নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটিএম্পায়ার স্টেট বিল্ডিং এর ছবি
এম্পায়ার স্টেট বিল্ডিং এটি পৃথিবীর অন্যতম রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গগনচুম্বী অট্টালিকা বা উচ্চ ভবন । নিউইয়র্কের ফিফথ এভিনিউ ও ওয়েস্ট থার্টিফোর্থ স্ট্রিটের মধ্যস্থলে অবস্থিত এ ভবনটির উচ্চতা ৩৮১ মিটার বা ১,২৫০ ফুট এই বিল্ডিংটিতে ১০২ তলা আছে । ৪১ বছর পযন্ত এই বিল্ডিংটি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন হিসেবে স্বীকৃত ছিল । ভবনটির নামকরণ হয়েছে নিউইয়র্কের ডাকনাম দি এম্পায়ার স্টেট ।
১৯৩১ সালে নির্মাণের পরথেকে প্রায় ৪০ বছর এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের মর্যাদাই পেয়েছিল । এরফলে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় স্থাপনা ও মাইলফলক হিসেবে আখ্যায়িত হয়ে আছে ।
১৯৭১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ার নির্মাণান্তে এর মর্যাদা কিছুটা কমে যায় । ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর এর হামলা পরবর্তী সময়ে এম্পায়ার স্টেট বিল্ডিং পুণরায় নিউইয়র্কের সবচেয়ে বড় ভবন হিসেবে নিজ স্থানে ফিরে যায় ।
শিকাগোতে অবস্থিত উইলিস টাওয়ার এবং ট্রাম্ফ ইন্টারন্যাশনাল হোটেল এন্ড টাওয়ারের পর বর্তমানে এম্পায়ার স্টেট বিল্ডিং মার্কিন যুক্তরাষ্ট্রের ৩য় বৃহত্তম উচ্চ ভবন। দুবাইয়ে অবস্থিত বুর্জ খলিফার পর এটি বিশ্বের ১৫তম গগনচুম্বী অট্টালিকা হিসেবে মর্যাদা পেয়েছে ও পরিচিত ।
শ্রিভ ল্যাম্ব এন্ড হার্মন এসোসিয়েটস এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের নকশা প্রণয়ন করেন । এটি এমন এক সময়ে তৈরী করা হয় যখন পৃথিবীর সবচেয়ে উঁচু আকাশচুম্বী অট্টালিকা তৈরীতে সকলেই ব্যস্ত হয়ে পড়েছিলেন । কিন্তু এম্পায়ার স্টেট বিল্ডিং সর্বোচ্চ অট্টালিকার মর্যাদায় অভিষিক্ত হয়েছিল । ৪১০ দিনে এই অট্রালিকার নির্মাণ কাজ শেষ হয় । ১৯৩১ সালের ১ই মে আমেরিকার প্রেসিডেন্ট হার্বার্ট হুভার এই বিল্ডিংটির উদ্বোধন করেন ।
১০২ তলা শেষে এম্পায়ার স্টেট বিল্ডিংএর উচ্চতা দাড়ায় ১,২৫০ ফুট এবং ৩৮১ মিটার এবং শৃঙ্গ বা চূড়ার দৈর্ঘ্য ছিল ২০৩ ফুট ৬২ মিটার ও শেষে এর সম্পূর্ণ উচ্চতা দাড়ায় ১,৪৫৪ ফুট ৪৪৩.২ মিটার । এর ৮৫ তলাতে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য এবং অফিস পরিচালনায় ব্যবহৃত করা হয় । এবং ৮৬তম তলায় অভ্যন্তরীণ এবং বহিঃস্থ পর্যবেক্ষণ ব্যবস্থায় আছে । বাকী ১৬ তলায় আর্ট ডেকো র টাওয়ার রয়েছে । এবং ১০২ তলা থেকে এর চতুর্দিকে পর্যবেক্ষণের কাজ করা হয় । ২০৩ ফুট ৬২ মিটার শীর্ষ চূড়াটি সম্প্রচার কার্যের জন্যে এন্টেনা ব্যবহার করা হয় এবং শীর্ষ আলোকসজ্জ্বা সাঁজানো হয় ।
পৃথিবীর ১ম গগনচুম্বী অট্টালিকা হিসেবে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে একশতেরও অধিক তলা রয়েছে । এই অট্রালিকায় ৬৫০০টি জানালা ও ৭৩টি লিফট আছে । এছাড়াও রাস্তার সমান্তরাল থেকে ১০২তম তলা পর্যন্ত ১৮৬০টি সোপান রয়েছে । এর সর্বমোট মেঝের আয়তন ২৭৬৮,৫৯১ বর্গফুট এবং ২৫৭,২১১ বর্গমিটার । প্রায় ২ একর ৮০৯৪ বর্গমিটার জমির উপর এটি অবস্থিত । এটে এক হাজার ব্যবসা প্রতিষ্ঠান আছে । ১০১১৮ জিপ কোডও নিজ নামে সংরক্ষণ করেছে । ২০০৭ সাল পর্যন্ত এখানে প্রায় একুশ হাজার শ্রমিক প্রতিদিন কাজ করতেন । এরফলে আমেরিকায় বিল্ডিংটি পেন্টাগনের পর ২য় বৃহত্তম অফিস কমপ্লেক্স হিসেবে স্বীকৃতি লাভ করেছে ।
তথ্যঃ ইন্টারনেট ও ESBNYC.com
©somewhere in net ltd.