুল ছাত্রও সে সময় ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর ছিলেন। তাদের তিনজনও সে সময় আহত হন।ল্যাংকাশায়ারের এজ হিল বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্রও এই ঘটনায় আহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ জন দক্ষিণ কোরিয় পর্যটক।

প্রধানমন্ত্রী টেরেসা মে জানিয়েছেন হামলাকারীর জন্ম ব্রিটেনেই এবং একবার ব্রিটেনের নিরাপত্তা বাহিনী তার ব্যাপারে তদন্তও করেছে জঙ্গীদের সঙ্গে যোগাযোগের কারণে। তবে পুলিশ এখনো তার নাম প্রকাশ করেননি।অন্যদিকে পুলিশ জানিয়েছে তারা হামলাকারী কে তা জানেন। আর এখন পুলিশ হামলাকারীর অন্য সহযোগী কারা ছিল তাদের ধরার চেষ্টা করছেন। পুলিশ সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন হামলকারী কে তা জানার চেষ্টা না করার জন্য।পুলিশ আরো বলছেন হামলাকারী আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বা ইসলাপন্থীদের সন্ত্রাসবাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল বলে তারা অনুমান করছেন।হামলাকারী কি উদ্দেশ্যে হামলা করেছে ও কিভাবে প্রস্তুতি নিয়েছে এবং তার সহযোগী কারা ছিলো পুলিশের তদন্তে এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্রঃ রয়টার্স।
এবং যুক্তরাজ্যের এক্সপ্রেস পত্রিকা ও বিবিসি বাংলা।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ২:২২

সচেতনহ্যাপী বলেছেন: একটু ভেবে দেখেছেন কি,, কেন ১৮২বার পঠিত হবার পরও মন্তব্যের ঘর শুন্য!! তিন/তিনটা নামরা প্রতিষ্ঠানের উল্লেখ থাা সত্বেও!!

২৫ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০২

মামুন ইসলাম বলেছেন: হুম ভাবছি :(

২| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ২:২৫

সচেতনহ্যাপী বলেছেন: কিছু টাইপো আছে।। ঠিক ভেবে নেবেন।। ধন্যবাদ।।

২৫ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৭

মামুন ইসলাম বলেছেন: ধরে নিয়েছি।

৩| ২৪ শে মার্চ, ২০১৭ ভোর ৪:৩২

মোহাম্মদ শফিউল্লাহ বলেছেন: ইসলামকে সংস্কার করতে হবে। তা না হলে এধরনের ঘটনা ঘটতেই থাকবে।

২৫ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৯

মামুন ইসলাম বলেছেন: কি বলছেন ভাই সেটা কি ভাবে ? আমি মনে করি আমাদের মনকে সংস্কার করতে হবে ।

৪| ২৪ শে মার্চ, ২০১৭ ভোর ৬:২৯

অগ্নিবেশ বলেছেন: ইহা সহীহ ইসলাম নহে, ইসা কাফেরদের ষড়যন্ত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আরো অনেক লোক মারা গেছে। ইত্যাদি ইত্যাদি। কি আর করা, আসেন বালুর মধ্যে মাথা গুজি।

২৫ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৯

মামুন ইসলাম বলেছেন: তাই বুঝি ।

৫| ২৪ শে মার্চ, ২০১৭ ভোর ৬:৪৩

রিফাত হোসেন বলেছেন: মোহাম্মদ শফিউল্লাহ বলেছেন: ইসলামকে সংস্কার করতে হবে। তা না হলে এধরনের ঘটনা ঘটতেই থাকবে। ?

বুঝলাম না শফিউল্লাহ সাহেব, এত দ্বারা কি বুঝাচ্ছেন যে আমরা সবাই সন্ত্রাসী? অকারনে নিরস্ত্র, নিরপরাধ মানুষ মেরে বেড়াই! ইসলামকে ভুল বোঝানো হলে বা এর দ্বায় ভার তো ইসলামের না । বরং যারা সুবিধাভোগী তারা। যদি ইসলামের নাম দিয়ে খারাপ কাজ করা মানে ইসলামের দোষ নয়। আপনার ইঙ্গিত জিহাদ কে কেন্দ্র করে, বোঝা যাচ্ছে। এই জিহাদ সেই জিহাদ নয়। বড় জিহাদ হলে নিজের নফস এর বিরুদ্ধে, এর পর ছোট জিহাদ। ইসলাম এর র্দুদিন নেই যে, সংখ্যালঘু মুসলিমদেরকে নন-মুসলিমদের দেশ থেকে বের করে দিচ্ছে বা অত্যাচার করছে। বরং মুসলিমদের কতিপয় কিছু অংশ ক্রাইম এক্টিভিটিতে জড়িত হয়ে পড়ছে তাতে প্রভাব ফেলছে সব মুসলিমদের উপর। এই ক্রাইম এক্টিভিটি ইসলাম হেটার আর সুবিধাভোগী মুসলিম নাম ধারী জড়িত। আর তাতে আরও ভুল ব্যাখ্যায় প্রভাবিত হয়ে আরও সাধারন মুসলিম ঢুকে যাচ্ছে।

সুতরাং ইসলামকে সংস্কার করার কিছু নাই, এদের ভুল ব্যাখ্যা কে প্রতিহত করা উচিত। জিহাদ অবশ্যই কাম্য তবে মনের জিহাদের সাথে প্রথম।

অবশ্যই ন্যাকার ও ফ্যাসাদ মূলক কাজ এটি। যা করা হয়েছে লন্ডনে। আই এস আই এখন ভিন্ন পথে অগ্রসর হচ্ছে। মুসলিমদের জন্য সামনে কঠিন পথ তৈরী হবে।

২৫ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১২

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্য।

৬| ২৪ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩২

জাহিদ হাসান বলেছেন: ন্যাক্কারজনক ঘটনা!

২৫ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৩

মামুন ইসলাম বলেছেন: এগুলো ঘৃন্যতম কার্যসিদ্ধ ।

৭| ২৪ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৬

মীর মোহাম্মদ উল্লাহ বলেছেন: @মোহাম্মদ শফিউল্লাহ, ইসলামকে সংস্কার নয়; নিজেদেরকে সঠিক ইসলামের নিয়মে সাজাতে হবে। ইসলাম নিজের জায়গায় ঠিকই আছে। আমরা সঠিকভাবে পালন করতে ব্যর্থ হচ্ছি।

২৫ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৪

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্য

৮| ২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫২

অগ্নিবেশ বলেছেন: মি রিফাত, মুসলিমদের জন্য সামনে কঠিন পথ তৈরী হবে। ইহার জন্য মুসলিমরা কি পদক্ষেপ গ্রহণ করছে? নাকি বালুর মাঝে মাথা গুজে বসে আছে? এই সব বিপথগামী লোকেদের বিরুদ্ধে বড়কোনো মিটিং মিছিল চোখে পড়ে না। এদেরকে ইসলাম থেকে বের করার কোনো ফতুয়া আরব, ইরান, তুরান থেকে আসে না। মৌনতা মানেই সম্মতির লক্ষন। এইভাবে চলতে থাকে ইহুদি নাসারাদের দেশে ইসলাম ধর্মাবলম্বীদের টিকে থাকাই মুস্কিল হবে। অবশ্য সৌদিআরব খোলা আছে।

২৫ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৮

মামুন ইসলাম বলেছেন: কি যে অবস্থা ভাই কি কমু বুইঝা উঠবার পারছিনা।

৯| ২৪ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৯

নাইম রাজ বলেছেন: এর পর কি হয়েছে।

২৫ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৯

মামুন ইসলাম বলেছেন: কইতে পারি না।

১০| ২৪ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৮

রিফাত হোসেন বলেছেন: @অগ্নিবেশ সাহেব আপনি কি ভারতের?
যদি বাংলাদেশের হোন তাহলে তাহলে স্কুলের বইয়ে জিহাদ নামক চ্যাপ্টার থাকার কথা। জিহাদ সম্পর্কিত আমি পড়েছিলাম, কোন ক্লাসে মনে নাই।
এইটাও পদক্ষেপ এর অন্তর্গত নয় কি? তাও অনেক আগের কথা। শুক্রবারে মসজিদে এখন জিহাদের ব্যাপারে বিস্তারিত বলা হচ্ছে। এদের বিরুদ্ধে্ আর আপনি কোন মিটিং মিছিল চাচ্ছেন?

আপনি কি জামাতী ইসলামের মত সরকারী/জনগনের সম্পদ ধ্বংস করার মত মিছিল চাচ্ছেন? এই শিক্ষা ইসলাম দেয় না। আর আমরা সচেতন মুসলিমরা তা এড়িয়ে চলি বিধায় পূর্ণ ক্ষমতায় জামাত আসে নাই, আর আসবেও না। রাজনৈতিক কারনে আর সাধারন ধর্মান্ধ ভোটারদের ফুসলিয়ে হয়ত ক্ষমতার স্বাদ পেয়েছিল। কিন্তু আমরা পূর্ণ সুযোগ দেয় নি।

কার কাছে ফতোঁয়া খুজঁছেন? রাজ তন্ত্রের দেশ সৌদিতে? না কট্টর ইরানীদের কাছে বা দেশপ্রেমী তুর্কিদের কাছে? যারা প্রকাশ্যে আসছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে। জে এম বি,আই এস,আল কায়েদা ইত্যাদি।

সাহেব ১০০ মানুষ জন্ম গ্রহন করলে খোজঁ করা হয় না তবে ১টা মানুষ হত্যা হলে খবর রটে। তেমনি হাজারটা চেষ্টার কথা আসছে না তবে একটা ব্যর্থতা চোখে আঙুল তুলে দেখিয়ে দেয়।

আমরা চেষ্টা করছি। আপনিও করুন ও উতসাহিত করুন অপরকে।

১১| ২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

blogermassud বলেছেন: জানতে পারলাম।

২৫ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩০

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.