নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

গ্রামের চেয়ে শহরের মানুষ শতগুন ভাল খাচ্ছে ।

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৫

যে দেশের গরু দুধ থেকে শুরু করে সকল ফল এবং কাঁচা শাকসবজি পযন্ত শহরের চেয়ে গ্রামে বেশি টাকা দিয়ে কিনে খেতে হয় সে দেশে ঐ ডিজিট্যাল নামক মুলাটির প্রয়োজন আছে বলে মনে হয় না ।
আমাদের দেশের অবস্থান কত উন্নত হয়েছে এবার গ্রামে যাওয়া পরে বিষয়টি আমি টের পেয়েছি । আরে ঢাকায় পুরো রমজান মাস দুধ খেলাম ৭০ টাকা কেজি আর গ্রামে ঈদের পরে দুই কেজি দুধ কিনতে গীয়ে আমাকে পুরো ২০০টাকা গুনতে হয়েছে ।
পরে মামাতো ভাইয়ের শ্ত্রী ভাবীকে এ কথার প্রশ্ন করায় উনি আমায় উত্তর দিলেন কি করবেন ভাই গ্রামে এখন আগের মত কেউ গরু, হাঁস, মুরগী, পালন করে না । তাই গ্রামে এখন দুধ মাংসের খুব সংকট যাচ্ছে । হাতে গোনা কিছু সংখক লোক এসব
পালন করছে আর তাদের থেকে কিনে আনতে গেলেও অনেক টাকা গুনতে হচ্ছে ।
আমি আর অভাগ হয়ে গেছি একটি কাঠাল কিনে ওখানে যে কাঠাল কিনেছি ৬০ টাকা দিয়ে ঠিক ঐ সাইজের একটি কাঠাল
আমি ঢাকায় কিনেছিলাম মাত্র ত্রিশটাকা দিয়ে ।

ওই ভাবী আর বললো কি করবেন ভাই গ্রামে অনেক স্বামীরা আছে শহরে নয়ত বিদেশ থাকে দেখা গেছে আগে সে
এবং তার শ্ত্রীকে সাথে নিয়ে মাঠে বিভিন্ন শাঁক সবজি এবং বাড়িতে হাঁস মুরগী ও গরু ছাগল পালন করতেন ।
কিন্তু এখন স্বামী শহরে বা বিদেশে থাকায় তাদের এখন ওই কাজ গুলো করা হয় না সূতারং আমদানী কমে গেল এরকম
দুইশত পরিবার চাষআবাদ ছেড়ে দেয় তাহলে দেশের কত পরিমান উতপন্ন কমে যায় সে এসব কাঁচা শাক সবজি ও ফলমুল
ও দুধ ডিম মাছ মাংসের দামতো বৃদ্ধি পাবেই ।

সর্ব শেষ আমার মনে হচ্ছে আমরা যারা শহরে থাকি তারা গ্রামের লোকদের চেয়ে অনেক ভালআছি । অন্তত দাম কম হোক আর বেশি হোক সীজনেই বলুন আর আন সীজনয়ই বলুন সব সময় কিন্তু আমরা সব প্রকারের মাছ মাংস ফল শাক সবজি খেতে পরছি কিন্তু গ্রামে তা কখন আপনি কল্পনাউ করতে পারবে না । একেই বলে ডিজিট্যাল বাংলাদেশ ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৭

প্রামানিক বলেছেন: আপনার সাথে সহমত।

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৭

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রামািনক ভাই ।

২| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৬

ভিটামিন সি বলেছেন: কিতা কইবাম!!!! শহরে যেটা খাইছুইন না, ওইটা খাটিঁ গরুর দুধ; আর গেরামে গিয়া যেটা খাইছুইন ওইটা হইলো খাটিঁ গরুর খাটিঁ দুধ। দুই জায়গায় খাটিঁ শব্দটার পার্থক্য আছে। আর মাছ মাংস যা কইছেন তারও একই বিশ্লেষণ। পুকুর থেকে জাল বা বরশি দিয়ে ধরা বাইল্ল্যা মাছ, পুটি মাছ, টেংরা মাছের ঝোল দিয়ে ভাত খেলে যেমন পেট ভরবে তেমনি শহরে থেকে ৫০/১০০ টাকার কাচকি বা ২৪০ টাকা কেজির কার্ফু মাছের তরকারি দিয়ে ভাত খেলেও পেট ভরবে। কিন্তু সমস্যাটা কই জানেন? যেটা পুকুর থেকে ধরছেন সেটা ২০০০ টাকা কেজি দিলেও কিনতে পারবেন না। ওইটা অমুল্য সম্পদ। আর পুকুর থেকে ধরা মাছটা একটু রেখে দিলেই (মারা যাবার পর) তার উপর মাছি বসবে, উড়বে কিন্তু আপনি যেটা ঢাকার বাজার থেকে কিনে আনবেন সেটার ধারে কাছেও মাছি ঘেঁষবে না। কারণ ওই মাছ আপনার হাতে তুলে দেবার পূর্বে কমপক্ষে দুইবার বালতির পানিতে ভেজানো হয়েছে আর ভেজানোর কারনে ওইটা এখন মাছির কাছে কারেন্ট হয়ে গেছে। বসলেই মৃত্যু। তবে মানছি আপনার মামাতো ভাবীর মাথায় অনেক বুদ্ধি।

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১০

মামুন ইসলাম বলেছেন: তা আপনি কি ভাই গামে চাক কবজির হাছাবাদ হুরু হইরা দিলেন নাকি যে হারনে আপনার হঠাৎ গামের মানুষের পতি
ফরদ অইল । আরে দুই নম্বরের চেয়ে একনম্বরের দাম শতকরায় ৫টাকা বেশি নিলেই যথেষ্ঠ । এর এই না শহরের
মাল পাইয়া ইচ্ছামত গলা কাটবাইন ।

৩| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৭

ঢাকাবাসী বলেছেন: সব দিক থেকেই শহরের মানুষ গ্রামের মানুষের থেকে ভাল আছে। সব আলয় আর ভবন তো শহরেই!

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১৪

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।

৪| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪৫

আজমান আন্দালিব বলেছেন: গ্রাম আর গ্রাম নাই।

২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

মামুন ইসলাম বলেছেন: গ্রাম এখন ডিজিট্যাল শহর হয়ে গেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.