নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সকলে সাদা, কালা, লাল, ওয়াইন খান আর ভালো করে ঝিম মারুন

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২০



মন ভরে সাদা কালা লাল ওয়াইন খেয়ে নিন ! আর ভালো করে ঝিম মারুন । তবে মনে রাখবেন ইসলামে এসব বেহাইয়াপনা
সম্পূণ্য নিষেধ । তাই জেনে শুনে পাপকে নিজের কাঁধে নিয়েন না।

১৬ শতকের ওয়াইন উৎপাদনের যন্ত্র
ওয়াইন কি ?

ওয়াইন হচ্ছে একপ্রকার অ্যালকোহলযুক্ত পানীয় যা সাধারণত গাঁজনকৃত আঙুরের রস থেকে তৈরি হয়।প্রাকৃতিকভাবে আঙুরে ভারসাম্যপূর্ণ রাসায়নিক উপাদানের উপস্থিতি থাকায় এটি অতিরিক্ত চিনি, এসিড, এনজাইম বা অন্য কোনো উপাদান যোগ করা ছাড়াই সরাসরি গাঁজন করা যায়।বিভিন্ন রকমের ইস্ট ব্যবহার করে গাঁজনকৃত আঙুরের রস থেকে ওয়াইন প্রস্তুত হয়। ইস্ট আঙুরের রস থেকে প্রাপ্ত চিনিকে অ্যালকোহলে পরিণত করে। বিভিন্ন রকম ও মানের আঙুর ও ইস্ট হতে বিভিন্ন ধরন ও মানের ওয়াইন প্রস্তুত করা হয়।যদিও কিছু কিছু ক্ষেত্রে আপেল এবং জামের গাঁজন থেকেও ওয়াইন প্রস্তুত করা হয়, এবং সেসব ক্ষেত্রে গাঁজনকৃত ফলের নামানুসারে ওয়াইনটির নামকরণ করা হয়। যেমন: অ্যাপল ওয়াইন বা এলডারবেরি ওয়াইন।, এবং এগুলো সাধারণত ফ্রুট ওয়াইন বা কান্ট্রি ওয়াইন। এছাড়া অন্যান্য কিছুক্ষেত্রে, যেমন: বার্লি ওয়াইন এবং রাইস ওয়াইন (যেমন: সাকি) তৈরি হয় স্টার্চ বা শর্করাভিত্তিক উপাদান, ও পুনরায় উৎপাদিত বিয়ার থেকে। এধরনের ওয়াইন প্রচলিত ওয়াইনের চেয়ে আরেকটু বেশি অ্যালকোহলযুক্ত। যেমন: জিঞ্জার ওয়াইন বা আদা দ্বারা তৈরিকৃত ওয়াইন, এটি হচ্ছে ব্র্যান্ডি সহ ফোর্টিফায়েড ওয়াইন। এসব দিক থেকে বিবেচনা করলে উৎপাদনের পদ্ধতি নয়, বরং উচ্চ পরিমাণ অ্যালকোহল বিশিষ্ট পানীয়কেই ওয়াইন বলা যেতে পারে।ইংরেজি শব্দ wine ও অন্যান্য ভাষায় এর সমার্থক শব্দগুলোর বাণিজ্যিক ব্যবহার অনেক বিচারব্যবস্থায় আইনদ্বারা সুরক্ষিত ।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

রিমন রনবীর বলেছেন: আপনার পোস্টের উদ্দেশ্য কিংবা সারমর্ম কিছু বোঝা গেল না। আর ওয়াইন খাওয়া কিভাবে "বেহাইয়াপনা" হল একটু বুঝিয়ে বলবেন কি?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭

মামুন ইসলাম বলেছেন: ওয়াইন হচ্ছে একপ্রকার অ্যালকোহলযুক্ত পানীয় যার অপর নাম মদ এবং এটাকে ইংরেজি শব্দ wine ও অন্যান্য ভাষায় এর সমার্থক শব্দগুলোর বাণিজ্যিক ব্যবহার অনেক বিচারব্যবস্থায় আইনদ্বারা সুরক্ষিত করে রেখেছে ।
সূতারং থ্রাটি ফাস্ট পহেলা বৈশাখ ও অন্যান্য ধর্মের অনুসারিদের মত মুসলমানদের ঈদে মদ খাওয়া ঠিক না যেহেটু ইসলামে নিষিদ্ধ করা হয়েছে ।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৬

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: শিরোনামে তো উৎসাহিত করলেন!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২

মামুন ইসলাম বলেছেন: সকলে সাদা, কালা, লাল, ওয়াইন খান আর ভালো করে ঝিম মারুন হি হি হি :-B

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪২

ব্লগ সার্চম্যান বলেছেন: এটা দিয়ে ঈদের দাওয়াত থেকে বেঁচে যেতে চান মামুন ভাই তা কিন্তু হবে না ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০

মামুন ইসলাম বলেছেন: আইছেন মন ভরে খাওয়ার দাওয়াত থাকলো । !:#P

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৭

সুমন কর বলেছেন: খাবো একদিন.... ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

মামুন ইসলাম বলেছেন: আমি ভাবির কাছে বিচার দিমু :-B
ভালো কথা সুমন ভাই ভাবী ও আপনাদের নতুন মেহমান মানে আপনাদের বাবু কেমন আছে ?

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

সুমন কর বলেছেন: চিন্তা কইরেন না !! ভাবীরে লগে নিয়াই খামু..... =p~

বাবু এখন ভালো আছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

মামুন ইসলাম বলেছেন: ঠিক আছে খাইয়েন তবে নিজেরে কন্টল কইরা । আবার বেশি মাইরেন না ;)
বাবু এবং আপনাদের পরিবারের সকলের জন্য শুভকামনা রইল।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০০

প্রামানিক বলেছেন: ওয়াইন খাইতে কেমন লাগে হেইডাই এখন পর্যন্ত জানলাম না।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৩

মামুন ইসলাম বলেছেন: আমিও কইতে পারি না তবে সিরাপ মিষ্টি আর ওয়াইন টিটা লাগবে আমি শিউর। :-B

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৯

কোলড বলেছেন: Wine can have from 5 to 14% alcohol. Some bear can have 9% alcohol. You can't specify wine based on alcohol content. Liquor can have 40% alcohol. I doubt anyone can get drunk by having wine only.

A glass of red wine a day is good for heart and disciplined consumption of red wine can lengthen your life.

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৫

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ সে ১ % থাকলে যা ১০ % টা মদ মদই । এক কেজি দুধে এক ফোটা বিষ দিলে যা হবে ৭ কেজি দুধে মিশালেও একই অবস্থা ।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৭

রক্তিম দিগন্ত বলেছেন: পোস্টের উদ্দেশ্য বুঝি নাই। সাথে পোস্টটা খুবই সংক্ষিপ্তও। মানে বুঝি নাই আমি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯

মামুন ইসলাম বলেছেন: পোস্টের উদ্দেশ্য বুঝি নাই। সাথে পোস্টটা খুবই সংক্ষিপ্তও। মানে বুঝি নাই আমি।

বেশি বুঝার প্রয়োজন নাই। ;)

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩০

নিউ সিস্টেম বলেছেন: ওয়াইনের কি গ্লাসে পাওয়া যায় ? আর পাঃ গেলে প্রতি গ্লাঃ দাম কত ? কোথায় পাওয়া যায় ? দেখি একদিন খাওয়া যায় কিনা ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯

মামুন ইসলাম বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.