নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর পনে চেয়ে থেকে হইল আমার জীবন নষ্ট
তুই বলে মহান স্রষ্টা
তবে কেন
আমার ওপর পড়ে না তোর দৃষ্ট ।
তবে কি আমি ধরে নেব তোকে মন্দ
তোর মনের চক্ষু হইল আসল অন্ধ ।
ওরে আমি যদি
হইরে এতই নিকৃষ্ট
তবে তোর মহিমায়
একটু আমার দে না করে বিশুদ্ধ ।
এ মনটি যদি সত্যিই উগ্র
সেও তোর প্রেমে পড়েই হইল জাগ্র ।
ওরে আমি হইলাম তোর নজরের কান্ধারী
দে না দয়াল খুলে
আমার ওপর তোর নজরের একটু ভান্ডারী ।
০২ রা জুন, ২০১৫ বিকাল ৪:২৬
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ হারুন ভাই এইটার সুর একমাত্র আমি দিতে পারবো আর কেউ না ।
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০১৫ সকাল ১০:১৯
সরদার হারুন বলেছেন: কি মন্তব্য করব তাইতো বুঝিনা । গীতি কবিতার কথা জানি কিন্তু গীতি কাব্যের তথাতো জানি না ।
ছন্দ, তাল মিল এর কোন দিক দিয়ে গীতি কবিতার সাথে মিলে না । যা হোক আপনার চেষ্টা ভাল ।