নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদ্রোহী তুমি
তুমি ছিলে,তুমি থাকবে,
প্রতিটি ভোরের পাখীরা গাণ গাইবে
তারাও তোমার নাম ধরে ডাকবে,
মালিরা তোমার নামে মালা গাঁথবে,
তুমি প্রতিটি বাঙালীর হৃদয়ের বাসিন্দা হয়ে থাকবে ।
তুমি হলে ভোরের ফোটা ফুল,
তুমি হলে আমাদের প্রিয় বিদ্রোহী নজরুল।
তুমি প্রতিটি ভোরের আলোকিত রবি,
মোরা হৃদয়ের পুষ্ভ বনে,
মনের আঙিনায় আঁকি শুধু তোমার ছবি,
তুমি আমাদের প্রিয় কবি ।
তোমার গান কবিতায়,
শোনার আগ্রহে থাকি ব্যাকুলতায়,
তুমি আগ্রত,
তুমি মোদের জাগ্রত,
তোমার রচনাগুলো যেন গর্জে ওঠা তীর,
তুমি বাঙ্গালী,তুমি এক নব জাগ্রত বীর ।
তোমার লেখার ছঁন্দে নেই কোন ভুল ত্রুটি কারন
তুমি লক্ষ কোটি বাঙ্গালীর হৃদয়ের জাগরন
তুমি মোদের শিহরন
সারাটি জীবন থাকবে তুমি হয়ে স্বরণ ।
০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৮
মামুন ইসলাম বলেছেন: এটাও একটা বিচিত্র পরীক্ষা আমাদের জন্য।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৯
উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: আমার প্রিয় কবি কাজি নজরুল ইসলাম। যাই হোক, কবিতাটি খুব সুন্দর হয়েছে।
২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৫৭
মামুন ইসলাম বলেছেন: চমতকার মন্তব্যে উৎসাহ পেলাম । শুভরাত্রী ।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো হয়েছে ।
২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৫৯
মামুন ইসলাম বলেছেন: শুভরাত্রী হাসু ভাই ।মন্তবের জন্য অনেক ধন্যবাদ ।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৫
চাঁদগাজী বলেছেন:
কবির এই ছবিটা আমাদের জন্য বিরাট একটি উপদেশ; যেই কবি বৃটিশদের দেখতে পারতেন না, দারিদ্রতা উনাকে বাধ্য করেছে তাদের হয়ে কাজ করতে।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৩
চাঁদগাজী বলেছেন:
বেচারা ফি'এর অভাবে এনট্রেন্স পরীক্ষা দিতে না পারননি; এখন আমাদের জাতীয় কবি; কি ভয়ানক দারিদ্রতায় ভুগেছেন আমাদের মানুষেরা!