নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অর্ডার অব দ্য ফিনিক্স (কাল্পনিক সংগঠন) প্রথম পর্ব
অর্ডারের সদস্যদের সাধারণত দুইভাগে ভাগ করা যায়। যারা অর্ডারের প্রাথমিক যুগে অর্থাৎ অরিজিনাল অর্ডারের সদস্য ছিল। এবং যারা পরে অর্ডার পুনর্গঠিত হওয়ার পর সেই পুনর্গঠিত অর্ডারের সদস্য। অর্ডারের অরিজিনাল সদস্যদের মধ্যেও অনেকে পুনর্গঠিত অর্ডারের সদস্য ছিল।নিম্নোল্লিখিত চরিত্রসমূহ অরিজিনাল অর্ডার অফ দ্য ফিনিক্সের সদস্য ছিল। পরবর্তীতে অর্ডার যখন পুনর্গঠিত হয় তাদের মধ্যে অনেকেই পুনর্গঠিত অর্ডারে যোগ দেন।
সিরিয়াস ব্ল্যাক
সিরিয়াস ব্ল্যাক হল ছদ্মনাম প্যাডফুট সে ছিল রক্তের বিশুদ্ধতার জন্য বিখ্যাত ব্ল্যাক পরিবারের সর্বশেষ উত্তরাধিকারী। তবে সে তার পরিবারের পিউরব্লাড নীতি এবং ডার্ক আর্টসের সাথে সম্পর্ক পরিত্যাগ করেছিল। সে ছিল তার পরিবারের একমাত্র সদস্য যে হগওয়ার্টসে গ্রিফিন্ডর হাউজের সদস্য ছিল বাকি সবাই ছিল স্লিদারিন হাউজের। সে একজন অ্যানিমেজাসও ছিল তার অ্যানিমেজি রূপ ছিল কুকুর। অর্ডার অফ দ্য ফিনিক্সের অরিজিনাল সদস্যদের মধ্যে সেও একজন ছিল।স্কুলে সে জেমস প্রংস পটার রেমাস মুনি লুপিন ও পিটার ওয়ার্মটেইল পেট্টিগ্রুর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলে। ১৬ বছর বয়সে সিরিয়াস তার বাড়ি থেকে পালিয়ে যায় এবং জেমসের সাথে পটারদের বাড়িতে থাকতে শুরু করে। স্কুল ত্যাগ করার পরও জেমস এবং তার বন্ধুত্ব অটুট থাকে এবং জেমস ও লিলির বিয়েতে সে বেস্টম্যান হিসেবে থাকে। যখন হ্যারি জন্মগ্রহণ করেন তখন জেমস এবং লিলি সিরিয়াসকে হ্যারির গডফাদার বানায়। যখন পটাররা ভলডেমর্টের হাত থেকে বাঁচার জন্য লুকিয়ে পড়ে তখন সিরিয়াস পেট্টিগ্রুকে তাদের সিক্রেট কিপার বানানোর পরামর্শ দেন। কিন্তু পেট্টিগ্রু তাদের সাথে বিশ্বাসঘাতকতা করায় জেমস ও লিলি ভলডেমর্টের হাতে নিহত হয়। সেই ঘটনার পর সিরিয়াস পেট্টিগ্রুকে কোনঠাসা করে ফেলে কিন্তু সেসময় পেট্টিগ্রু নিজে নিজের ভুয়া মৃত্যু ঘটায় এবং বারজন মাগলকে হত্যা করে। আর পেট্টিগ্রুর সেসব অপরাধের দায়ভার এসে পড়ে সিরিয়াসের উপর। ফলে তাকে গ্রেফতার করা হয় এবং আজকাবানে পাঠানো হয়। আজকাবানে থেকেও সে তার মানসিক ভারসাম্য বজায় রাখতে সক্ষম হন কেননা সে নির্দোষ ছিলেন।
বার বছর পর সিরিয়াস আজকাবান ভেঙ্গে পালিয়ে আসতে সক্ষম হন। কেননা সে ডেইলি প্রফেটে উইজলি পরিবারের একটি ছবি দেখতে পায় যেখানে রনের কাঁধের উপর স্ক্যাবার্স নামে একটি ইঁদুর ছিল যা প্রকৃতপক্ষে পেট্টিগ্রুর অ্যানিমেজাস রূপ ছিল। সিরিয়াস আজকাবান থেকে হগওয়ার্টসে চলে আসে এবং বেশ কয়েকবার পেট্টিগ্রুকে হত্যার ব্যর্থ চেষ্টা করে। প্রিজনার অফ আজকাবানের শেষ দিকে হ্যারি ও রন এবং হারমায়োনি সিরিয়াসের মুখোমুখি হয় এবং প্রকৃত সত্য জানতে পারে যে সিরিয়াস নয় বরং পেট্টিগ্রুই হ্যারির বাবা মার হত্যার সাথে যুক্ত ছিল। তারপর লুপিন ও সিরিয়াস স্ক্যাবার্সকে পেট্টিগ্রুতে পরিণত করে। কিন্তু তাকে ধরার আগেই পেট্টিগ্রু আবার পালিয়ে যায়। ডিমেন্টররা সিরিয়াসকে ধরে ফেলে। তবে হ্যারি আর হারমায়োনি সিরিয়াসকে মুক্ত করে এবং বাকবিক দ্য হিপোগ্রিফের সহায়তায় পালিয়ে যেতে সাহায্য করেন।
গবলেট অফ ফায়ারে সিরিয়াস হ্যারিকে ট্রাইউইজার্ড টুর্নামেন্টের টাস্কগুলো সফলভাবে উতরানোর জন্য অনেক পরামর্শ দেন। অর্ডার অফ দ্য ফিনিক্সে ডাম্বলডোর অর্ডার পুনর্গঠিত করলে সিরিয়াস পুনর্গঠিত অর্ডারে যোগ দেন। সিরিয়াসের পৈতৃক বাড়ি ১২ নাম্বার গ্রিমল্ড প্লেসে স্থাপন করা হয় অর্ডারের সদর দপ্তর। সিরিয়াস হ্যারিকে আমব্রিজের বিরুদ্ধে গোপন ছাত্র সংগঠন ডাম্বলডোর'স আর্মি গঠন করার জন্য উৎসাহ প্রদান করে। বইয়ের শেষদিকে হ্যারি ভলডেমর্টের পাতানো ফাঁদে পা দেয় এবং ভেবে বসে যে ভলডেমর্ট সিরিয়াসকে আটকে রেখে নির্যাতন করছে। তাই সে ও তার পাঁচ বন্ধু রন, হারমায়োনি, জিনি, নেভিল ও লুনা সিরিয়াসকে উদ্ধার করার জন্য জাদু মন্ত্রণালয়তে যান। সেসময় ডেথ ইটাররা তাদের আক্রমণ করে। অন্যদিকে স্নেইপ অর্ডারকে সেই তথ্য জানিয়ে দেয়। ফলে সিরিয়াস সহ বেশ কয়েকজন অর্ডার সদস্য হ্যারি ও তার বন্ধুদের বাঁচানোর জন্য মন্ত্রণালয়ে আসেন এবং ডেথ ইটারদের সাথে লড়াই শুরু করেন। লড়াইয়ের এক পর্যায়ে সিরিয়াসের চাচাত বোন ডেথ ইটার বেল্লাট্রিক্স লেস্ট্র্যাঞ্জ সিরিয়াসকে হত্যা করে। সিরিয়াসের মৃত্যুর পর তার উইল থেকে জানা যায় যে, সে তার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি হ্যারিকে দিয়ে গেছে।ডেথলি হ্যালোসের শেষ দিকে সিরিয়াস শেষবারের মত উপস্থিত হয় যখন হ্যারি পুনর্জন্মী পাথরটির মাধ্যমে তার মৃত মা বাবা, সিরিয়াস এবং লুপিনকে শেষবারের মত হাজির করে।
হ্যারি পটার চলচ্চিত্রসমূহে গ্যারি ওল্ডম্যান সিরিয়াসের ভূমিকায় অভিনয় করেছে এবং অর্ডার অফ দ্য ফিনিক্সে জেমস ওয়াল্টার্স টিনএজ সিরিয়াসের ভূমিকায় আবির্ভূত হয়েছে। এছাড়া ডেথলি হ্যালোসে রোহান গোটোবেড ১১ বছর বয়সী সিরিয়াসের ভূমিকায় আবির্ভুত হবে।
এডগার বোন্স অর্ডার অফ দ্য ফিনিক্সের অরিজিনাল সদস্যদের মধ্যে অন্যতম। জাদুবিশ্বের প্রথম যুদ্ধে সে তার স্ত্রী এবং সন্তান সহ ডেথ ইটারদের হাতে নিহত হন। জাদু মন্ত্রনালয় এর ডিপার্টমেন্ট অফ ম্যাজিকাল ল এনফোর্সমেন্ট বিভাগের সাবেক প্রধান অ্যামেলিয়া বোন্স তার বোন এবং হ্যারি পটারের সহপাঠী হাফলপাফ হাউজের ছাত্রী সুজ্যান বোন্স তার ভাতিজি।
ক্যারাডক ডিয়ারবর্নক্যারাডক ডিয়ারবর্ন অর্ডার অফ দ্য ফিনিক্সের অরিজিনাল সদস্যদের মধ্যে অন্যতম। প্রথম উইজার্ডিং যুদ্ধে সে নিখোঁজ হন। সম্ভবত ডেথ ইটাররা তাকে হত্যা করে।ডিডেলাস ডিগল অর্ডার অফ দ্য ফিনিক্সের অরিজিনাল সদস্যদের মধ্যে অন্যতম। সিরিজের কাহিনী শুরু হওয়ার পূর্বে হ্যারি পটারের সাথে বেশ কয়েকবার দেখা করে। তারপর অর্ডার অফ দ্য ফিনিক্সে অর্ডার পুনর্গঠিত হলে সে পুনরায় অর্ডারে যোগ দেয়। সে অ্যাডভান্স গার্ডের সদস্য ছিল যারা ডার্সলিদের কাছ থেকে হ্যারিকে সরিয়ে নিয়েছিল। তাছাড়া ডেথলি হ্যালোসে সে হেসটিয়া জোন্সের সাথে ডার্সলিদের সুরক্ষিত স্থানে রেখে আসার দায়িত্ব পায় এবং তা সুষ্ঠভাবে পালন করে। পরবর্তীতে ডেথ ইটাররা তার বাড়ি পুড়িয়ে দেয় তবে সে অক্ষত থাকে।এলফিয়াস ডোগে অর্ডার অফ দ্য ফিনিক্সের অরিজিনাল সদস্যদের মধ্যে অন্যতম একজন। স্কুলজীবনে ডোগে ডাম্বলডোরের সহপাঠী ছিলেন। তাছাড়া তার প্রাথমিক জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় নি। অর্ডার অফ দ্য ফিনিক্সে অর্ডার পুনর্গঠিত হলে তিনি পুনরায় অর্ডারে যোগ দেন। অর্ডার অফ দ্য ফিনিক্সে তিনি অ্যাডভান্স গার্ডের সদস্য ছিলেন। ডাম্বলডোরের মৃত্যুর পর ডেথলি হ্যালোসে ডাম্বলডোরের প্রতি উৎসর্গীকৃত তার লেখা একটি শোক কলাম ডেইলি প্রফেটে ছাপা হয়। সেখানে তিনি খোলাখুলিভাবে ডাম্বলডোরকে সমর্থন করেন এবং নিজেকে তার একজন একনিষ্ঠ শুভানুকাঙ্খী হিসেবে প্রকাশ করেন।অর্ডার অফ দ্য ফিনিক্স চলচ্চিত্রে পিটার কার্টরাইট ডোগের চরিত্রে অভিনয় করে। কিন্তু ডেথলি হ্যালোসে ডেভিড রয়াল ডোগের ভূমিকায় অবতীর্ণ হয়।অ্যাবেরফোর্থ ডাম্বলডোর অর্ডার অফ দ্য ফিনিক্সের অরিজিনাল সদস্যদের মধ্যে অন্যতম। তিনি অ্যালবাস ডাম্বলডোর এর আপন ভাই এবং হগসমিডে অবস্থিত হগ'স হেড বারের মালিক। অর্ডার অফ দ্য ফিনিক্সে অর্ডার পুনর্গঠিত হলে তিনি তাতে যোগ দেন। ডেথলি হ্যালোসে হ্যারি, রন ও হারমায়োনি যখন হগসমিডে উপস্থিত হয় তখন তিনি তাদেরকে ডেথ ইটারদের হাত থেকে রক্ষা করেন এবং হগওয়ার্টস এ প্রবেশ করতে সহায়তা করেন। এছাড়া হ্যারি ও তার বন্ধুরা যখন ম্যালফয় ম্যানরে বন্দী ছিল, তখন তাদেরকে উদ্ধার করার জন্য তিনি ডব্বি দ্য হাউজ এলফকে পাঠান। এছাড়াও বইয়ের শেষদিকে তিনি ব্যাটল অফ হগওয়ার্টসে অংশ গ্রহণ করেন এবং ডেথ ইটার অগাস্টাস রুকউডকে পরাজিত করেন। যুদ্ধ শেষ হওয়ার পর যারা জীবিত ছিল, তিনি তাদের মধ্যে অন্যতম।
অ্যালবাস ডাম্বলডোর হলেন অর্ডার অফ দ্য ফিনিক্সের প্রতিষ্ঠাতা। তার নেতৃত্বেই অর্ডার অফ দ্য ফিনিক্স ভলডেমর্ট এবং ডেথ ইটারদের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করেন। ভলডেমর্টের পুনরুত্থানের পর তিনি সংগঠনটিকে পুনর্গঠন করেন। হাফ-ব্লাড প্রিন্স স্নেইপ তাকে হত্যা করে যা এই দুজনের মাঝে পরিকল্পিত ছিল।প্রথম দুইটি চলচ্চিত্রে রিচার্ড হ্যারিস এবং পরবর্তী বাকী চলচ্চিত্রসমূহে মাইকেল গ্যাম্বন ডাম্বলডোরের চরিত্রে অভিনয় করেন।বেঞ্জি ফেনউইক অর্ডার অফ দ্য ফিনিক্সের অরিজিনাল সদস্যদের মধ্যে অন্যতম। ডেথ ইটাররা তাকে হত্যা করে এবং তার শরীর ধ্বংস করে দেয়। তার দেহের শুধুমাত্র কয়েকটি অংশ পরে পাওয়া গিয়েছিল।আরাবেলা ডোরিন ফিগ সকলের কাছে মিসেস ফিগ নামে সমধিক পরিচিত। তিনি অর্ডার অফ দ্য ফিনিক্সের অরিজিনাল সদস্যদের মধ্যে অন্যতম। তিনি একজন বয়স্ক মহিলা এবং একজন স্কুইব। তিনি প্রিভেট ড্রাইভে ডার্সলিদের প্রতিবেশী ছিলেন। হ্যারি যখন ছোট ছিল তখন তার উপর নজর রাখার জন্য ডাম্বলডোর তাকে নিয়োজিত করেন। ডার্সলিরা যখন কোথাও বেড়াতে যেত হ্যারিকে তারা মিসেস ফিগের কাছে রেখে যেত। সে সময়ে তিনি হ্যারিকে অবহেলার সাথে রাখতেন। পরে তিনি হ্যারির কাছে স্বীকার করেন যে ডার্সলিরা যাতে কোনরকম সন্দেহ না করে সেজন্য তিনি এরকম করতেন। তিনি পুনর্গঠিত অর্ডারেরও সদস্য। মিসেস ফিগের মাধ্যমে ডাম্বলডোর মাগল বিশ্বের সাথে যোগাযোগ রাখতেন।অর্ডার অফ দ্য ফিনিক্স চলচ্চিত্রে ক্যাথরিন হান্টার মিসেস ফিগের ভূমিকায় অভিনয় করেন।
©somewhere in net ltd.