নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাম্প্রতিক মিয়ানমারের একটি খনি থেকে ১৭৫ টন ওজনের বিশাল এক জেড অথবা ইয়াসম বা পিলু,পাথর পাওয়া গেছে। এই পাথরটি ১৪ ফুট উঁচু এবং ১৯ ফুট দীর্ঘ, আর ধারণা করা হচ্ছে এর মূল্য প্রায় এক কোটি ৭০ লাখ ডলারের মত হবে। কাচিন প্রদেশের একটি খনি থেকে বিশালাকৃতির এই জেড পাথরটি পাওয়া যায়। বিশেষ করে মিয়ানমার বা বার্মাতেই বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর পাওয়া যায়। জেড সবুজ রংয়ের প্রায় স্বচ্ছ একটি পাথর।
বিশেষ সূত্র মতে মিয়ানমারের মোট জিডিপির বেশির ভাগ বা অর্ধেকই আসে জেড শিল্প থেকে। জেড পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন। যেখানে এটিকে স্বর্গের পাথর হিসেবে আখ্যায়িত করা হয়। সৌন্দর্যচর্চা ছাড়াও চিকিৎসাকাজেও এর ব্যবহার রয়েছে অনেক।
তথ্যসূত্র,,নয়া দিগন্ত
©somewhere in net ltd.