নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আছো আমার সকল কল্পনায়
আছো তুমি অন্তরের আঙ্গিনায়
পাবো না মাগো তোমার মতো
আরেকটি দেশ শতজনমের সাধনায়
তুমি জম্ম শুরু তুমিই যেন হয় শেষ
থাকবে তুমি বেঁচে আমার হাজারো চেতনায়।
তোমার কাছে পেয়েছি যে প্রেম
তোমার কাছে পেয়েছি যে আদর
তুমি করেছ তোমার মায়া ভরা রূপ দিয়ে শাসন
তোমার বুকেই দিয়েছো ঠাই দিয়েছো আসন ।
তোমার বুকে নিয়েছে জম্ম মাগো অনেক গুনী জ্ঞানী জন
তোমার তরে দিয়েছে অনেক মায়া ভরা জীবন
তুমিই যে মাতা তুমি যে পিতা
তাই তোমার বুকেই জ্বলে সবার আগে সন্তানের কষ্টের চিতা ।
১৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৪
মামুন ইসলাম বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ নগর সংবাদ ।
তবে সেলুটের কিছু নেই ।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৩
মিন্টুর নগর সংবাদ বলেছেন: বাহ দেশ নিয়ে কি অসাধারণ কবিতা ।সেলুট কবিকে ।