নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম যেদিন
জোৎসনা রাতে
খাতা কলম হাতে
কথা হয়েছিল সেদিন।
কবি লেখেন তার প্রথম কবিতা,✍
সে কবিতার প্রথম পাঠক ছিলো,
কবির প্রিয়তা,কবির ভালোবাসা,❤
কবির স্বপ্নে দেখা শিরোনাম অর্পিতা ❀
এরপর থেকে কবির প্রতিটি গীতিকাব্যে শুধু একজন,
কবির আত্মা,প্রাণ সব কেরে নিয়েছে সেজন,
এখন কবি ও কবির দেহ থাকে বৈদেশে,
আর স্বদেশে পরে থাকে তার মন,
ভাবে সে হবে কি দেখা তার সাথে আর কোন জীবন ।♬
২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪০
মামুন ইসলাম বলেছেন: চমৎকার নির্ভরযোগ্য আশির্বাদ । দোআ কবুল হোক । আমীন ।
২| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৫
দীপংকর চন্দ বলেছেন: কবিতায় ভালো লাগা থাকছে।
শুভকামনা অনেক।
ভালো থাকবেন। সবসময়।
২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪২
মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যে অনুপেরিত হোলাম, ধন্যবাদ চন্দ দা ।শুভকামনা রইল।
৩| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৩:১৬
মিঃ আতিক বলেছেন: কি যে বলেন দেখা হবেনা, দেখা হবে;
ইচ্ছাটা পুরন হবে তো?
২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪৪
মামুন ইসলাম বলেছেন: হলেই ভালো । চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২২
ধ্রুবক আলো বলেছেন: দেখা হবে তার সাথে কবির কোনো একদিন, শুভ কামনা
লেখা ভালো লাগলো