নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট একটি দেশ
আমাদের এই মায়া ভরা সোনালী দেশ
যার রূপের আর গুণের নাইকো কোন শেষ
দেশটির নাম মোদের জন্মভূমি সোনার বাংলাদেশ ।
এর রূপের কথা গুণের কথা বলে হবে না শেষ
শুনতেও লাগে যে বেশ ।
পদ্মা মেঘনা সুরমা যমুনা মহনা
আরো আছে ছোট ছোট কতই নদীনা
মাঠ ভরা হয় সোনার ফসল
আম জাম কাঠাল আরো আছে হরেক ধরনে_র ফল।
যে দেশটি স্বাধীন করেছে লক্ষ শহীদ সেনারা
সে দেশটি গড়ব এখন মোরা ।
দেশটি নিয়ে মনে আমাদের অনেক স্বপ্ন ভরা
হাতে হাত কাধে কাধ লাগিয়ে এই দেশটিকে সুন্দর ভাবে গড়া ।
২৫ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:২১
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই শুভ সকাল ।
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:১০
আশফাক ওশান বলেছেন: ভালো লিখেছেন।চালিয়ে যান