নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

একটি নীরোগ সম্প্রদায় এর কিছু কথা

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৯


ওপরের ছবি দেখেই বুঝতে পারছেন এখানে একজন হুনজা সম্প্রাদায়ের পিতা বয়স ৯৫ বছর আরেকটি ছবি পুত্রের যার বয়স ৭৮ বছর।
উত্তর পাকিস্তানের গিলগিট-বালটিস্তানের অন্তর্গত হুনজা প্রদেশে বসবাসকারী মানুষদের সুখীতম বলে বিবেচনা করা হয় কারন তারা এমন একটি সম্প্রদায় যারা কখনো অসুস্থ হন না। আর তাদের কেউ কখনো ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলেও শোনা যায়নি।
হুনজা নারীদের মধ্যে এমনও কেউ কেউ আছেন যারা ৬৫ বছর বয়সেও সন্তানের মা হয়েছেন। প্রবল ঠাণ্ডার মধ্যেও তারা নিয়মিত ঠাণ্ডা পানিতে গোসল করেন হুনজারা। তাতেও সচরাচর সর্দি-জ্বরে আক্রান্ত হতে দেখা যায় না তাদের।

কিন্তু হুনজাদের এই নীরোগ জীবনের রহস্যটা কী? হুনজারা বলেন, উপত্যকায় নিজেরা যা চাষ করেন, কেবল সেই শাকসবজিই খান। জোয়ার, বাজরা, বাদাম নিজেরাই চাষ করে ঘরে তোলেন হুনজারা। তাছাড়াও তাদের জীবনযাপনের প্রয়োজনে প্রতিদিন প্রচুর হাঁটতে হয়। সেটিও তাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়া হুনজাদের রীতি হলো, প্রতি বছর ফল চাষ শুরু করার আগে ২ থেকে ৪ মাস উপবাস পালন করা। সেই রীতিও তাদের শরীরের উপকার করে বলে মনে করেন ডাক্তররা।কিন্তু একটি সম্প্রদায় কীভাবে সম্পূর্ণ ক্যানসার-মুক্ত হতে পারে? আসলে হুনজারা প্রচুর পরিমাণে অ্যাপ্রিকোট বা খোবানি নামের ফল খান। তাদের দৈনন্দিন খাদ্যতালিকায় খোবানি থাকেই। এই খোবানিতে থাকে প্রচুর পরিমাণে বি-১৭ ভিটামিন। এই ভিটামিন ক্যানসার প্রতিরোধে বিশেষ সহায়ক বলে জানান ডাক্তাররা।
শুধু‌ নীরোগ নয়, হুনজারা দীর্ঘ জীবনেরও অধিকারী। হুনজাদের মধ্যে কেউ কেউ দেড়শো বছরও জীবিত থেকেছেন বলে শোনা যায়। ১৯৮৪ সালে সৈয়দ আবদুল বুন্দু নামের এক হুনজা ভদ্রলোক লন্ডন এয়ারপোর্টে প্লেন থেকে নামেন। এয়ারপোর্টের কর্মচারীরা তার পাসপোর্ট দেখে হতবাক হয়ে যান। কারণ তার পাসপোর্টে জন্মসাল লেখা ছিল ১৮৩২।সত্যিই আবদুল বুন্দু ১৫২ বছর বয়সে লন্ডন পাড়ি দিয়েছিলেন কি না সে বিষয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু হুনজারাই যে পৃথিবীর সবচেয়ে নীরোগ স্বাস্থ্যের অধিকারী সেই নিয়ে সন্দেহ নেই।

ছবি ও সূত্র এর উৎসঃ এবং কৃতজ্ঞতা natunsomoy

মন্তব্য ৪২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিস্ময়কর!!!!

++++++++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৩

মামুন ইসলাম বলেছেন: সত্যয় বিদ্রহ ভাইয়া বিস্ময়কর একটি বিষয়।সংবাদটি পড়ে খুবই অবাক হয়ে গেছি ।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

একটি পেন্সিল বলেছেন: সংক্্ষিপ্ত কিন্তু ভাল লাগল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৭

মামুন ইসলাম বলেছেন: বেশি বড় করতে চাইলেও বড় করতে পারলাম না।ধন্যবাদ

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

আরণ্যক রাখাল বলেছেন: আমরা কী করে ওদের মতো হতে পারি?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৮

মামুন ইসলাম বলেছেন: প্রথমেই ভেজাল মুক্ত খাবার খেতে হবে ।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৩

লেখা পাগলা বলেছেন: প্রথমেই ভেজাল মুক্ত খাবার খেতে হবে ।
ভালো বলেছেন যেখানে আমাদের ভেজাল ছাড়া জীবন অচল সেখানে আপনি ভেজাল মুক্ত
করে জীবন কিভাবে সচল করবেন মামুন ভাই ?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৬

মামুন ইসলাম বলেছেন: এর মধ্যেও বেঁচে থাকার জন্য রাস্তা খুঁজে বের করতে হবে ।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: আমরা তো ভেজালের রাজ্যে বসত করি আমাদের পক্ষে এত বয়স পাওয়া সম্ভব না।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৮

মামুন ইসলাম বলেছেন: ঠিক বলেছেন প্রামানিক ভাই ।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুনজা প্রদেশে যাইতাম চাই!! :#)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৯

মামুন ইসলাম বলেছেন: আমিও :-B

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৬

সজুসজীব বলেছেন: :-B

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯

মামুন ইসলাম বলেছেন: B-)

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৬

হাকিম৩ বলেছেন: যেতে ইচ্ছে হয় সে মাটিতে ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

মামুন ইসলাম বলেছেন: যাইয়েন !:#P

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ধুর্মিয়া, এদ্দিন বাঁইচা কি হইবো?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪

মামুন ইসলাম বলেছেন: হি হি হি কি কয় সাধু ভাই । কে আবার বাঁচতে না চায় :-B

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২১

রক্তিম দিগন্ত বলেছেন: আসলেই???

অবিশ্বাস্য ব্যাপার! বিষ্ময়কর!!! B-)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫

মামুন ইসলাম বলেছেন: :-B

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৫

পথহারা মানব বলেছেন: দুই একটাত্র ধইরা বাংলাদেশে নিয়া আসেন...তারপর দেখুম নি শরীরের তেজ কতদিন থাকে!!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫১

মামুন ইসলাম বলেছেন: :P

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯

নিউ সিস্টেম বলেছেন: ভালো লাগল জেনে :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫২

মামুন ইসলাম বলেছেন: !:#P

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০১

হাসান কালবৈশাখী বলেছেন:
আশ্চর্য হওয়ার কিছু নেই ।
পিতা বয়স ৯৫ বছর পুত্রের ৭৮, মামুলি ব্যাপার। এরকম উদাহরন বাংলাদেশেও অনেক আছে। বাংলাদেশে শতায়ু অনেক দেখা মিলে।
আমার চাচিও বেচে ছিলেন ১১২ বছর

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩০

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ হাসান কালবৈশাখী ভাই

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হুঞ্জা হইতে মঞ্চায় ! :P

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

মামুন ইসলাম বলেছেন: ভুল হইয়া গেছে আগের মন্তব্যটি হইয়া যান ভালো মন্দ কতকি খাইতে পারবেন অনেক বৎসর বাঁচিয়া থাকিলে :-B

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪

গেম চেঞ্জার বলেছেন: হুনজা হইলে ব্যাপারটা মন্দ হতো না!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৩

মামুন ইসলাম বলেছেন: এইটা কেমন কথা । !:#P !:#P

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো কথা ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৮

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হুনজাদের কাহিনী পড়ে বিস্মিত হলাম। ধন্যবাদ ভাই মামুন ইসলাম।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪০

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় হেনা ভাই ।

১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪২

পবন সরকার বলেছেন: হুঞ্জাদের সৌভাগ্য বলা যায়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৮

মামুন ইসলাম বলেছেন: ঠিক বলেছেন।

১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩২

রায়হানুল এফ রাজ বলেছেন: অবাক হয়েছি। অনেক ধন্যবাদ পোস্টের জন্য।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৭

মামুন ইসলাম বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ।

২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৬

নাইম রাজ বলেছেন: ভাই যাইতে চাই ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৮

মামুন ইসলাম বলেছেন: চইল্লা যান।

২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

অভি চৌধুরী বলেছেন: আমার জানা আছে এই জাতী সম্পর্কে, ওদের জীবন যাপন আর খাদ্য তালিকা অদ্ভুদ সব খাবার থাকে যা ওদের নীরোগ রাখে, এবং ওদের পরিবারে প্রতিটি সদস্য সারা দিনে সকল কাজ একি নিয়মে করে থাকেন।

পোস্টের জন্য ধন্যবাদ

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০০

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ অভি ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.