নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ঈদকে সামনে রেখে সকলের জন্য কিছু সতর্ক বার্তা

২৫ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪৫

আমাদের বছরে বড় দুটি ধর্মীয় উৎর্ষব একটি ঈদুল ফিতর আর একটি ঈদুল আযাহ ।এইতো রোজা শেষে পালিত হবে ঈদুল ফিতর ।
আর যাই করি আর না করি যারা শহরে বসবাস করি তারা সকলে এই এই দুটি উৎর্ষবে পরিবার পরিজনের সাথে এক সঙ্গে আনন্দ
ভাগাভাগি করে নেওয়ার জন্য শহর থেকে গ্রামে ছুটে চলি ।আর এই সময় আনন্দের পরিবর্তে আমাদের জীবনে বয়ে আনে নানান দূরঘ্টনা । তাই ব্লগ লেখার শুরুতে সবাইকে জানিয়ে দিচ্ছি আসন্য পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা ,, ঈদমোবারক,,
আসন ঈদকে সামনে রেখে কিছু সতর্ক বার্তা লেখার জন্য বসলাম যদিও মনমানষীক ও শরীলতা ভাল নয় তার পরেও চিন্তা করলাম যদি একটি
সতর্ক বানী কিছু মানুষকে সতর্ক করা যায় তাতে অনেকের উপকার হবে ।
কারন বছরে মাত্র দুইটি সময় সরকারী ও বেসরকারী প্রাইভেট কম্পানী এবং
সকল অফিস ও ব্যবসাহী প্রটিস্থান গুল এক সাথে ছুটি দেন । আর এই সময়টা
হলো বছরে দুই ঈদ আর এই আনন্দের ছুটির দিন এবং ঈদের আনন্দের দিন গুলো পরিবারের সকলের সাথে একসাথে উপভোগ করার জন্য আমরা সবাই
কম আর বেশি সহ পরিবার ঢাকা ত্যগ করে ঈদর কয়দিনের জন্য যার যার
গ্রামের বাড়ী চলে যাই আর এই যাওয়াতাই হয় অনেকের জন্য একে বারে শেষ বিদায় কারন ঈদের সময় সকলের একসাথে ছুটি থাকার কারনে সকল
বাস,ট্রেনপথ ও নদী পথে প্রচুর ভির ও চাপ থাকে তাই সিটের থেকে বেশি টিকেট ক্রয় এবং বিক্রয় হয় এতে করে প্রতেকটি গাড়ী ও যানবাহন এবং নদীপথে গঠছে নানান দূর ঘটনা আর এই একটি দূর ঘটনাই কিন্ত নিয়ে যায় আমাদের একে বারে মিত্যুর দিকে ।
তাই যাতে করে এই আনন্দের সময় টা কোন দুংখ জনক সময়র পরিনীতি বা কষ্টের কারন না হয় সেই দিকে একটু খেয়াল ও লক্ষ্য করে চলুন ।
সতর্ক বানী লক্ষ্য ঃ
১। আপনি যখন ঘর থেকে বাইহীর হচ্ছেন সব বুজে নিয়েছেন দেখুন সব ঠিক আছে কিনা যেমন আপনি যে অগ্রিম টিকেট কেটে ছিলেন তা সাথে করে নিয়েছেনতো ।
২। আপনি যে গাড়ীটে যাচ্ছেন তার কাউন্টারে ফোন করে আগেই গাড়ী সাড়ার সময়টি জেনে নিন এবং গাড়ী সাড়ার কমপক্ষ্যে ১৫ মিনিট আগে
কাউন্টারে পৌষান এবং রাস্তায় জ্যমের কারনে পারলে ২ ঘন্টা আগেই ঘর থেকে বাহির হয়ে যান তাতে করে অনেক ভাল হবে ।
আর যদি টিকেট না কাটা থাকে তাহোলে আর একটু আগে বেরিয়ে যান তাতে এক গাড়ী না পেলে অন্য আরেক গাড়ীতে যেতে পারবেন ।
৩। ঈদের কম পক্ষ্যে এক সপ্তাহ আগে টিকেট ক্রয় করার চেষ্টা করুন তাতে করে টিকেট কেনার কোন রকমের জামেলায় পরতে হবে না ।
নয়ত বা বেশি লেট করলে পরে ভাল গাড়ীর টিকেট পাওয়া যাবেনা বা পাবেন না ।
আর যদি সম্ভব হয় ঈদের এক সপ্তাহ আগে যাওয়া তাহলে এক সপ্তাহ আগেই চলে যান এবং আপনি সহ না পারলেউ আপনার ফ্যমেলির অন্য সদস্যের যেমন মা,বাবা,ছেলে মেয়ে,ছোট ভাই,বোন,শ্ত্রীকে একতু আগেই পাঠিয়ে দিন তাতে করেও অনেক সমস্যা মুক্ত যেতে পারবেন ।
৪।আপনি যে গাড়ীতে যাচ্ছেন তা ঠিক আছে কি না তা একতু খেয়াল করে দেখুন ।
আপনার টিকেটের সাথে গাড়ীর নাম্বার এবং গাড়ীর সিট নাম্বার মীলেছে কি না একটু যাচাই করে দেখে নিন ।
৫।আপনি যে গাড়ীটে যাচ্ছেন তার সিট কত গুলো সেই পরিমান লোক বা যাত্রী নিচ্ছে না তো দয় করে একটু সেই দিকেও খেয়াল রাখবেন ।
কাউন্টার ছারা আর অন্য কার কাছ থেকে দয়া করে টিকেট কিনবেন না ।
নিজ নিজ মাল নিজ নিজ দায়ত্বে রাখুন ।
গাড়ী ওঠার আগে আপনার টিকেট টি একবার চেক করে নিন টিকেটের সব
লেখা আর গাড়ীর সাথে মীল আছে কি না ।
আপনার টিকেটের যে সিট নাম্বার লেখা আর গাড়ীর সিট নাম্বারের সাথে মিলছে কি না তাউ একবার দেখে নিন ।
৬। আপনার সিটটি শধু আপনার কাছেই বিক্রিয় করেছে নাকী আগে পরে অন্য কার কাছে বিক্রয় করেছে একটু ভাল করে খোজ নিয়ে দেখে নিবেন ।
৭। গাড়ীটে অপরিচিত কোন লোকের কোন প্রকার খাবার খাবেন না ও পান করিবেন না এবং আপনিও কাউকে খাওয়াবেন না ।
সকল ব্লগার ভাইদের ও বোনদের ঈদ আনন্দ ভাল ভাবে কাটুক সেই আসা ও শুভ কামনা করে ও শুভেচ্ছা রেখে এবং আবার ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে লেখা শেষ করলাম ।
ঈদমোবারক,

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৫ বিকাল ৪:২৩

মিন্টুর নগর সংবাদ বলেছেন: ভালো লাগলো সময় উপযোগী পোস্ট ভালো লাগা ঈদ সতর্ক বার্তায় । B-)

২৭ শে জুন, ২০১৫ সকাল ৯:১৪

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই

২| ২৫ শে জুন, ২০১৫ বিকাল ৪:৩৩

ব্লগার মাসুদ বলেছেন: সুন্দর সতর্ক বানী ভালো লাগলো মামুন ভাই ।

২৭ শে জুন, ২০১৫ সকাল ৯:১৪

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.