নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই কখন তুমি বেঁচে ফিরে এলে,
নাকি আসতে চেয়ে আসনি,
তুমি আসলেও পারতে,
পুরো দুপুর দুজন মিলে, কাঁটিয়ে দিতাম খেলে এলে বেলে ।
তোমার মুখে বলা,
কখনো সকাল কখনো দুপুর হয়ত বা বিকেল বেলা ।
মুখ থুপরে পরে যাওয়া কাঁনা মাছি সেই যে রাঙ্গা বউ সাঁজা খেলা ।
কখনো যাওয়া হতো রুপলো মাঠের সেই বৈশাখী মেলা ।
গুরে ফিরে হাতে হাত ধরে কেঁটে যেত সারাটি দিন,
ঘরে ফেরা হতো অনেক রাত্রী বেলা ।
আজ এই গভীর রাতে এখানে তাও তোমার জন্য আসা,
ঋৃণ মুক্তি কামনা ফিরিয়ে দিয়ে তোমার সকল ভালবাসা.......... ।
২৪ শে মে, ২০১৫ দুপুর ১২:১০
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
২| ১৮ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৭
সুখেন্দু বিশ্বাস বলেছেন: অনু কবিতার কথামালা ভালো লাগলো।
শুভেচ্ছা সতত।
২৪ শে মে, ২০১৫ দুপুর ১২:০৯
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ দাদা । কাঁচা হাতে লেখার চেষ্টা আর কি । শুভকামনা রইল ।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০১৫ সকাল ১০:০৮
মিনি বেগম বলেছেন: দারুন কবিতা ।