নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সেলফির জন্য এই ক্ষতি ! ১২৬ বছরের পুরনো মূর্তি বলে কথা ।

১০ ই মে, ২০১৬ রাত ৯:৫৩


১৮৯০ সালে পর্তুগালের লিসবনে রোশিও স্টেশনটি চালু হয়। তার বাইরে একটি ঐতিহাসিক মূর্তি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন । বেছে নেয়া হয় ডম সিবাসটিয়াওকে। ১৫৫৭সাল থেকে ১৫৭৮ সাল পর্যন্ত পর্তুগালের শাসক ছিলেন ওই রাজা। সিদ্ধান্ত মত স্টেশনের দরজার পাশে একটি উঁচু জায়গা বানিয়ে সেখানে রাখা হলো ওই মূর্তিটি। সেলফি তুলতে গিয়ে ১২৬ বছরের সেই মূর্তিটিই ভেঙ্গে ফেলেন এক যুবক।
পুলিশ জানয়েছেন ২৪ বছরের এক যুবক সেই মূর্তির পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়েছিলেন। কিন্তু তা করতে গিয়ে ধাক্কা লেগে ভেঙে যায় মূর্তিটি। ঘটনার আকস্মিকতায় প্রথমে হকচকিয়ে যান তিনি। পরে বিষয়টির গুরুত্ব বুঝে ঘটনাস্থল থেকে পালাতে গেলে পুলিশ তাকে আটক করেন।

মূর্তিটি মেরামত করে নিজের জায়গায় ফেরানো সম্ভব হবে তবে তা নিয়ে এখন কিছু না বললেও এই ঘটনায় প্রচণ্ড বিরক্ত হয়েছে লিসবন প্রশাসন। শুধু লিসবনই নয় দেশে-বিদেশে সেলফি তুলতে গিয়ে হিতাহিত জ্ঞান হারানোর উদাহরণ এই প্রথম নয়।সে সব কথা মাথায় রেখেই বিভিন্ন সরকার এবং প্রশাসন সেলফিকে রীতিমতো জননিরাপত্তা লঙ্ঘনের মাধ্যম বলে মনে করছে। সেই মতো পদক্ষেপও নেওয়া হচ্ছে। তবুও পরিস্থিতি যে বদল হয়নি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ডম সিবাসটিয়াওর চৌচির হয়ে যাওয়া মূর্তি।

তথ্যসূত্রঃ ইন্টারনেট।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৬ রাত ১০:২৭

মিস্টার কিলবিল বলেছেন: মজা পেলুম সেলফির সাফল্য (!) দেখে!!!

১০ ই মে, ২০১৬ রাত ১০:৩৪

মামুন ইসলাম বলেছেন: হুম কারো সর্বনাশ কারো পৌষমাস ।।

২| ১০ ই মে, ২০১৬ রাত ১০:৩৯

সুমন কর বলেছেন: শুধু লিসবনই নয় দেশে-বিদেশে সেলফি তুলতে গিয়ে হিতাহিত জ্ঞান হারানোর উদাহরণ এই প্রথম নয়। -- সেটাই !

১০ ই মে, ২০১৬ রাত ১০:৫১

মামুন ইসলাম বলেছেন: আসলে সুমন ভাই আমার মনে হয় সেলফি বন্ধ করে দেয়া উচিৎ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.