নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে যে যাই বলুক না কেন ? কিন্ত আমি আমাকে নিজে বলি,আমি এক জন বখাটে ব্লগার ! এতে অবশ্য অনেকের আপত্তি থাকতে পারে এই ভেবে যে আমার ব্লগতো হিট মারছে ভালই,তাছাড়াও আমার প্রতিটি পোস্ট বা লেখা কম হলেও ৩০০ বার পঠিত হয় । তাই অনেকের মধ্যে প্রশ্ন জাগ্রত হতে পারে,আমার ব্লগ এত হিট করা স্বর্তেও তাহলে আমি কি করে বখাটে ব্লগার হলাম ?
প্রশ্নঃ কি করে বখাটে ব্লগার হলাম ?
উত্তরঃ দেখুন আমি কোন স্থানে নির্বাচনে দাঁড়ালাম,আর সেখানে আমার শত শত সমর্থক দেখলাম,এক কথায় আমার সমর্থক যারা তারা আমাকে এতটা সাপট করে,যে কারনে আমি ধরে নিলাম আমি পাশ । কিন্তু আসলে কি আমি পাশ ? না আমি পাশ না ।কেননা
যখন আমি নির্বাচনে একটি পদে দাঁড়ালাম অনেক সমর্থক থাকা স্বর্ত্তেও আমি নির্বাচিত হলাম না,তখনই বোঝা গেল আমার আসল জায়গা ফাঁকা ।
ঠিক তেমনি আমি এখাননে দীর্ঘ ২ বৎসর ২মাস এই খানে লেখালেখী করছি, আর তার সাক্ষী আপনারাই আমার প্রিয় পাঠক এবং ব্লগাররা ।
আজ থেকে প্রায় ছঁয় কি সাত মাস আগে সামুর নির্বাচিত পৃৃষ্ঠায় ভুল ক্রমে আমার একটি লেখা অংশ নিয়েছিল । এর পর যে সকল ব্লগ লেখেছি সেগুলো অনেকগুলো ভালো লাইক পাইছে এবং আলোচিত পাতায়ও অনেকগুলো অংশ নিছে,কিন্ত সেইযে ৬মাস আগে একটি পোস্ট নির্বাচিত পাতায় নাইয়োর গেল আর এর পর আজ পযন্ত মনে হয় অনেক পোস্ট দিয়েছি কিন্ত তার মধ্যে একটি লেখাও এই গত ছয় মাসে সামুর নির্বাচিত পাতায় অংশ নিল না; তার মানে নিশ্চয় আমার লেখা ভালো হয় না যে কারনে সামুর নির্বাচিত পাতায় অংশ নেয়নি । সুতারাং এতেই বোঝা যায় আসলে আমি একটা বখাটে অপদার্থ ব্লগার । আমার লেখা কোন কাজের না।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩১
মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ।কাজে লাগবে মন্তব্যটি ।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩০
ব্লগ মাস্টার বলেছেন: হুম বুঝতে পারছি খুব কষ্টে আছেন সমবেদনা থাকল।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩২
মামুন ইসলাম বলেছেন:
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৫
রক্তিম দিগন্ত বলেছেন: এটা কী ধরণের পোস্ট আমি তার মানে বুঝলাম না।
তিনটা প্রশ্ন জাগলো পোস্টটা পড়ে ---
১. আপনি কি সামুর নির্বাচিত পাতার সিলেকশনকে প্রশ্নবিদ্ধ করছেন? (পোস্ট পড়ে তাই মনে হল)
২. আপনি কি পোস্ট সামুর নির্বাচিত পাতায় আসে না বলে দুঃখকষ্ট পাচ্ছেন? (লিখতে তো কষ্টই হয় - সেইটার পূর্নাঙ্গ মূল্যায়ন না পেলে মনে ব্যাথা পাওয়াটা স্বাভাবিক)
৩. আপনি কি পরোক্ষ ভাবে নিজের লেখার বিজ্ঞাপন দিলেন? (যদিও এটা মনে হয় না - কিন্তু এমন মানে বের করলে তো করাই যায়)
যাই হোক,
আপনাকে বলি - সামুর নির্বাচিত পাতায় কোন পোস্ট যাচ্ছে বা না যাচ্ছে অথবা আলোচিততে আসছে কিনা সেটা নিয়ে না ভেবে নিজের মত করে লিখে যান।
সামুর পোস্ট নির্বাচন নিয়ে আমি সরাসরিই একবার প্রশ্ন তুলেছিলাম। তর্ক-বিতর্কও হয়েছে সেটা নিয়ে।
এটার সহজ সমাধান - সামুর নির্বাচিত পাতাটা খুলেও দেখবেন না। পাশের আলোচিত অংশেও নজর বুলাবেন না। একদম সার্বজনীন অবস্থায় পড়ে থাকবেন।
আর, ভাই সরাসরি একটা কথা বলি। পোস্টের হিট কখনোই লেখার মানকে বৃদ্ধি করে না। লেখার মান একমাত্র লেখার মধ্যেই থাকে। অন্য কোন পরিসংখ্যান দিয়ে এটাকে বুঝানো যাবে না।
আপনার লেখা আমিও পড়েছি।
খারাপ যে লিখেন তা বলব না... আবার ভালও যে লিখেন খুব - সেটাও না... দুটোর মাঝামাঝিই আছেন। তো এটাকে টেনে মাঝামাঝি থেকে উপরের স্তরে নিয়ে যান।
আপনি যে সব টপিকে লিখেন - সেগুলোকে আসলে ব্যাখ্যা দিয়ে আরো বিশদ ভাবে লেখা যায়। আপনার লেখাগুলোর নিচে তথ্যসূত্র যোগ করে দেওয়া যায়। আপনি সেভাবেই লিখুন।
যেমন - গতকাল পোস্ট দিয়েছিলেন কোহিনূর, দরিয়া-ই-নূর, নূর-উল-আইন নিয়ে। এখন - এই তিনটা হিরা সম্পর্কেই আরো বিস্তারিত করে বলা যায়। শুধু কোহিনূর নিয়েই একটা বিশাল পোস্ট হয়ে যাবে। বাকিগুলোও।
তো - এগুলো সংক্ষিপ্তভাবে দিলে পোস্ট ভাল লাগবে ঠিকই - কিন্তু, প্রত্যেকটার সম্পূর্ণ ইতিহাস একদম বিস্তৃতভাবে দিলে সেটাকে আরো বেশি রকমের ভাল লাগবে। মানুষ যত বেশি জানতে পারে তত বেশি খুশি হয়। (যাদের অজানা ইতিহাস জানার আগ্রহ বেশি আরকী)
সাথে, দরিয়া-ই-নূর যে এখন বাংলাদেশের সোনালী ব্যাংকে - সেই তথ্যেরও নির্ভর যোগ্য সূত্র দিলে ভাল। তাতে কোন প্রশ্ন থাকবে না। সেই সাথে সূত্র ধরে আরো ঘাটাঘাটি করার আগ্রহও পাবে পাঠকরা।
আপনি যে ধরণের লেখা লিখেন - সেই অনুযায়ীই উদাহরণ দিলাম। এতে লেখার মান+পাঠক প্রিয়তা অনেকাংশেই বাড়বে।
নির্বাচিত পাতায় লেখা যায় না বলে তো নিজেকে বখাটে ব্লগার উপাধি দেওয়া ঠিক হল না। নিজেকে সম্মান করতে হবে। আপনার পোস্ট পড়ে আমার অন্তত আপনাকে বখাটে ব্লগার টাইপ মনে হয়নি।
নিজেকে সম্মান করুন। নিজের প্রতি সম্মানটাই আপনাকে লিখতে উৎসাহ যোগাবে।
আশা করি - পরবর্তী থেকে আরো ভাল ভাল পোস্ট পাব।
শুভকামনা।
[প্রশ্নগুলোর উত্তর দিতে হবে না। আমি মাঝে মাঝে পোস্ট ভেঙ্গে ভেঙ্গে এমন মন্তব্য করে থাকি। সিরিয়াস কিছু না এটা। ]
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩
মামুন ইসলাম বলেছেন: ( ( :`< ) :-*
:-* :``<< :< :-< B /
এই সব গুলো ইমো আপনাকে দিলাম।আপনার এই কমেন্টটা আমার অনেক কাজে লাগবে ।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০২
গেম চেঞ্জার বলেছেন: হীনমন্যতায় ভুগছেন কেন! নিজের সেরাটুকু দিয়ে লিখুন.. পাঠক আসবেই!!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬
মামুন ইসলাম বলেছেন: সব চমৎকার মন্তব্যগুলো পাচ্ছি ।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭
ঠ্যঠা মফিজ বলেছেন: সময় হলে ঠিকয় যাবে এত ভাবনার কি আছে ভাই মামুন । মনবলকে শক্ত করুন এই যে আপনার
পোস্ট নির্বাচিত পাতায় যায়না তাতে কি হয়েছে আমরা আপনার লেখা ঠিকই খুঁজে পড়ছি ।।
মনের সাহস হারাবেন না।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৯
মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যগুলোর জন্য ধন্যবাদ।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫
তাজবীর আহােমদ খান বলেছেন: রক্তিম দিগন্ত ভায়া,তোমার কমেন্ট খানা আরো অনেকেরি পড়া উচিত।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০
মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যগুলোর জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০০
মোটা ফ্রেমের চশমা বলেছেন: এইখানে নিজেকে দোষারোপ করার কি আছে আমি বুঝতে পারলাম না। লেখা আমরা যারা ব্লগে লিখি ইচ্ছে হয় বলেই লিখি। নিজের ইচ্ছে যেটা হয় সেটাই লিখি। অন্যদের পছন্দ সবসময় নাও হতে পারে। আর নির্বাচিত প্যানেলে সেসব লেখাই যায় যেগুলো কিছুটা ভিন্ন বা সামাজিক প্রভাব রাখতে পারে। যেমন আমার ১৪ মাসের ব্লগে ৩৪টি লেখা পোস্ট করেছি। যার মধ্যে মাত্র গত মাসের একটা লেখা নির্বাচিত পাতায় গিয়েছিল প্রথমবারের মত। আমার বাকি ৩৩টা পোস্টের মধ্যে যে ভালো পোস্ট ছিল না তা না, কিন্তু নির্বাচিত পাতায় যায়নি।তাতে আমার কষ্ট পাওয়ার কোনই কারন নেই। কারন আমি লিখি আমার ভালো লাগে। নির্বাচিত পাতায় যাবে এই আশায় লিখলে হয়তো দেখা যেত একটা লেখাও নির্বাচিত হত না।
লিখুন ভালো লাগা থেকে। ভালো হলে এমনিতেই যাবে।