নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লগ শব্দটি ইংরেজ Blog এর বাংলা প্রতিশব্দ, যা এক ধরণের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ইংরেজি Blog শব্দটি আবার Weblog এর সংক্ষিপ্ত রূপ। আর আমরা যারা ব্লগে লেখা পোস্ট করি তাদেরকে ব্লগার বলা হয়। তবে ব্লগারকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন ১। যিনি লেখা পোস্ট করেন তিনিও ব্লগার । আবার অনেক ব্লগার আছে যারা একটি লেখা পড়ে সে লেখার বিষয়বস্তু সম্পর্কে কমেন্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন তিনি হলেন কমেন্ট ব্লগার ।
নিউজ ব্লগার
আবার অনেক ব্লগাররা আছেন প্রতিনিয়ত তাদের চারপাশে ভালো মন্দ নানান সময় সাময়ীক ঘটে যাওয়া ছোট ছোট ঘটনাগুলোকে নিউজ আকারে ওয়েবসাইটে কনটেন্টে যুক্ত করেন আর অন্যান্য ব্যবহারকারীরাও সেখানে যেয়ে সেই লেখাটি পড়ে তাদের ভালো খারাপ লাগা মন্তব্য করতে পারেন। এটাকে বলা হয় টুকরো খবর ব্লগার।তাছাড়াও সাম্প্রতিক কালে ব্লগ ফ্রিলান্স সাংবাদিকতার একটা মাধ্যম হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে এক বা একাধিক ব্লগার রা তা নিয়মিত আপডেট করে থাকেন।
এবার আসুন মূল কথায় চলে যাই,আপনি কি বিখ্যাত ব্লগার হতে চান ?
সাম্প্রতিক কালে যেমন এখানেই আমরা অনেক ব্লগারই কৃতপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছি কেন তারা আমাদের পোস্টগুলো নির্বাচিত পাতায় বা আলোচিত পাতায় কেন নেয়া হয় না ? এমন কি আমি নিজেরও কতদিন আগে এ নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম ।যাই হোক
আমি সব কিছু মিলিয়ে দেখলাম আসলে এ নিয়ে অভিযোগের কিছু নাই,আমার মনে হয় কৃতপক্ষ আমাদেরকে যত অবহেলা করবে আর আমাদেরও ততটা ভালো করার চেষ্টা করতে হবে যাতে এখন না গেলেও আগামীতে তারা আমাদের লেখা সিলেক্ট করতে/ বাধ্য হন ।আর
সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের চেষ্টা করতে হবে নির্ভুল বানানে যত ভালো লেখা পোস্ট করা যায়।
দেখুন আমরা যারা ব্লগে লিখি তারা কিন্তু নিজেদের ইচ্ছায় লিখি,সুতারাং এখানে আমার লেখা কেন নির্বাচিত হলো না/ ? কেন আলোচিত হলো না ? এ নিয়ে ভাববার কিছু নাই । দেখুন একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যাদের লেখাগুলো ব্লগে বেশি নির্বাচিত পাতায় বা
আলোচিত পাতায় যাচ্ছে,তাদের ব্লগ লেখার বয়স এবং তাদের লেখারও রয়েছে অসংখ্য অভিজ্ঞতা এবং তাদের লেখার কোয়ালিটি ও মান সম্পূণ্য তাই হয়ত আজ তাদের লেখা যার যার যোগ্য হিসেবে যোগ্য স্থানেই যাচ্ছে । তাই আসুন আমরা কৃতপক্ষকে দোষ না দিয়ে পুরনো ব্লগারদের অনুসরণ করি,আর তাদের মত আমরাও ভালো লেখার চেষ্টা করি,তবেই একদিন আমাদের লেখাও নির্বাচিত হবে এবং আলোচিত পাতায়ও অংশ নিবে,আর এভাবেই আমরাও হতে পাররবো একদিন বিখ্যাত ব্লগার।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬
মামুন ইসলাম বলেছেন:
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮
ভ্রমরের ডানা বলেছেন:
ভাল কথা বলেছেন। লেখার ভাল মান লাগবে। কিন্তু বানান ভুল করে সেটা কি সম্ভব?
এই যেমন দেখুন আপনার এই লেখাতে সাময়ীক কৃতপক্ষের বানানগুলো ভুল। ঠিক করে নিন।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৬
মামুন ইসলাম বলেছেন: ধধধন্যবাদ আপনাকে ।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিখ্যাত ব্লগার হয়ে কী লাভ? প্রয়াত ইমন জুবায়ের সাহেব এই সামু ব্লগের একজন বিখ্যাত ব্লগার ছিলেন। ক'জন তাঁকে মনে রেখেছেন? নতুন ব্লগার বন্ধুরা তো তাঁর নামও জানেন না।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮
মামুন ইসলাম বলেছেন: ঠিকি কইছেন হেনা ভাই
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
ছদ্দবেশি লৌকিক বলেছেন: ধন্যবাদ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
একটি পেন্সিল বলেছেন: আমি আমার মত এগিয়ে যেতে চাই, কারো মত হতে চাই না।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৭
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হা হাহা আমরাও হতে পাররবো একদিন বিখ্যাত ব্লগার !!
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৫
মামুন ইসলাম বলেছেন: আমরাও হতে পাররবো একদিন বিখ্যাত ব্লগার !! :-<
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০৫
রক্তিম দিগন্ত বলেছেন:
বিখ্যাত ব্লগার হবার ইচ্ছা?
আমার ব্লগ জীবনে অনেককেই দেখেছি ব্লগে বিখ্যাত হওয়ার আশায় এসেছে। এসেই ধুম ধাম পোস্ট, ক্যাচাল সৃষ্টি, দুর্বল লেখনী দিয়ে স্পর্শকাতর বিষয়গুলো রাবারের মত টেনে বড় করে লিখে পোস্ট করেছে। মানুষের আকর্ষণও দ্রুতই পেয়েছে। এবং তাদের পোস্টগুলো হিটও বেশি হয়েছে।
কিন্তু, সেই ব্লগারদের কেউই এখন আর নেই। তারা শুধু মানুষের আকর্ষণই অর্জন করেছিল একটা সময়। তারা বিখ্যাত কেউ হয়ে উঠতে পারেনি। এখন ওদেরকে মনেও নাই অনেকের।
বিখ্যাত হওয়ার আশায় ব্লগিং করলে এটা ছেড়ে দেওয়াই ভাল।
যদি চান, তাহলে শুধু ব্লগিং করুন। বিখ্যাত হওয়ার কোন আশা না রেখে। শুধু নিজের প্যাশন অনুযায়ী ব্লগিং করে যান। তাহলেই এক সময় বিখ্যাত হওয়ার ব্লগার হতে পারবেন।
এই ধরণের পোস্ট করে তো আর বিখ্যাত হওয়া যায় না, শুধু মানুষের আকর্ষণই পাওয়া যায়। (নো অফেন্স)
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০১
মামুন ইসলাম বলেছেন: (নো অফেন্স)
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৯
ব্লগ সার্চম্যান বলেছেন: পড়ে গেলাম ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০২
মামুন ইসলাম বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভালো বলেছেন