নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে যখন বাহিরের উদ্ধেশে ঘর থেকে বের হই তখন মনে হয় এটাই বুঝি পরিবারের লোকদের সাথে শেষ দেখা । আর হয়ত দেখা হতেও পারে বা নাও হতে পারে । পতিটি মুহুর্তই যেন মৃত্যুকে চোখে দেখা । রাস্তার মাঝে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষায় থাকা আর মনে মনে ভাবা এইত বুঝি একটি দূষঘটনা ঘটল হয়ত হতে পারে রোড দূরঘটনা নয়ত কোন বোমার আঘাত নয়ত কোন হামলা । অনেক অপেক্ষার
পালা শেষ করে লাইনে দাঁড়িয়ে থেকে যাও গাড়িতে উঠা সে গাড়ির সিটে বসেও একই ভাবনা এইত বুঝি কেউ গাড়িতে পেট্রোল বোমা
মারলো হয়ত অল্প কিছুখনের ভিতরে গাড়িটি উড়ে আকাশে কালো ছাই হয়ে সাথে মানুষের তাজা রক্তের গন্ধ ।
জীবনের প্রতিটি পদে পদে মৃত্যুর ভয় । কেন এই মৃত্যুর ভয় ?
২| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: বেসশ অনেকগুলো টাইপো আছে।
৩| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৫
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল ।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪০
সুমন কর বলেছেন: আরো একটু লিখলে পারতেন !