নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সুন্দরবনকে কেন বাঁচাবো ? তাকে বাঁচিয়ে আমাদের লাভ কি ?

২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৫


১। আজ থেকে কয়েক বছর আগেও দেখছি চার পাঁচ বা দশ বছর পরপর একটি করে বড় ধরনের বন্যা হত,আর প্রতি বছরই ছোট বড় বন্যা হচ্ছেই ।প্রতিটি মুহুর্ত যেন পৃথিবী বদলে যাচ্ছে ।

২। আগে দেশে তেমন ঝড় তুফান আর আয়লা শায়লা কহিনুর রোহানুদের দেখা যেত না এখন প্রায়শই বলতে বছরে দুই থেকে তিনবার বিভিন্ন ধরনের ঝড়তুফান সাইকোল্নের দেখা মিলছে,আর এই ঝড়তুফান বা সাইক্লোন সাগরের লঘুচাপ থেকে সৃষ্টি হয় । অর্থাৎ ঝড়তুফান সাইক্লোন যাই হোক প্রথমে কিন্ত সাগর থেকেই শুরু হয় ।

৩। বাংলাদেশের সুন্দরবনের সাথেই বঙ্গপো সাগর রয়েছে ।

৪্। যখন বঙ্গপোসাগর থেকে কোন সাইক্লোন বা ঘূর্ণিঝড় শুরু হয় তখন সে ঘূর্ণিঝড়ের সামনে বাঁধা হয়ে কে দাড়ায় ? উত্তর সর্ব প্রথম ওই সব হিঁংস্র ঘর্ণিঝড়ে থাবা থেকে আমাদের বাঁচানোর জন্য সর্ব প্রথম ঝড়ের সামনে বাঁধা হয়ে দাঁড়ায় সুন্দর বনের সুন্দরিরা ।




আমাদের নিশ্চয়ই মনে আছে ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার কথা ? আইলা ছিল উত্তর ভারত মহাসাগরে জন্ম নেয়া দ্বিতীয় ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টি জন্ম নেয় ২১ মে তারিখে ভারতের কলকাতা থেকে ৯৫০ কিলোমিটার বা ৫৯০ মাইল দক্ষিণে। আর ঘুর্ণিঝড়টি আঘাত হানে ২৫ মে তারিখে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশ ও ভারতের দক্ষিণ-পূর্বাংশে। আর সে ঘূর্ণিঝড় আইলায় বাংলাদেশের পটুয়াখালি, বরগুনা, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালীর হাতিয়া, নিঝুম দ্বীপ, খুলনা এবং সাতক্ষীরা জেলা সহ দেশের দক্ষিন অঞ্চলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।তার পরেও সাধারণ মানুষের মতে ঝড়ের তুলনায় বা সিডরের তুলনায় চার ভাগের দু ভাগ ক্ষতি হয়েছে । আর এ কারন হিসেবে সুন্দর বনকে বিবেচিত করা হয় । কেননা সুন্দর বনের সুন্দরী, কেউরা আরো যে সকল গাছ আছে তারা কিন্ত আইলার সামনে বেশ বাঁধা হয়ে দাঁড়িয়ে ছিল,যে কারনে ক্ষয়ক্ষতির পরিমান একটু কম হয়েছিল ।

এবার আমাদের ভেবে দেখা উচিৎ যে সুন্দরবন আমাদের ক্ষতি করছে না উপকার করছে ।

মন্তব্য ২৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৮

মোঃ খুরশীদ আলম বলেছেন: সমস্যা হলো কেউ জনগনের মতামতকে গুরুত্ব দেয় না। সুন্দর বনের ক্ষতি হয় এমন কোন সিদ্ধান্ত নেয়ার আগে অন্তত জনমত যাচাই করা উচিত । আগে পরে লাভ-ক্ষতির হিসাবটাতো আমাদেরই ।

২৩ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:৪৮

মামুন ইসলাম বলেছেন: এমন কোন সিদ্ধান্ত নেয়ার আগে অন্তত জনমত যাচাই করা উচিত । এটাই সত্য এবং সহমত । চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২| ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৯

হাকিম৩ বলেছেন: বাংলাদেশের সকলের প্রয়োজনেই সুন্দরবনকে বাঁচাতে হবে ।এখানে একজন দুজনের সার্থ না পুরো জাতির লাভ ক্ষতি দেখতে হবে ।

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৮

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্য সহমত ধন্যবাদ ।

৩| ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৯

ব্লগ সার্চম্যান বলেছেন: সকলকে এগিয়ে আসতে হবে ।

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫০

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কথা বলেছেন একা কোন ভাবেই কিছু জয় করা সম্ভব নয়,সকলে মিলেমিশে করি কাজ ।

৪| ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩১

ধ্রুবক আলো বলেছেন: আমরা সবই বুঝি যা প্রশাসন বুঝেনা, সচেতন হবে যেদিন সব হারাবে শুধু কাদার উপায় থাকবেনা আরকি

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫১

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৫| ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৪

প্রামানিক বলেছেন: সুন্দর যুক্তিপূর্ণ কথা। কিন্তু এই ছবিটা পাইলেন কই? মক্ষোম ছবি।

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১০

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ প্রামানিক ভাই।

৬| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সরকার অশিক্ষিত। প্রাইমারি স্কুলে ভর্তি হওয়া উচিত। বয়স একটু বেশিই। তবে উনিই তো সর্বেসর্বা। ভালো কোন স্কুলে ভর্তি হোক। তবে অবশ্যই বাংলা মিডিয়াম।

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১২

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ দিশেহারা রাজপুত্র ভাই ।

৭| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৮

জুন বলেছেন: প্রশাসন সবই বুঝে। তারা এত বোকা না @ধ্রুবক আলো। তারা এটা ভালো করেই বোঝে এতখানি জমি এখনো বেদখল হয়ে আছে কি করে!! নদী নালা খাল বিল নালা নর্দমা ভরাট করে দখল করে সারা। এখন শুধু সুন্দরবনটা খাওয়া বাকি।

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৪

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জুনআপু । তারা এটা ভালো করেই বোঝে এতখানি জমি এখনো বেদখল হয়ে আছে কি করে!! নদী নালা খাল বিল নালা নর্দমা ভরাট করে দখল করে সারা। এখন শুধু সুন্দরবনটা খাওয়া বাকি। :P

৮| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৬

লেখা পাগলা বলেছেন: ভালো লাগলো জেনে যে এ নিয়ে আপনি পোস্ট দিয়েছেন ।

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৩

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ লেখা পাগলা ভাই ।

৯| ২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৪

নিউ সিস্টেম বলেছেন: সুন্দরবনকে বাঁচাতে হবে ।

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৪

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ নিউ সিস্টেম ।

১০| ২৩ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:১০

ঝালমুড়ি আলা বলেছেন: এগিয়ে চলুন পাশে আছি ।

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৯

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:




ছবিতে বাঘের মুখের অনুরোধ খুবই বেমানান। সরকার এই প্রজেক্ট ত্যাগ করতে বাধ্য হবে।

২৩ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৩

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ চাঁদগাজী ভাই ।

১২| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৫

মাদিহা মৌ বলেছেন: প্রতিবাদ চলুক …

২৩ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৪

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ

১৩| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৮

রায়হানুলহক বলেছেন: Ekdom thik likhesen vay .... http://bdlove24.com/index.xhtml

২৩ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৫

মামুন ইসলাম বলেছেন: ঠিক আছে ।

১৪| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৩

আহমেদ জী এস বলেছেন: মামুন ইসলাম,



সুন্দরবন না থাকলে ক্ষতি ছাড়া কোনও লাভ নেই । যেটাতে লাভ নেই সেটার দরকারও নাই ।

২৩ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৬

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আহমেদ জী এস ভাই । আপনার মন্তব্যের সাথে ঐক্য মত ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.