নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই রমজান মাসের শুরু হতে গত ছয় দিনে আমি একদিন গুলিস্থান গেছি ।
দুই দিন নীমতলী গেছি, এক দিন টঙ্গী গেছি ।দুইদিন এলিফেন রোডে গেছি ।
ঘটনা হলো আমি যে স্থান থেকে ওই সব এলাকায় গেছি আগে আমাকে ওই সব এলাকায়
যেতে দুই থেকে আরাই ঘন্টা সময় ব্যয় করা লাগতো আর এ কয়দিনে আমার ওই এলাকায়
যেতে চল্লিশ মিনিট সময় লেগেছে । এর মূল কারন গত কয়েকদিনে বলা চলে ঢাকা শহরের
অনেক যানজট কমে গেছে । কারন হিসেবে দেখা গেছে এবার রমজান শুরু থেকেই ফুটফাটে
কোন ব্যবসা প্রতিষ্ঠান বা বিক্রেটাকে বসতে দেওয়া হয়নি ।
এতে একদম পরিষ্কার বোঝা যায় শহরের রাস্তাগুলো পাশে ফুটে যদি কোন হকার ব্যবসা প্রতিষ্ঠান
বসতে না দেওয়া হয় তাহলে আরো অনেক যানজট কমে যাবে ।
এতে হয়ত যারা রাস্তার ফুটে বসে ছোট ব্যবসা করেন তাদের সাময়িক কিছু কষ্ট বা ক্ষতি হবে কিন্তু
সারা শহর থাকবে যানজট মুক্ত । শহরটি হবে মানুষ বসবাস যোগ্য ।
২৫ শে জুন, ২০১৫ রাত ১:২৩
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন ভাই ।
২| ২৫ শে জুন, ২০১৫ রাত ১:৪৪
আমি মিন্টু বলেছেন: @সুমন কর দাদু কইছেন হুম, একদম ঠিক। সহমত
২৫ শে জুন, ২০১৫ ভোর ৫:৪৮
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০১৫ সকাল ১১:৩৬
সুমন কর বলেছেন: হুম, একদম ঠিক।