নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে দেশের মন্ত্রী থেকে পুলিশ পযন্ত কোন নিরাপদ নাই ।সেখানে সাধারন মানুষ কতটুকো
নিরাপদ তা সহজে প্লাস মাইনেস করলে বোঝা যাবে ।
আর এ অনিরাপদের জন্য আমরাই দায়ি । কেননা আমরা সাধারন মানুষগুলো আজ কুলুরবলদ হয়ে গেছি ।
আসলে একটি মুখ্য বিষয় হলো আমাদের দেশেরএই সার্বিকপরিস্থিতির জন্য দেশের এক দল নয় দুই দলই দায়ি ।
আজ দেখা যাচ্ছে পল্টনে একটি হত্যাকান্ড ঘটনা ঘটলো সেখানে যে হত্যা হলো সে যদি বিএনপি এর কর্মী হয় তাহলে
বিএনপি থেকে চাপ প্রয়োগ বা দোষারপ করা হবে আওয়ামীলিগ বা বর্তমান সরকারকে ।
আর যদি সরকারী দলের লোক হয় তাহলে তারাও ঠিক সেই একই কাজটি করবেন । ভাই হয়ে ভাইকে হত্যা ।আর তাদের এই
ভুলগুলোর জন্যই সুযোগ হাতিয়ে নিচ্ছেন শত্রু পক্ষ ।
আজ যদি তারা দলাদলি না করে সকল ক্ষেত্রে রাজনীতিকে না মিশিয়ে সকল অপকর্ম ও হত্যার মত ঘৃর্ণ কাজগুলোকে তারা পস্রয়
না দিয়ে বিচার বিভাগের হাতে ছেড়ে দিতেন তাহলে আজ দেশে এত হত্যা খুন গুম এ ধরনের ভয়ংঙ্কর ঘটনাগুলো ঘটতো না ।
সূতারং হাস্যকর কথা হলেও এটা সত্য দেশের জঙ্গী বলেন আর সঙ্গী বলেন সব আমরা আমরাই ।
ছবিঃ মানব কন্ঠ থেকে নেয়া ।
©somewhere in net ltd.