নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুষ্ট লোকের মিষ্টি কথা,
যে গলিবে পাবে সে ব্যথা।
ভুলিও না তবু তুমি তাহার ছলে,
তবে ভিজবে আঁখি তোমার নোনা জ্বলে,
সারাজীবন শুনে এলাম,
বন্ধু স্বজন,জ্ঞানী লোকে এ কথাই বলে ।
জায়গা না বুঝে ভুল সাগরে দিওনা ঝাপ,
ওগো প্রেমের আগে বুঝিও তুমি তাহার মনের ভাব,
না হয় প্রেমের পরে,
দুঃখের সাগরে সাঁতরাতে হবে জীবন ভরে।
তুমি বাসো যাকে,তাকে নয়,
যে তোমায় ভালোবাসে,
তার সনেই যেন হয়, তোমার মন বিনিময়।
২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪৭
মামুন ইসলাম বলেছেন: আসলে সেটা বুঝে ওঠাতাই অনেক কষ্ট ।
২| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪৩
ধ্রুবক আলো বলেছেন: কথা পুরোনো, কিন্তু শুনে খুব কমজনেই
২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫২
মামুন ইসলাম বলেছেন: আর না শুনার জন্যই জীবন দিতে হয় অনেকগুলো নীরঅপরাধ জীবনকে,আর সেই সব জীবনের
মাঝে এমনও জীবন আছে যে জীবনগুলোর ভাগ্যে পৃথিবীর আলোটা দেখা পযন্ত হয় না ।
ফুল ফোটার আগেই ঝরে যেতে হয় ।
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: কে যে মন থেকে ভালবাসে সেটাই তো বোঝা মুশকিল।