নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সবচেয়ে গভীরতম সিঙ্কহোলটি দক্ষিণ চীন সাগরে অবস্থিত!

২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৮


দক্ষিণ চীন সাগরেই পৃথিবীর গভীরতম সিঙ্কহোলটি রয়েছে বলে দাবি করেছেন চীনা গবেষকরা। সমুদ্রের তলদেশ থেকে প্রায় ৯৮৭ ফুট গভীর এই সিঙ্কহোলটি বাহামাসের ব্লু-হোল এর চেয়েও ৩০০ ফুট বেশি গভীর বলে জানা গেছে।
এতদিন বাহামাসের ব্লু-হোল কেই সবচেয়ে গভীরতম সিঙ্কহোল হিসাবে ধরা হতো। তবে এটি তার চেয়েও গভীর বলে খবর প্রকাশিত করেছে চীনা সংবাদসংস্থা জিনহুয়া নিউজ এজেন্সি। সমুদ্রের মধ্যে গভীর গর্তকে তার গাঢ় নীল রঙের জন্য এমন নাম দেওয়া হয়েছে। সাগরের চেয়ে এই অংশে সূর্যের আলো পুরোটা পৌঁছতে না পারায় এর রঙ বাকি অংশের চেয়ে গাঢ় হয়। একে সমুদ্রের মধ্যে অবস্থিত গুহা বলেও অভিহিত করা হয়। ২০১৫ সালের অগাস্ট মাসে চীনের সানশা শিপ কোর্স রিসার্চ ইনস্টিটিউট ফর কোরাল প্রোটেকশন ড্রাগন হোল নিয়ে গবেষণা শুরু করেন। সেখানেই উঠে এসেছে এই ৪২৬ ফুট চওড়া সিঙ্কহোলের খবর। এটি এতটাই গভীর যে আস্ত আইফেল টাওয়ারকে নিজের ভিতরে ঢুকিয়ে নিতে পারে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪১

কল্লোল পথিক বলেছেন:





সূন্দর তথ্য।

২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৩

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ।

২| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২২

এস. এম. কামরুল আহসান বলেছেন: নতুন কিছু শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৩

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ এস. এম. কামরুল আহসান ভাই ।

৩| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১:২১

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল ভাই মামুন ইসলাম তথ্য জেনে ।

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৪

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ঠ্যঠা মফিজ ভাই ।

৪| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৩

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো তথ্য শেয়ার করেছেন মামুন ভাই ।

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৫

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ব্লগ সার্চম্যান ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.